নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ইটে মুখ ঘষে কাক দেয় ঠোঁটে শান!

০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১০:৫৭



প্রেমের গান লিখেছেন কখনো?

এই নাগরিক যান্ত্রিকতায় , ব্যস্ততায় কখনো কি সাদামাটা কথা গুলো প্রেমের গান হয়ে ডানা মেলেছে ?
গলির মুখের আবর্জনার বিকট গন্ধ আর নাগরিক কাকের ক্ষুধার্ত চাহনি কি কখনো কি হতে পেড়েছে একটি প্রেমের গান ?
এই সময় অথবা ঝাপসা হয়ে ওটা কালো ধোঁয়ায় আচ্ছন্ন এই অসময়। এই অসময়ে বেড়ে ওঠা নিদারুন অভিমান কি একটি প্রেমের গান হতে পেড়েছে ? বেকারত্বের গ্লানি নিয়ে এককাপ চায়ে পাউরুটি ভিজিয়ে খেতে খেতে প্রেমের গান লিখেছে কি আপনার অভিমানী বন্ধুটা ?

যাক , প্রশ্ন অনেক হয়ে গেলো। নিজেকেই প্রশ্ন গুলো করি মাঝে মাঝে।

আমাদের এই ঢাকা শহরের উত্তরায় রাস্তার পাশের গাছ গুলো কেটে ফেলার হচ্ছে। কারণ জানিনা। জানতে ইচ্ছে করেনি।
শুধু আসা যাওয়ার মাঝে লোকাল বাসের (যাকে পরিবহন সমিতি 'সিটিং বাস' বলে ) জানলা নিয়ে কেটে নেয়া গাছের গুড়ি গুলো পরে থাকতে দেখি। এই ধুলো বালি ময়লা আর অবহেলার শহরে প্রেমের গান কে আঁকড়ে ধরতে ইচ্ছে করে খুব। গাছের গুঁড়িতে মেলে দেয়া রঙিন লুঙ্গিটা বাতাসে কেন জানি স্বপ্ন হয়ে দোলা দেয় প্রতিনিয়ত।

হেরে যাওয়া ,ফেলে আসা , হারিয়ে ফেলার এই উদাসীন শহরে কখনো কখনো প্রেমের গান বাঁধতে ইচ্ছে হয় খুব। বেহায়ার মতো

নাগরিক কবিয়াল কবীর সুমন প্রেমের গান লিখেছিলেন ' চাইছি তোমার বন্ধুতা ' অ্যালবাম এ ১৯৯৬ সালে। এরপর কেটে গেছে সময়। সুমন চট্টোপাধ্যায়, কবীর সুমন হয়েছেন। হেরে যাওয়া শহর আর জীবনের প্রতিচ্ছবি খুব একটা বদলায়নি। শুধু সমস্ত অভিমান আকাশের দিকে তাকিয়ে পাঠিয়ে দিয়েছি। আমাদের সমস্ত আক্ষেপ আর অভিমান আকাশের কাছে জমা আছে।



গান : আমার প্রেমের গান
কথা , সুর ও সংগীত : কবীর সুমন
অ্যালবাম : চাইছি তোমার বন্ধুতা



যদিও আকাশ ধোঁয়াশায় মৃয়মান
তোমার জন্য লিখছি প্রেমের গান।

গলির মুখেই নোংরা-আবর্জনা
আস্ত নরকে নাগরিক আনমনা
মোড়ের সেলুনে রেডিওয় মুলতান
তোমার জন্য লিখছি প্রেমের গান।

বাজারের শাক-সবজির অবশিষ্ট
নালায় ভাসছে কবেকার উচ্ছিষ্ট
ইটে মুখ ঘষে কাক দেয় ঠোঁটে শান
তোমার জন্য লিখছি প্রেমের গান।

কেটে নেয় গাছ গুড়িটা রয়েছে পড়ে
তাতে মেলে দেওয়া রঙিন লুঙ্গি ওড়ে
রাস্তার কলে রিক্সাওয়ালার স্নান
তোমার জন্য লিখছি প্রেমের গান।

ছোট্ট দোকানে খই মুড়ি চানাচুর
নকুল দানায় পিঁপড়ের ঘুরঘুর
সামনেই আছে খয়ের সুপুরি পান
তোমার জন্য লিখছি প্রেমের গান ।


