নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

পাঁচটা ফুল সেই সাথে প্রিয় পাঁচটা বাংলা গান (একটা ফ্রী)

১৪ ই আগস্ট, ২০২২ রাত ১:০২


"আর কিইবা দিতে পারি
ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডোডেনড্রন।"

মহীনের ঘোড়াগুলির একটা মাস্টারপিস 'তোমায় দিলাম'। বৃষ্টির সম্ভবনায় আনচান করা মন,উঁচু উঁচু দালান, ফ্ল্যাট বাড়ি, পিচগলা রাস্তা, বাসট্রামের ভীড়ের ব্যাস্ত শহরে হুট করে কাউকে ঘাসফুল দেয়া যায়না। মাখানো যায়না ধানের গন্ধের আবেশ । তবুও ফুটপাতের ধারে
উড়তে থাকা রং-বেরংয়ের বেলুন গুলোকে রডোডেনড্রন মনে হয়। থতমত এই শহরে আশার মত দুলতে থাকে যেন।

ইউটিউব লিঙ্ক

"তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
আমি তো বসে ছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
চলে গেছো কোথায় আমায় ফেলে বহু দূর।"

অর্থহীন ব্যান্ডের মাস্টারপিস 'এফিটাফ' । রিলিজ পেয়েছিল 'স্বপ্নচূড়া ১' অ্যালবামে। রিলিজ পাওয়ার পর থেকেই গানটা যেন বৃষ্টি আর কৃষ্ণচূড়ায় মিশে আছে। বহুদিন পর যুদ্ধ ফেরত এক প্রেমিকের কৃষ্ণচূড়া ফুল হাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরে ফেরার গান। কিন্তু সব ফেরাই কি সুখকর হয়?
[link|ইউটিউব লিঙ্ক


" তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো।"

কয়েক বছর আগের কথা। শাহবাগ মোড় ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আমার হাতে স্কেচ বুকে নতুন টিশার্টের ডিজাইন। ফুলের দোকানে বেশ জটলা। বিয়ের ঘর সাজানোর জন্য আমাকেও ফুল নিতে হবে। এই সময় একদল তরুণী এলো কাঠগোলাপের খোঁজে। দোকানীর কাছ থেকে জানা গেল, এই ফুল নাই। সচারচর পাওয়া যায় না।কিন্তু ইদানীং খুব খুঁজছে।
'হোক কলরব' অ্যালবামের 'তোমার জন্য' গানটা রিলিজের পর থেকে কাঠগোলাপের উপর অন্যরকম ভালোবাসা জন্মে ছিল কিশোর -কিশোরী, তরুণ-তরুণীদের মধ্যে।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়েছিল শাহানা বাজপেয়ী নামের এক মানবী আর গেয়েছিল অর্নব। আমার স্কেচ খাতায় কাঠগোলাপ আর গানের লিরিক বসিয়ে ডিজাইন একেছিলাম দোকানে বসে। পরবর্তীতে ৫০টা টিশার্ট বিক্রি করেছিলাম।


"এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল.... "

প্রিয় ব্যান্ড শিরোনামহীনের 'আবার হাসিমুখ'। মাস্টারপিস বললে কি ভুল হবে? গানটার ভিডিও নির্মিত হয়েছিল একটা সুইসাইড নোটের উপর ভিত্তি করে। হেরে যাওয়া মানুষ গুলোর জন্য অবেলায় ফুটে ওঠা কাশফুল যেন ঠিক আশার আলো হয়ে হাতছানি দেয়। বাঁচতে বলে। মানুষের ছুটে চলা কারোর হাসিমুখের জন্য। হতে পারে- মা, বাবা, প্রিয়জন কিংবা দেশ। আবার হাসিমুখ অনুপ্রেরণার গান, জীবনের গান, জীবনকে ভালোবাসার গান। বেঁচে থাকার গান।





"ছেলেটার আছে বুক পকেটে চিঠি
প্রথম প্রেমের বানান ভুল
মেয়েটার আছে যত্ন করে রাখা
খাতার ভেতর চ্যাপ্টা গোলাপ ফুল ।"

ভীষণ প্রিয় অঞ্জন দত্তের ছেলেমানুষী সময়ের ভালোবাসার গান। স্কুল সময়ের প্রেমের গান। প্রথম দেখার অনুভূতি, প্রথম প্রেমে পড়ার অনুভূতি , মিষ্টি অনুভূতি। যে সময় দাম্পত্যের কঠিন মানে নিয়ে মাথা ঘামাতে হয় না শুধু দেখা না পেলে চোখ আচমকা ভিজে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে। তাড়াহুরা করে ভুল বানানে লেখা চিঠি সযন্তে থাকে বুক পকেটে আর খাতার ভেতর তরতাজা গোলাপটা শুকিয়ে যায় ঠিকই কিন্তু ভীষণ ভালোবাসা জমা করে রাখে। আপনি রেখেছিলেন কি?


