নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
: তোমার নাম কি?
-আমার নাম আয়লান।
: তুমি কোন ক্লাসে পড়?
-আমি তো খুব ছোট তাই পড়ি না।
:তোমার বয়স কত?
-আম্মু বলত চার।
:নৌকা করে তুমি কোথায় যাচ্ছিলে?
-জানি না। সম্ভবত ভালো থাকতে! আব্বু তাই বলতো।
:তোমরা ভালো ছিলে না?
-না।
:কেন?
-জানি না!
: হমম... আসলে বড় বড় মানুষেরা তোমাদের কথা ভাবে না।
-বড় বড় মানুষ কারা?
: ও তুমি চিনবে না। এই ধরো সৌদি বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজ এবং তাঁর রাজপুত্ররা... তুমিতো ছোট, বাদ দাও।
-না না আমি রাজপুত্র চিনি, আম্মুর কাছে গল্প শুনেছি।
: রুপকথার রাজপুত্র আর বাস্তবের রাজপুত্র এক না বাছা! তোমার আম্মু কোথায়?
-আমিও তো আম্মুর কোলেই বসে ছিলাম।
:তুমি এখন কোথায় জানো?
-না।
:তুমি এখন পানির নিচে, আচ্ছা তোমার কি খুব ঠান্ডা লাগছে?
-হ্যাঁ ,খুব।
:তুমি কি কিছু খাবে?
-না , পেট টা কেন যেন অনেক ফুঁলে আছে।
:তোমার পেটের ভেতর অনেক পানি। তুমি কি জানো, তুমি এখন পানির নিচে?
-না।
:তোমরা যে নৌকায় যেতে ছিলে সেটা ডুবে গেছে।
-কেন?
:ডুববেই তো। ঐ ছোট নৌকায় তো আর সাগর পাড়ি দেয়া যায় না।
-আমাদের নৌকা বড় হয় না কেন? অনেক বড়...
:পাগল হয়েছো! তুমি তো আর রাজপুত্তুর না যে তোমার জাহাজ থাকবে উড়োজাহাজ থাকবে, সোনার বাথরুম থাকবে!
-কেন এই বৈষম্য ?
:তাতো আমি জানি না!
-আমার কান্না পাচ্ছে?
:কাঁদো।
-আমার আব্বু আম্মু কোথায়?
:তারাও হয়ত পানির নিচে।
-তুমি কি আমার মাকে খুঁজে দিতে পারো ?
:না।
-আমি এখন কি করবো?
:জানি না।
-আমার তো নিশ্বাস বন্ধ হয়ে আসছে।
:বলো কি?
-আমার দম আটকে আসছে?
:সর্বনাশ!
-আমার বুক ফেটে যাচ্ছে।
:অ্যা !
-আমি তো মরে যাচ্ছি!
:জানি বন্ধু! তোমরা সৃস্টির সেরা জীব, মানুষ।সেই মানুষই তোমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে চায় না, যার যার স্বার্থে সে সে থাকে, সেখানে সামান্য একটা মাছ হয়ে আমি কি করতে পারি বলো?তার চেয়ে তোমাকে একটা গান শোনায়...
-কার গান?
:সে তুমি চিনবে না! তবে গানটা নাকি মানবতা আর স্বপ্নের কথা বলে...'Imagine there's no countries...
It isnt hard to do... Nothing to kill ore die for...'
-মানবতা কি? আমি আম্মুর কাছে যাবো। আমার ভীষণ ঘুম পাচ্ছে। ভীষণ ঘুম... ঘুম.... !
সাগরতীরে শিশু আয়লান কুর্দি ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে মুমূর্ষ মানবতা। দয়া করে কেউ বিরক্ত করবেন না। প্লিজ...
**সুমন্ত আসলামের বহুপুরাতন একটা লেখার অনুলিপি বলা যেতে পারে। তবে প্রেক্ষাপট ভিন্ন। একটু সংযোজন , বিয়োজন আর সংমিশ্রণ আছে। আমি সুমন্ত আসলামের 'বাউন্ডুলে' দ্বারা বিশেষ প্রভাবিত। একসময় আলপিনে বাউন্ডুলে পড়তাম আর লিখতাম । আমার সেই লেখা গুলো হারিয়ে গেছে।
আজ ফেসবুক মেমোরিতে লেখাটি হাজির হয়েছে ছবি সহ। শিশু আয়লানের কথা মনে হলো তাই পোষ্ট করলাম।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: সেদিন মানবতা নির্মম ভাবে ধর্ষণের শিকার হয়েছিল।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০
কামাল৮০ বলেছেন: লক্ষ লক্ষ লোক দেশ ছাড়ার জন্য আইএস ও ন্যাটো দায়ী।এই যুদ্ধ অর্থনৈতিক বৈষম্যের জন্য হয় নাই।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫২
শূন্য সারমর্ম বলেছেন:
কুর্দিস্তান দেশ হলে, সরকারের সাথে আয়লানের ছবি থাকবে।