নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

চাকুরীর পাশাপাশি অন্য কিছু করার জন্য ভাবা উচিত

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৩:৩৪




করোনা মহামারীতে আমার উপর দিয়ে বড় একটা ঝড় গিয়েছিল। সীমিত পরিসরে অফিসে যাতায়াত শুরু হলো। যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে এবং অফিস থেকে দূরে বাসা তাদেরকে অফিসে আসতে নিরুৎসাহিত করা হলো। আমার ছেলের বয়স তখন সম্ভবত দুইমাস। সেই ভয়েই অফিসের নিরুৎসাহিত করণে উৎসাহিত হলাম। একদিন শুনলাম আমার আর অফিসে যাওয়া লাগবে না। অর্ধেক বেতন দেয়া শুরু করলো এরপর একদিন না করে দিল।

সহ্য করতে কষ্ট হলেও কাউকে জানিয়েছিলাম না। এরপর একদিন এই শহরের উপর ভীষণ অভিমান নিয়ে বাড়িতে চলে গেলাম।

দীর্ঘ ২০ মাস পর আবার ঢাকায় ফিরে এলাম। চাকুরী জয়েন করলাম পুনরায়। রোজগারের একটা স্থায়ী ব্যবস্থা হলো। বর্তমান পরিস্থিতিতে চাকুরীর পাশাপাশি কিছু না করলে টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। করোনার আগে সেটা খুব একটা ভাবায়নি। বরং ভেবেছিলাম সময় তো আছেই, পরে দেখা যাবে। কিন্তু করোনা ধাক্কাতে প্রেক্ষাপট পাল্টে গেল। খরচ বাড়তে শুরু করলো। জিনিসপত্রের দাম, যাতায়াত, অন্যান্য জীবন যাবনের জন্য প্রয়োজনীয় চাহিদা গুলো নাগালের বাইরে চল যেতে লাগলো।

কিন্তু করোনার আগের রোজগার যা ছিল এখনো সেটাই আছে। এই টাকা থেকেই রিক্সাওয়াকে বাড়তি দিতে হয়। সিএনজি আগের থেকে ১০০ টাকা বেড়ে গেছে। বাবুকে নিয়ে আগে উবারে উঠতাম, এখন নাগালের বাইরে বলে আনস্টল করে দিয়েছি। মুদির দোকানে মাসিক খরচ প্রায় ৩০ ভাগ বেড়ে গেছে। ৫৮ টাকার চাল এখন ৮০ টাকা। তেলের হিসাব আর কি বলবো।বাবু ফর্মুলা মিল্ক খায় সেটার দাম বেড়ে গেছে। বেকারীর বিস্কুট কিনতাম ৩০০ টাকা কেজি, সেটা এখন ৪২০ টাকা। অনেকদিন কেনা হয় না।

এগুলো বাদেও প্রয়োজনীয় অনেক সামগ্রী আছে। যেগুলো জন্য মাত্রাতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। সেই নির্দিষ্ট রোজগারের হিসাব আর মিলছে না। কারণ রোজগারটা তো আর বাড়েনি।

করোনার প্রভাবের আগে চাকুরীর পাশাপাশি বড় কিছু করার কথা ভাবতাম। কারণ তখনো পিঠ ঠেকেনি। করতেই হবে এমন তাগাদাও মনে আসেনি। কিন্ত আমরা এখন যে সময় পার করছি তাতে করে কিছু করার সময়ও চলে যাচ্ছে।

করোনাকালীন সময়ে বাড়িতে হোমমেড ফুড নিয়ে কিছু একটা করতে চেয়েছিলাম। কেক, পিৎজা, শর্মা, চাপ, গ্রীল, বসনিয়ান পরোটা আর বিয়ে বাড়ির জর্দা বেশ আলোড়ন তুলেছিল। সেখান থেকে চাকুরী না থাকাকালীন অবস্থায় অন্তত কিছু রোজগার হতো। কিন্তু সময় লাগতো প্রচুর। ৯ টা থেকে ৬ টা পর্যন্ত অফিস করে এটা চালিয়ে নেয়া একেবারেই সম্ভব না। অনেকেই অনলাইনে ইনকাম করে থাকেন। কিন্তু আমাদ এই ধরনের কোন কাজই জানা নেই, যেটা ৯ টা ৬টা অফিস করেও মেন্টেন করা সম্ভব।