বেঞ্চিতে আছে বেকার ছেলেটা বসে
বন্ধুর কাঁধে বিষন্ন মুখ ঘষে
কমলো কিছুটা যুবকের অভিমান
তোমার জন্য লিখছি প্রেমের গান ।

সব অভিমান আকাশের চেনা চেনা
সবার জন্য সুদিন কি আসবেনা
উত্তর চেয়ে আকাশ পেতেছে কান
আমিও পেতেছি আমার প্রেমের গান।


উপলব্ধি : ০৪ ঠা অক্টোবর, ২০১৮।
ছবি : ইন্টারনেট


মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:১২

অক্পটে বলেছেন: জীবনের ইত্যকার যাবতীয় চলমান বাস্তবতাগুলো বড় স্পষ্ট হয়ে রয়েছে এই গানের আলোকে আপনার উলব্ধিতে। সুন্দর।

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ। গানের বড় কোন বিশ্লেষণ করতে চাইনি। অল্প কথায় নিজের উপলব্ধিটা ব্যক্ত করেছি। ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেকদিন পর আপনাকে পেলে আমার পোস্টে।

২| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


গাছ কাটতে দেখলে মনের ভিতর খারাপ লাগা কাজ করে,ইচ্ছে হয় যদি ক্ষমতা থাকতো পৃথিবীর কোনো গাছ কাটতে দিতাম না।

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
" আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়
আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে, রক্তজবায়
আমি চাই পুকুর বোজালে আকাশ ভাসবে চোখের জলে
আমি চাই সব্বাই যেন দিন বদলের পদ্য বলে। " --- কবীর সুমন

"শেষ গাছটা কাটা হয়ে যাবে যখন
শেষ মাছটা যখন জালে পড়বে
শেষ জন্তুটা জবাই হয়ে গেলে তারপর
কী দিয়ে তুমি পেট ভরবে?
শেষ জঙ্গল কাটার উদ্যোগে
শেষ ঝর্ণাটা হয়ে গেলে ছোট
খাবার জন্য শুধু থাকবে তােমার কাছে
কড়কড়ে টাকার নােট। " --- অঞ্জন দত্ত

৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:৩২

জুল ভার্ন বলেছেন: চমতকার উপস্থাপন!

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনার ভালো লাগাকে লেখার সার্থকতা হিসাবেই মনে করি , সেইসাথে নিখাদ অনুপ্রেরনা।

৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
সুমনের গান আমার অতি পছন্দের।
অঞ্জনের আগে আমার সুমনের গানের সাথে পরিচয়। নচিকেতারও আগে।
সুমন একমাত্র গায়ক যিকে আমি স্বপ্ন দেখেছি স্বপ্নে কথা বলেছি। স্বপ্নে তাকে আমি যাই জিজ্ঞেস করেছি তার সব জবাব তিনি তার গানের কথা দিয়ে দিয়েছেন। ঘুম ভাঙ্গার পর কথপোকথন মনে না থাকলেও ঐটুকু মনে ছিলো।

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার সাথে আমার মিলে যাচ্ছে। গানের প্রতি আকর্ষণ সুমনের গান থেকেই। আমার চিন্তাভাবনার অনেক অংশ সুমন আর অঞ্জন দখল করে আছে।
সুমন অঞ্জন আর নচিকেতা এর বাইরে খুব কম গানের প্রতি আকর্ষণ ছিল।

৫| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ২:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



দেশে সকল গাছ কেটে ফেলতে হবে। এইগুলি আপদ। এই গাছের জন্য নাগরিক জীবন বিপন্ন! গাছ কেটে সাফা করে দিতে হবে। এই দেশ হবে বৃক্ষহীন দেশ একটি আদর্শ দেশ। সাবাস। চমৎকার মচৎকার।

০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

"শেষ গাছটা কাটা হয়ে যাবে যখন
শেষ মাছটা যখন জালে পড়বে
শেষ জন্তুটা জবাই হয়ে গেলে তারপর
কী দিয়ে তুমি পেট ভরবে?
শেষ জঙ্গল কাটার উদ্যোগে
শেষ ঝর্ণাটা হয়ে গেলে ছোট
খাবার জন্য শুধু থাকবে তােমার কাছে
কড়কড়ে টাকার নােট। " --- অঞ্জন দত্ত

৬| ০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

মিরোরডডল বলেছেন:




সুমনের এই এ্যালবামে অনেকগুলো সুন্দর গান আছে ।
পোষ্টের গানটা ভীষণ ভালো লাগে ।
আজ অনেকদিন পর শুনছি ।





