নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

একদিন বৃষ্টির দিনে আমাকে মনে পড়বে...

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৭



অনেকদিন পর গান শুনছি। সময় পাইনা। বৃষ্টির দিনে প্লে লিস্টে পছন্দের গান বাজতো। নিচের দশটা গান শুনতে কোনসময় খারাপ লাগতো না। আমার প্রিয় ১০ টা গান। সবারই নিজস্ব তালিকা থাকে। সবার সাথে মেলেও না।




গানের শিরোনামঃ বরষা
আটিষ্ট: শিরোনামহীন (ব্যান্ড)
প্রিয় অংশঃ
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”

ইউটিউব লিঙ্ক


গানের শিরোনামঃ ভালবাসা মেঘ
আটিষ্ট: শিরোনামহীন (ব্যান্ড)
প্রিয় অংশঃ

ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল

ইউটিউব লিঙ্ক

গানের শিরোনামঃ সে যে বসে আছে
আর্টিস্টঃ অর্নব/ ব্ল্যাক
প্রিয় অংশঃ

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ,
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন।

জন কবীর আর এলিটা (ব্ল্যাক)


গানের শিরোনামঃ একদিন বৃষ্টিতে বিকেলে
আটিষ্ট: অঞ্জন দত্ত
প্রিয় অংশঃ

ভাঙ্গা দেয়ালের গায়ে সাত পাকে বাঁধা কবে
কার নুন শো’তে কোথাও
আর বৃষ্টির ছাঁটে যাবে না দেখা দু’জনের চোখের জল
ঝমঝম…
ঝমঝম চোখের জল।

ইউটিউব লিঙ্ক

গানের শিরোনামঃ আমি বৃষ্টি দেখেছি
আটিষ্ট: অঞ্জন দত্ত
প্রিয় অংশঃ
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে ..
ঝাপসা চোখে দেখা এই শহর।

ইউটিউব লিঙ্ক

গানের শিরোনামঃ শহরে বৃষ্টি
আটিষ্ট: কবীর সুমন
প্রিয় অংশঃ

প্রতিবেশী মাঠে গেল বর্ষায় দেখেছি সবুজ
এই বর্ষায় সে মাঠে উঠছে বাড়ি-গম্বুজ
Promoter শোনে টাকার বদলে বর্ষার গান
রবীন্দ্রনাথ বৃথাই ভেজেন বৃথাই ভেজান!


ইউটিউব লিঙ্ক

গানের শিরোনামঃ এপিটাফ
আটিষ্ট: অর্থহীন (ব্যান্ড)
প্রিয় অংশঃ

আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তবে কেন আমি গেলাম চলে তোমায় ফেলে বহুদূর।

ইউটিউব লিঙ্ক

গানের শিরোনামঃ বৃষ্টি কবর ভেজায়
আটিষ্ট: ক্রান্তি /আনিলা
প্রিয় অংশঃ

সীমাহীন তোমার সাগরে
ডুবে চলেছি আজও
বৃষ্টি সেতো ভালবাসা
তোমার কবর ভেজায় বলে ।

ইউটিউব লিঙ্ক

গানের শিরোনামঃ বৃষ্টি
আটিষ্ট: রাগা/এলিটা
প্রিয় অংশঃ

বৃষ্টি ভেজা এ বেলায়
আমি তো স্বাধীন
রংধনু রঙের মেলায়
এলো নতুন দিন ।

ইউটিউব লিঙ্ক


গানের শিরোনামঃ শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
আটিষ্ট: ডিফারেন্ট টাচ (ব্যান্ড)
প্রিয় অংশঃ

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

ইউটিউব লিঙ্ক

গানের শিরোনামঃ বৃষ্টিকাব্য
আর্টিস্টঃ শিরোনামহীন
প্রিয় অংশঃ
হৃদয়ের খুব কাছে জমে থাকা অভিমানে
নাগরিক বৃষ্টির এই গান?
অনেকযুগ অপেক্ষায় মেঘের ভেলায় ভেসে গেলো এই দিন…
নাগরিক উচ্ছ্বাসে কাশফুল নতজানু,
উড়ে চলে তৃষ্ণার্ত রঙহীন ফড়িং।


ইউটিউব লিঙ্ক


গানের শিরোনামঃ এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
আটিষ্ট: লিংকন ডি কস্তা (আর্টসেল)
প্রিয় অংশঃ

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না ।


শিরোনামঃ আকাশ মেঘে ঢাকা
আর্টিস্টঃ সবুজ সুরময়ী চিত্রা সিং
প্রিয় অংশঃ

যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে..