মাঝে মাঝে অফিস সময়ের পরে এমন অনেকেই দেখা যায় যারা খাবার কিংবা গার্মেন্টস সামগ্রী নিয়ে বসে আছেন। ৩০০ থেকে ৩৭০ টাকায় কোয়ালিটিফুল প্যান্ট/শার্ট নিয়ে বসে থাকতে দেখি। যেটা তারা অনায়াসেই ৪৮০ থেকে ৫৫০ টাকাতে বিক্রি করতে পারে। এরা বসে অফিস শেষ করে। প্রতিদিন ৬টা থেকে ৯টা মানে এই ৩ঘন্টা তারা কার্টুন নিয়ে বসে থাকে। ১০ থেকে ১৫ টা বিক্রি করে দিনে ১৫০০ টাকা ইনকাম করে থাকে। মানে মাসে ৪৫ হাজার টাকা। চাকুরীর পাশে দূর্দান্ত একটা সাপোর্ট।



সামনে আরো খারাপ সময় আসছে। চাকুরীর পাশাপাশি অন্য কিছু নিয়ে ভাবা জরুরী। মাঝে মাঝে মনে হয় তেমন কিছু থাকলে হয়তো ঐ সময় এই শহর ছেড়ে চলে যেতে হতো না। আমার মনে হয় সবাইকে এই বিষয়ে ভাবা উচিত। আশারাখি কোন আইডিয়া বের হয়ে আসবে।


জানিনা এই পোষ্টটা শুধুই আমার জন্য কিনা। কিংবা হতে পারে এই পোষ্ট পর্যালোচনার পরে হয়তো অন্য কারো ইনকামের রাস্তা বের হলো।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২২ ভোর ৬:২৩

কামাল৮০ বলেছেন: দুঃখ জনক ঘটনা।কিছু একটা করার চেষ্টা করুন ।সুদিন আসবে।

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৮:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই পোষ্টের একটা উদ্দেশ্য আছে। আমি ভালোই আছি , চাকরী করছি। তবে পাশাপাশি কিছু করতে পারলে ভালো হ্য়।
পোষ্টের উদ্দেশ্য আমার বক্তব্য পেশ করা যাতে অন্য কারোর উপকার হয়। সামনের দিন আরো খারাপ আসবে। দেরী করার সময় নেই। এই পোষ্টের মাধ্যম যদি কোন আইডিয়া পাওয়া যায় তবে অনেকেরই উপকার হতে পারে।

২| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৭:২৮

জোভান আহমেদ বলেছেন: আত্মসম্মানবোধটাকে একটু বিসর্জন দিতে হবে। তাহলেই সহজেই যেকোনো বিকল্প কিছু একটা করতে পারবেন।

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৮:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ধন্যবাদ জোভান আহমেদ।এই পোষ্টের একটা উদ্দেশ্য আছে। আমি ভালোই আছি , চাকরী করছি। তবে পাশাপাশি কিছু করতে পারলে ভালো হ্য়।
পোষ্টের উদ্দেশ্য আমার বক্তব্য পেশ করা যাতে অন্য কারোর উপকার হয়। সামনের দিন আরো খারাপ আসবে। দেরী করার সময় নেই। এই পোষ্টের মাধ্যম যদি কোন আইডিয়া পাওয়া যায় তবে অনেকেরই উপকার হতে পারে।


কারণ ভবিষ্যত খরচ বাড়বে ইনকাম বাড়বে না।

৩| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


কড়াইল বস্তিতে সিন্ডিকেটের অংশ হোন,ঐখানে মাসিক আয় নাকি ৮ কোটি টাকা।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভালো বলেছেন !! :)

৪| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:০০

খাঁজা বাবা বলেছেন: আমিও অনেক দিন থেকেই ভাবছি, চাকরির পাশাপাশি বিকল্প কিছু একটা করতে। এতে অনিশ্চয়তা দূর হবে।
কিন্তু তেমন সুবিধাজনক কোন আইডিয়া পাচ্ছি না। কোন আইডিয়া পেলে ভালই হয়।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমি এই পোস্টে তেমন কোন আইডিয়া পেলে এড করবো। কারো যদি উপকার হয়।