এই এ্যালবামে আমার সবচেয়ে প্রিয় গান একলা হতে চাইছে আকাশ ।




০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৯:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
একলা হতে চাইছে আকাশ - আমার সবচে পছন্দের একটা গান। এই গান নিয়েও লিখবো একদিন।

একলা হতে চাইছে গাছটাও
হলদে পাতার আলতো ঝড়ে
পাতায় পাতায় বিষন্নতা
গাছেরও মন কেমন করে…

এবং

রবীন্দ্রনাথ একলা থাকেন
অশ্রু নদীর সুদূর পানে…


বুকে আঘাত করে খুব। আমার বিষন্নতার আর লেখালেখির জন্য কবীর সুমন অনেকাংশে দ্বায়ী।

৭| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৮:০৪

মিরোরডডল বলেছেন:




যে কয়জন জীবনমুখী গান করে তাদের মাঝে সুমন বেস্ট ।
সুমনের অসখ্য গান আমার প্রিয় লিস্টে ।

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৯:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার বিষন্নতার আর লেখালেখির জন্য কবীর সুমন অনেকাংশে দায়ী।

১৯৯২ সালে যখন সুমনে আসক্ত হই তখন আমি প্রাইমারীতে পড়ি। অতোটুকু একটা ছেলে সুমন চট্টোপাধ্যায়ের কি বুঝবে?
'মন খারাপ করা বিকেল ' এর কি বুঝবে?

৮| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৮:১৬

আখেনাটেন বলেছেন: টিকে থাকার লড়াইয়ে কংক্রিটের জঞ্জালে বসবাসকারী পোকামাকড়েরা ধাতব আওয়াজে প্রেমের গান গাইলেও সেখানে প্রেমের বদলে জৈবিকতার মাত্রায় বেশি......ফলে গাছহীন, ছায়াহীন, মায়াহীন মৃতপ্রায় নগরীতে প্রেমের চেয়ে লুকানো শোক সঙ্গীতের চর্চাই বেশি যা অধিকাংশ পোকামাকড় রচনা করলেও প্রকাশিত আর হয় না।

এক সময় কবীর সুমনের গানের নেশায় বুঁদ থাকতাম......

'এই ফাটাকাবাজির দেশে
স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই ..
গানওয়ালা, আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই,
কিচ্ছু করার নেই......"

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
"কৈশোর শেষ হওয়া , কৈশোর শেষ হওয়া ,
রঙ চঙ্গে স্বপ্নের দিন
চলে গেছে রঙ হারিয়ে , চলে গেছে মুখ ফিরিয়েই"

:(

৯| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৯:০১

কামাল৮০ বলেছেন: আমি আমার জীবন দিয়েই জীবনকে বুঝছি।আগে সুমনের গান অনেক শুনেছি।অনেক দিন শুনা হয় না।ভুলেই গিয়েছিলাম, সুমন নামে কোন গায়ক ছিল।
ও গানওয়ালা
আর একটা গান গাঁও আমার প্রিয় গান।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আবার শুনুন

কৈশোর শেষ হওয়া , কৈশোর শেষ হওয়া ,
রঙ চঙ্গে স্বপ্নের দিন
চলে গেছে রঙ হারিয়ে , চলে গেছে মুখ ফিরিয়েই

১০| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৯:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার উপলব্ধি ও প্রকাশ ভঙ্গিমা দারুন।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমাদের অনুপ্রেরণাদায়ক মন্তব্য গুলো আমাকে ভাবায়, লেখায়।

১১| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৯:৩৪

রানার ব্লগ বলেছেন: গাছ!!?? সে কি জিনিস!!?? কাটুন কাটুন!! কেটে পার্টি অফিস বানান!!

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শেষ গাছটাও কাটা হয়ে যাবে একদিন।

১২| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১১:০০

শেরজা তপন বলেছেন: আজকে লেখার গভীরতা ছুঁয়ে গেল মন।
সুমনের এই গানটা অনেকদিন শুনিনি। ভাল লাগল সব মিলিয়ে।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
মাঝে মাঝে গভীর ভাবে ভাবি। লেখা হয় না।
সবচেয়ে ভাবিয়েছিল কবীর সুমন।

১৩| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: কবীর সুমনের গান ভালো লাগে।

০৬ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার গান শোনা শুরু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.