নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
" কষ্টের পোস্টে কিছু লিখতে যে সূক্ষ অনুভূতি আর সংবেদনশীলতা দরকার, তা আজকের চাপের পৃথিবীত বজায় রাখা মুশকিল। কেউ কেউ হয়তো পারেন- যেমন স্বপ্নবাজ সৌরভ।" - নিমো
মোটামুটি আর দুইমাস পরে এই নিকের বয়স ১১ বছর পূর্ণ হবে। প্রায় একযুগের কাছাকাছি। 'স্বপ্নবাজ সৌরভ' ব্যতিত অন্য কোন নিক থেকে ব্লগিং করা হয়নি। আমার একটাই নিক। একাধিক নিক সামলানো দুষ্কর নিশ্চয়ই। স্বপ্নবাজ সৌরভ কে মোটামুটি পড়া হয়ে গেছে আপনাদের। গুটি কয়েক কবিতা, টুকরো টুকরো অনুভুতি আর উপলব্ধির সমাবেশ, শৈশব, স্মৃতিকাতরতা, সোভিয়েত বই, আকাশ, বৃষ্টি আর ঝাপসা চোখের বাইরে খুব বেশি কিছু দেখা হয়নি, লেখাও হয়নি। এতোদিন যাবত এইগুলোই লিখে এসেছি। নিজেকে অনেক জায়গাতেই খুঁজে পাইনি। খুঁজে গেছি শুধু।
নতুন একটা নিকে ব্লগিং করার কথা ভাবছি। স্বপ্নবাজ সৌরভে খুব কম লিখবো। বরাবরই আমার লেখা কম। প্রতিমাসে বড়জোর ১০/১২ পোষ্ট দিতে পারি, এর বেশি কুলায় না। তবে পোষ্ট কম লিখলেও ব্লগে বিচরণ থাকে।ভেবেছিলাম এই মাসে এইবার অন্তত ত্রিশটা পোষ্ট লিখবো। নতুন নিকে শৈশব, সোভিয়েত, স্মৃতিকাতরতা থাকবে না। কবিতা থাকলেও সেটা স্বপ্নবাজ সৌরভের ছায়ার বাইরে।
নতুন নিক নিয়ে ভেবেছিলাম। নিক হিসেবে রাশান রাজপুত্র, বীরব্রতী কিংবা ইভানুশকা মাথায় এলেও এগুলো মূলতঃ স্বপ্নবাজ সৌরভের প্রতিশব্দ। তাই ভিন্ন কোন নিক ভাবতে হচ্ছে। লাভার বয়, লাভ বার্ড এই নিক চলে না। সিজোফ্রেনিক কিংবা জ্যাক দ্য রিপার নিক গুলো বেশ আকর্ষনীয়।
এর আগেও কয়েকবার 'ব্লগে আসবো না' টাইপ পোষ্ট এসেছিল। কিন্তু বারবার ফিরে এসেছি। কারণ ফেরা ছাড়া উপায় থাকে না। বলা যেতে পারে নতুন নিক খোলার এটা একটা উদ্দেশ্য। স্বপ্নবাজ সৌরভ অনিয়মিত হলেও নতুন নিকে আমি থাকবো। নিকে কি আসে যায় ? ব্যক্তি 'আমি' ব্লগে থাকলেই হলো অগোচরে। সব কিছু ঠিক থাকলে 'স্বপ্নবাজ সৌরভ' নিকটা আরো দুইমাস টেনেটুনে পাড় করবে, ১১ বছর পূর্ণ হবে। ১১ বছর বিশাল একটা ব্যাপার! এই ব্যাপার নিয়েও পোষ্ট আসবে ।
ধন্যবাদ প্রিয় সামুর সবাই কে। 'ব্যক্তি আমি' সামুতে 'অগোচরে' লিখতে চাই, থাকতে চাই! আরেহ বাহ, নিক দুইটা তো দারুণ!!
১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
স্বপ্নবাজ সৌরভকে ঘাঁটতে পারেন। ব্লগ হয়তো লেখা গুলো মিস করবে একদিন।
নতুন নিকের আইডিয়াটা অনেক দিনের। তবে কতদিন আড়ালে থাকা যায় সেটাও একটা ব্যাপার। দুটো স্বত্তায় লেখে কিভাবে!