৫| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
করোনার আগের রোজগার যা ছিল এখনো সেটাই আছে।
আমাদের সাধারন লোকের ক্ষেত্রে আসলেই রোজগার বাড়েনি, কারো কারো হয়তো কমেছে। কিন্তু ব্যয় বেড়েছে সকলের।
করনা কালীন সময়ে বা তার পরেও যে আয়ে আমার টায়টায় চলে যেতো এখন সেই একই আয়ে ২৫-৩০ হাজার টাকা মাসে ঘাটতি থাকে। বিবি সাহেবা বার বার জানতে চায় এতো টাকা কি করো? কই খরচ হয়? হাতে টাকা থাকে না কেন?
আগামী মাস থেকে আয় কমে যাবে আরো অর্ধেক। তখন মাথা গরম থাকবে।

আমি মাঝে মাঝে এক আঙ্কেলকে দেখি তানি সাইকেলে একটি বাক্সে বাসায় তৈরি সেন্ডুইচ, বার্গার, চপ, রোল নিয়ে আসেন। বেশ বিক্রি হয়ে যায়। আমি একদিন খেয়ে দেখেছি। সত্যি বলতে খুব একটা ভালো লাগেনি।
আমার পরিচিত এক উকিল দম্পতি আছেন। দেখেছি উনার ওয়াইফ কেক, পিঠা ইত্যাদি অর্ডার নিয়ে তৈরি করেন। আয় মন্দ নয়।
আরেকজনকে দেখেছি লোক রেখে অফিসে অফিসে খাবার দিচ্ছে, বেশ সস্তায়। শুনলাম গত মাসে (প্রথম মাস) খরচ বাদেই প্রায় ২০,০০০ টাকা ছিলো। এই মাসে বা আগামী মাসে ৩ থেকে ৪ গন লাভ হবে আশা করছে।
আমার পরিচিত আরেকজন (মেয়ে) করনা কালীন সময়ে বাসায় মেয়েদের জামা অনলাইনে (ফেসবুকে) বিক্রি করা শুরু করে। সে ফেল মেরেছে। তবে তার কয়েকজন বোন বেশ টিকে গেছে।

আপনার জন্য শুভকামনা রইলো।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হোমমেড ফুডের অভিজ্ঞতা আমার আছে। কিন্তু চাকুরী করে সময় দেয়া সম্ভব না।
আমি নিজে ডিজাইনার। অনলাইনে পাঞ্জাবি বা অন্যান্য পোশাক বিক্রি ভালো আইডিয়া। টিকবে কি টিকবে না সেটা আলাদা ব্যাপার।

আমি এই পোস্টে আইডিয়া গুলো এড করবো।

ধন্যবাদ আপনাকে।

৬| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০৭

জটিল ভাই বলেছেন:
এ চিন্তা আপনার একার নয়, বেশিরভাগেরই। কিন্তু চিন্তা চিন্তা পর্যন্তই :(

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
না , এভাবে হয় না। হবে না। কিছু একটা করতে হবে।

৭| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও ভাবি কিছু একটা করলে ভাল হয় কিন্তু করা হয়না। মাথায় আইডিয়া নিয়ে বসে থাকি কিন্তু ঠিক কোনটাতে নেমে পড়ব চাকরির পাশাপাশি বুঝতে পারিনা।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার আইডিয়া গুলো শেয়ার করবেন ?

৮| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২৯

অপু তানভীর বলেছেন: অফিসের বাইরে যদি কিছু করতে চান তাহলে কিছু স্কিল শিখুন । গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, ওয়েবডিজাইন, ডিজিটাল মার্কেটিং এই জাতীয় কিছু ! শিখতে ধরুন আপনার ৬ মাস লাগবে ।
চাকরির পাশে ব্যবসা করা বিশাল ঝাক্কির একটা ব্যাপার । প্রায় কেউই এই দুই ঝাক্কি একসাথে নিতে পারে না ।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হমম। চাকুরীজীবীদের জন্য অনলাইন বেইজ কাজ গুলোই ভালো। এগুলো শেখা উচিত।
তবে যারা চাকুরীজীবি তাদের মত ধৈর্য্য ধরে কাজ পাওয়ার জন্য অপেক্ষা করা কঠিন চাকুরীজীবিদের জন্য।