ফ্রী দিচ্ছি না। দিতে চেয়েছিলাম। পরে মনে হলো ফ্রী গুলো আপনাদের থেকে নিবো। চাইলে বাদলে দিনের প্রথম কদম ফুল দিতে পারেন অথবা ব্লু জিন্সের কদম ফুল দিতে পারেন । সমস্যা নেই এই বাংলায় ফুল আর গানের অভাব নেই।

এই পোষ্টটি সকল ব্লগারকে উৎসর্গ করা হলো। অস্থির পরিবেশ যদি তৈরি হয়েও থাকে সেটা কাঠগোলাপের সাদার মায়ায় মিশে যাক।
ধন্যবাদ সহব্লগার, ধন্যবাদ প্রিয় সামু।

ছবিঃ সামুর ব্লগার মরুভূমির জলদস্যূ থাকতে আমাকে খুব কষ্ট করতে হয় না। ছবিগুলো তার বিনা অনুমতিতে নেয়া।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৬

কামাল৮০ বলেছেন: পড়ে মুগ্ধ হলাম বলা ছাড়া আর কিছু বলার যোগ্যতা নাই।ভাষায় দক্ষ না হলে মনের ভাব প্রকাশ করা কঠিন।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ২:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সামান্য চেষ্টা ব্লগের জন্য। এই ব্লগে ফুলের সৌরভ ছড়িয়ে পড়ুক। আপনি ভালো থাকবেন।

২| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
কৃষ্ণচূড়া ফুলের ছবিটি আমি আমার একটি পোস্টে ব্যবহার করলেও এই ছবিটি আমার তোলা নয়।
পোস্টে সেটি উল্লেখ করেছি কিনা এখন মনে নেই।

৪টি গানই আমার অতি পছন্দের গান।
প্রথম ফুলটি কিন্তু প্রকৃতি রডোডেনড্রন নয়। আমি এখনো রডোডেনড্রনের ছবি তোলার সুযোগ পাইনি।

পোস্টে আমার তোলা ছবি ব্যবহার করার আপনাকে ধন্যবাদ।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ২:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ককৃষ্ণচূড়া ফুলের ছবি আপনার পোষ্ট থেকেই নেয়া। আপনি দাবিদার। কোন চারটি গান অতিপছন্দের? প্রথম ফুলের নাম দাঁত রাঙ্গা। ইন্ডিয়ান রডোডেনড্রন নামে পরিচিত। হোক ওটাই আমার রডোডেনড্রন।

এই পোষ্টটা ব্লগার জন্য সামান্য উপহার স্বরুপ। আপনাকে সাথে রাখতে পেরে গর্ববোধ করেছি।

৩| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৯

ককচক বলেছেন: আমি তো ভেবেছিলাম পোস্ট লিখেছেন "মরুভূমির জলদস্যু"

আমি রাখতে পারিনি। একটা ডায়েরি ছিলো, ডায়েরির ভেতর কারো লেখা চমৎকার কিছু চিঠি, কবিতা বা কথা ছিলো। যত্নে রাখতে গিয়ে সেটাও হারিয়ে ফেলেছি।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ২:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তা ঠিক। আমার তো নিজেরই ভুল হচ্ছে। এটা কি জলদস্যূর পোষ্ট?
আমার স্কুলের খাতায় গোলাপ ছিল তবে সেটা প্রেমের নয়।

আমার মূল্যবান অনেককিছুই হারিয়ে গেছে। স্কেস বুকটাও। মন্তব্যে ভালালাগা।

৪| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ৩:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি তো প্রথমে দশ্যু ভাই এর পোস্ট মনে করসি।
মন্তব্যো লিখে ফেলসি পোস্ট ভালো লাগলো দশ্যু ভাই।

১৪ ই আগস্ট, ২০২২ সকাল ৮:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হাহাহা। আমি নিজেই কখন মন্তব্য করে না বসি।

৫| ১৪ ই আগস্ট, ২০২২ ভোর ৪:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি ভয়ে ভয়ে ছিলাম দিস্যু ভাইয়ের ছবি ছিনতাই করার জন্য
কিনা আপনার মুণ্ডপাত ঘটায়! যা হোক দস্যু ভাই যখন আপনাকে
ফুল দুয়ে বরণ করেছে তখন বিপদ মুক্ত।
কথা, কাব্য গান সবই অসাধারণ।
ভালো থাকুন। চলেন নামাজ পড়ি।

১৪ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দস্যূ ভাইকে একবার নক করতে চেয়েছিলাম। পরে মনে হলো এর আগেও উনার ছবি নিয়ে পোষ্ট দিয়েছি। তাই আর সমস্যা মনে হয়নি। পোষ্টের শেষে উনার নাম জুড়ে দিয়ে ধন্য হয়েছি।
সর্বোপরি পোষ্টটা ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। আর শেষ আহবানটা +++

৬| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ডাকাত ভাইয়ে ছবি আরেক জনের পোস্ট দেখেই ভিমরী খাবার অবস্থা তারপর সবই ইতিহাস.........।

১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হমম। ভালো ছবি পোষ্ট কে আকর্ষনীয় করে।