২| ১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৭
ককচক বলেছেন: টপিক চেঞ্জ করে লিখলে কিছুদিন লিখতে পারবেন। তবে যারা স্বপ্নবাজ সৌরভের লেখা অনেকদিন পড়েছে তারা বুঝতে পারবে।
১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
টপিক , লেখার ধরন সবকিছু চেঞ্জ করে লেখার চেষ্টা করবো।
৩| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২১
অগ্নিবেশ বলেছেন: আমিও মাল্টি, বহু ব্লগারের প্রেতাত্মা।
১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মাল্টি শুনতে খারাপ লাগে। অনেকেই মাল্টি নিক খোলে শুধু মাত্র মন্তব্য করার জন্য। তবে আমার ধারণা আপনি সামুর একটা নামি নিকের মালিক।
৪| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৯
ককচক বলেছেন: দেশের বর্তমান অবস্থা নিয়ে লেখবার চেষ্টা করেন।
১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
যারা লিখে সমাজ পাল্টাতে চায় তাদের উচিত দেশ নিয়ে লেখা। ৭৮ টাকা কেজি খাচ্ছি , ডিম একটা খাচ্ছি ২০ টাকা করে। কি লিখবো বলেন?
৫| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাল্টি আমার কখনো পছন্দ নয়, পরিচয় বা নিক পাল্টিয়ে লাভ কি ? লেখার মাধ্যমে তো আপনাকে আমরা বুঝেই ফেলবো যে আপনি স্বসৌ।
১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মাল্টি বললে ভুল হবে। শুনতে খারাপ লাগে। ভিন্ন ধারায় পোস্ট লেখার চেষ্টা করবো। স্বপ্নবাজ সৌরভের ছায়া থাকবে না। দেখা যাক।
৬| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৪
মেহেদি_হাসান. বলেছেন: এতোবছরের পুরনো নিক ছাড়তে পারবেন? আমার তো মনে হয় এই নিকেই বেশ আছেন যাই আপনার সিদ্ধান্ত। আপনার সেল্ফে আমার প্রিয় লেখকের দুটো বই আছে দুটোই আমার প্রিয় বই বলুন তো কোন বই দুটোর কথা বলছি?
১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
পার্থিব আর দূরবীন !!
এটা আমার ঢাকার ছোট্ট একটা সেলফ।
৭| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নতুন নিকে ক্যাচাল কম হয়!
কেউ কাউকে চিনেনা, টেনশন
নাই।
তবে আপনিতো ক্যাচাল করেননা!
১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ক্যাচাল না করলেও গায়ে কাদা মাখা আছে। এখন আমি যথেষ্ট সাবধান। জায়গা অনুযায়ী কমেন্ট করি। এড়িয়ে যায়।
তবে গায়ে কাদা লাগাটা দুঃখজনক ছিল।
৮| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: নিয়ে নেন একটা নতুন আইডি
১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভালো নিক খুঁজছি।
৯| ১৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৩
জুল ভার্ন বলেছেন: চলতি নামেই থাকুন, এই আইডি 'র একটা সম্মান আছে।
১৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তা ঠিক। এই নিক আমার সত্তা।
১০| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: মাসে ১০/১২ টা পোস্ট দেয়া চাট্টিখানি কথা না।
আপনি নতুন নিকে লেখেন সমস্যা নাই। কিন্তু মনে হয় আপনি নিজেকে লুকিয়ে রাখতে পারবেন না বেশীদিন।
১৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই দেখুন আমার পোষ্টের সংখ্যা।
১১| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৪
শায়মা বলেছেন: গুড গুড ভেরী গুড!!
মালটি বা নতুন নতুন পরিচিত নিকসের মাহাত্ব কি এবং উহা যে কখনই গালাগালি বা কেচালবাজী ছাড়াও সুষ্ঠ সুন্দরভাবে নিজের লেখা নিজের জগতকে উপভোগ করা যায় তার নমুনা আমার কাছে হাজার হাজার আছে।
কয়েকটা দেখাই ওকে?
চাঁদকন্যা
অপ্সরা
বরুণা
নীল নীল পরী
স্পর্শিয়া
বনমহুয়া
কবিতা পড়ার প্রহর
ইন্দ্রনীলা
কঙ্কাবতী রাজকন্যা .....