কোথায় ? কি কাজ শিখলে ভালো হয় জানাবেন?
আমি ধীরে ধীরে পোস্ট আপডেট করবো।

৯| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৮

শাওন আহমাদ বলেছেন: ভাইয়া সত্যিই জবের পাশাপাশি প্রত্যেকেরই কিছু না কিছু করা উচিত বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত যারা তাদের। লকডাউনের সময় আপনার মতো বহু মানুষ এই সমস্যার মধ্য দিয়ে গিয়েছেন। কিন্তু কাউকে কিছুই বলতে পারেন নি!

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হমম। সঠিক উপলব্ধি। কিছু একটা না করলে সমস্যা।

১০| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো। পারলে চাকরি না করাই ভালো। কোম্পানি ওনার নামক রক্তচোষা দের উচিত শিক্ষা হত। বাংলাদেশের অধিকাংশ কোম্পানিতে চাকুরী করার চেয়ে ২/৩ লাখ টাকা ইনভেস্ট করে একটা ছোট্ট দোকান দেয়া বেশি সম্মানের। এখন ১ টা বিড়ি সিগারেট এর দোকান থেকেও দৈনিক সর্বনিম্ন ১৫০০-২০০০ টাকা ইনকাম করা সম্ভব।

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ।
চাকরি বাদ দিয়ে কিছু করার কথা মাথায় আনছি না। সাথে কিছু করা দরকার। অনেকেই আমার মত ভাবছে। তানাহলে টিকে থাকা কঠিন। আমার মত অনেকেই আছে যার ইনভেস্ট করার মত সঞ্চয় নাই।
এই একটা বিপদ।

১১| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: মানুষের পক্ষে লেখার জন্য ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লিখতে ভালোই লাগে। দেখা যাক কোন আইডিয়া পাই কিনা।
আপনাকেও ধন্যবাদ।

১২| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: চাকরির উপর ভরসা করলে হবে না। আয় বাড়াতে হবে। সুন্দর ভাবে চলতে হলে অবশ্যই আয় বাড়াতে হবে। অন্য কোনো উপায় নাই।

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠিক বলেছেন। শুধু চাকরির উপর ভরসা করলে হবে না।
ওয়াশ মোয়াশার এমডি হলে শুধু চাকুরী করে আরাম।

আপনার কোন এক শীতে পিঠার দোকান দেয়ার কথা ছিল। আপনার মনে আছে কিনা জানি না। আমি মনে রেখেছি। আমার সন্ধ্যায় খাবার নিয়ে বসে যেতে ইচ্ছা করে।

১৩| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪১

রযাবিডি বলেছেন: চাকুরীর পাশাপাশি না হয় ব্যবসা করলেন, ব্যবসার পাশাপাশি কি করবো? সেটাও একটু বলেন। ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্যাবসার পাশাপাশি আরেকটা ব্যবসা। একটি দোকান থেকে আরেকটা দোকান। একটা শাখা থেকে আরেকটা শাখা। এরপর দেশের গন্ডি পেড়িয়ে .....

১৪| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১০

মনিরা সুলতানা বলেছেন: নিউজে দেখলাম সয়াবিন তেল লিটারে ৭ টাকা বাড়ছে ......
অন্যকিছু তে ও তো কুলাচ্ছে না দেখছি :(

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

বিপদ মনিরা আপা বিপদ।

১৫| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৯:২২

ইএম সেলিম আহমেদ বলেছেন: আমিও একই পরিস্থিতির শিকার। আবারো ঢাকা ব্যাক করেছি। নামকরা একটা গ্রুপে জয়েন করেছি। কিন্তু এখন আর চাকরির প্রতি ভরসা পাই না। তাই অনলাইন এ ফ্রিল্যান্সিং করার জন্য কাজ শিখতেছি। বিশ্বের পরিস্থি কোন দিকে যাবে বলা তো যায় না। তবে আপনার জন্য আমি বলবো আপনি প্যসিভ ইনকামের উপায় বের করুন।

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভালো বলেছেন। প্যাসিভ ইনকাম নিয়েই ভাবতে হবে।
কাজ শিখুন। শেখার বিকল্প নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.