৭| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪৪

মিরোরডডল বলেছেন:


ছবিগুলো তার বিনা অনুমতিতে নেয়া।

হা হা হা...... এটা মজার হয়েছে :)

পোষ্টের কথামালা গান সবকিছুই চমৎকার প্রকাশ ।

ইভানুস্কার জন্য অর্থহীনের সুমনের কণ্ঠে একটি প্রিয় গান ।





১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হমম। জলদস্যূর থেকে এর আগেও নিয়েছিলাম।
এখন আমি প্রিয় অ্যালবাম। আমি বেজবাবা সেই ভক্ত। আনিলার গান আমি অনেক আগে থেকে শুনি ভালো লাগে। ক্রান্তি অ্যালবামের 'বৃষ্টি কবর ভেজায়' অসাধারন লাগে।

এখন আমি অ্যালবাম দূটো পুরোনো গান আছে। অন্বেষণ আর স্বপ্ন গুলো তোমার মত। পুরোনো ভার্সন যে কতবার শুনেছি ঠিক নেই।
এইভাবে ভিডিও শেয়ার করেন কিভাবে?
আপনার জন্য 'সবার জন্য ভাবছো তুমি' গানটা।

৮| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:২৯

মিরোরডডল বলেছেন:




সবার জন্য ভাবছো তুমি ইউটিউব লিংকের = এর পরের অংশটুকু কপি করবে যেটা হচ্ছে PT4X_LOvtx4

তারপর ফার্স্ট ব্র্যাকেট [
তারপর লেটার yt
তারপর স্ল্যাশ |
তারপর পেস্ট লিংকের সেই ইকোয়ালের পরের অংশ যেটা কপি করেছি PT4X_LOvtx4
তারপর আন-ব্র্যাকেট

See, easy-peasy :)


আনিলা সুমনের আরেকটি পছন্দের গান ।



১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দেখি চেষ্টা করে
WHTyC26eA

৯| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৩

জুন বলেছেন: বিনা অনুমতিতে ছবি নিয়ে ব্লগ স্বপ্নবাজ !!
প্রথম ফুলটি কিন্ত অসাধারন রূপসী তবে নাম তার একেবারেই বেরসিক, দাতরাংগা
লেখায় প্লাস রইলো ।
ক্রিকেট লেখা নিয়ে আমার এত স্মৃতি জড়িত যে কিছুই লিখে উঠতে পারলাম না :`> সেই বোঝার বয়স থেকে ঢাআ স্টেডিয়ামে বাবা মা আত্মীয় স্বজনের সাথে ক্রিকেট দেখা শুরু । এখনো আমরা দুই বুড়ো বুড়ি বিশেষ করে বাংলাদেশের খেলা থাকলে টিভির সামনে থেকে নড়িই না । তবে আমি আর আমার ছেলে একটা খেলা দেখেছিলাম যাতে ওয়েস্ট ইন্ডিজ অবিশ্বাস্য জয় লাভ করেছিল
ইংল্যান্ডের বিরুদ্ধে লাস্ট দুই ব্যাটারের ব্যাটে । ব্রায়ান লারা দৌড়ে মাঠে আসতে গিয়ে উলটে পরেছিল আর মাইকেল ভনের হাসি হাসি মুখটি কালো হয়ে গিয়েছিল সেই পরাজয়ে । যাক এই পোস্টে অপ্রাসংগিক লেখা লিখলাম আশাকরি মনে কিছি করবেন না । বড্ড ব্যাস্ততায় দিন যাচ্ছে ।

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম। দাঁতরাঙা নামটা যেন কেমন। লেখা ভালো লেখেছে জেনে ভালো লাগলো জুন আপা।
ব্যস্ততা শেষ হলে সময় নিয়ে লিখে ফেলুন। স্মৃতিচারণ করতে ও পড়তে ভালো লাগে।

১০| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১১:০০

শেরজা তপন বলেছেন: তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো।
অর্নবের চমৎকার গান। শুরু থেকেই আমার প্রিয়।

দারুন ভাল লাগল-ছবি গান ও গল্প!

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শাহানার লেখা অর্ণবের অসাধারণ একটা গান। অনেক গেয়েছি। মানুষ এতো সুন্দর লেখে কিভাবে মাথায় আসে না।
ধন্যবাদ প্রিয় ব্লগার। কাঠগোলাপের শুভেচ্ছা রইল।

১১| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


অর্থহীনের লিরিক কে লিখতো? প্রিয় ফুল সম্ভবত কৃষ্ণচূড়া,অনেক গানেই পেয়েছি। এপিটাফ" ফিল করার মত গান!


অর্নবের প্রিয় ফুল কাঠগোলাপ মনে হয়।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এফিটাফের লিরিক সুমন ভাইয়ের লেখা।
কাঠগোলাপ মানে তোমার জন্য গানের লিরিক শাহানা বাজপায়ীর লেখা। এই গানটা রিলিজের পর অনেকের প্রিয়ফুল ছিল কাঠগোলাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.