আরও কি কি গুনে আসতে হবে .......
১৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এতো গুলো সত্তা!!
১২| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:০১
শায়মা বলেছেন: হা হা সত্তা মত্তা জানিনা।
মাঝে মাঝেই নিত্য নতুন সাজ আই লাইক ইট ভাইয়ু!!!
১৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি বলতে চেয়েছি এতো নিক থেকে আলাদা আলাদা লেখেন কিভাবে। আমি 'অপ্সরা' আপনার নিক ধরেছিলাম একই রকম প্রোফাইল ছবি দেখে।
১৩| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৫
নিমো বলেছেন: আপনি হচ্ছেন সিগনেচার ব্লগার। আপনাকে দিয়ে এটা হবে না। সমাজিক মাধ্যমে সব সময় চলতি হাওয়ার সাথে থাকতে হয়। তাই এই মুহূর্তে প্রকৃত রাজাকার বা প্রকৃত মুক্তিযোদ্ধা নিক নিলে সাফল্যমন্ডিত হবার সম্ভাবনা আছে।
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:২৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার সম্পর্কে আপনার পর্যবেক্ষণ/অনুধাবন টা পোষ্টের শুরুতেই যুক্ত করেছি। এর অর্থ স্বপ্নবাজ সৌরভ নিজেই ঐ ভাবেই ভাবে। নিজের লেখায় নিজেকে চেনা কঠিন। আমি সম্ভবত এরবাইরে যেতে পারবো না। ঘুরেফিরে ঝাপসা চোখে পোষ্ট শেষ করতে হবে। সন্ধ্যার বিষন্নতা, বিকেলের আলো ফুরিয়ে যাওয়ার আক্ষেপ বারবার আমার পোষ্টে ঘুরে ফিরে আসবে। কিযে এক ধাঁধায় আটকে পড়লাম।
ভালো থাকবেন আপনি। আপনার অনুধাবনটা ধারণ করতে ভালোবাসি।
১৪| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাল্টিবাজরাই
পল্টিবাজ হয়!
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কেন জানি একমত হতে পারছি না।
১৫| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৯
অপু তানভীর বলেছেন: আমার আছে দুইটা মাল্টি নিক । দুইটাতেই আমার নাম যুক্ত । রাফখাতা - অপু তানভীর নামের নিক খুলেছিলাম প্রতিদিন একটা দুইটা করে পোস্ট লিখবো বলে । তবে সেই পোস্ট গুলো একটাও প্রথম পাতায় আনার ইচ্ছে ছিল না । কেবল নিজের ওয়ালে প্রকাশ করা যাবে এমন ছিল মনভাব । কয়েকদিন লিখেছিলাম তারপর আর লেখা হয় নি !
আপনিও খুলে দেখুন পারেন কিনা !
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রথমেই বলে রাখি আপনি একজন দারুন লিখিয়ে। আপনার দুটো গল্প পাশাপাশি রাখলে ধরা যাবেনা যে দুটোই অপু তানভীর লিখেছে। এটা একটা স্পেশালিটি আপনার। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে ভিন্ন।
১৬| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৩৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: সৌরভ ভাই, নিক তো আমারো প্রায় ৪ টা আছে।
২ টা স্বনামে, ২ টা ছদ্মনামে। একটাতে মাঝেমধ্যে সমসাময়িক বিষয়াদি নিয়ে লিখি।
১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলে আমি এই নিকটাই বাদ দিতে চাইছি। একটা ভিন্ন নিকে থিতূ হতে চাইছি।
১৭| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০০
রানার ব্লগ বলেছেন: এই নিকটা কিন্তু ভালো একটা স্বপ্নময় অনুভব আছে !!
২১ শে আগস্ট, ২০২২ রাত ১২:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আসলেই তাই।
১৮| ২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৩
জটিল ভাই বলেছেন:
জটিল। জটিল। আমিও মাঝেমাঝে এমন কিছু একটা ভাবি।
২১ শে আগস্ট, ২০২২ রাত ১২:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমিও ভাবার উপরেই আছি।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪২
ককচক বলেছেন: আইডিয়া খ্রপ না। নতুনভাবে পরিচিত হওয়ার একটা আনন্দ আছে।