ইউটিউব লিঙ্ক

গানের শিরোনামঃ এসো বৃষ্টি নামাই
আর্টিস্টঃ হাবিব ওয়াহেদ
প্রিয় অংশঃ

রাত নির্ঘুম, বসে আছ তুমি
দক্ষিণের জানালা খুলে
যত নির্বাক অভিমান মনে
আজ সবটুকু নিলাম তুলে

ইউটিউব লিঙ্ক

গানের শিরোনামঃ মেঘলা মেঘলা এই দিনে
আর্টিস্টঃ মিকি মান্নান
প্রিয় অংশঃ
মেঘলা মেঘলা এই দিনে
তোমায় পড়েছে মনে।
সারাটি ক্ষণ বসে থাকি
কখন যে চুপিসারে আসবে, আমার পাশে।

ইউটিউব লিঙ্ক


এই পোষ্টটা আপডেট হবে । শিরোনাম পাল্টে দিলাম। আমার প্লে লিস্টে থাকা প্রিয় দশটা বৃষ্টির গান .. শিরোনামটা বদলে দিলাম।

ছবি: ইন্টারনেট



মন্তব্য ৬৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


৩ টা আমারও পছন্দ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোন ৩ টা?
এর বাইরে আপনার প্রিয় গান কি কি?
প্রিয় অংশ সহ জানিতে পারেন।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫২

মিরোরডডল বলেছেন:




এখানে বেশ অনেকগুলো আমারও প্রিয় ।
গানের পোষ্টে গান না থাকলে কিভাবে কি !
তাই কিছু প্রিয় বৃষ্টির লিংক শেয়ার করলাম ।

ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল




কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে





কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে




ব্লগার নস্টালজিকের লেখায় একটা অসাধারণ গান ।
এই গানের জন্য রানাকে মনে থাকবে ।

বৃষ্টি পরে, মনে মনে
বৃষ্টি পরে, আলিংগনে

জোছনা রাতে, নীল আকাশে
ছন্দে তালে, অঝোর ধারায়
বৃষ্টি পরে






০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি এভাবেই আসবেন। অপেক্ষায় ছিলাম।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
কয়েকটা মিলে গেছে, আমার মনে আছে বিশ্ববিদ্যালয় জীবনে এভাবে বৃষ্টির গান শিরোনামে খুঁজে খুঁজে গান এনে ক্যাসেটে নিতাম নিউ মার্কেট থেকে। এখন সব কিছু এত সহজ হয়ে গেছে, মনে আসলেই ক্লিক করে শুনে নেই।
বৃষ্টিস্নাত সন্ধ্যার, দারুণ বৃষ্টি বিলাস।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঈদের আগে ক্যাসেটে বেছে বেছে গান রেকর্ড করার কথা মনে আছে ?

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

মিরোরডডল বলেছেন:




চারটে দেয়াল মানেই নয়তো ঘর
নিজের ঘরেও অনেক মানুষ পর
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর




০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হারিয়ে গেছে তরতাজা সময়।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৮

মিরোরডডল বলেছেন:




লাকী আখান্দের একটা অনন্য সৃষ্টি ।

একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি




১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অসাধারণ গান একটা।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,




পুরোনো দিনের এই বৃষ্টির গানটিও শুনতে পারেন -------
ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে

১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লিজেন্ড মান্না দে!
অনেক ধন্যবাদ আপনাকে। আমার লিস্টের গান গুলো হয়তো পছন্দ হবে না।
সবুজ সুরময়ী চিত্রার গান সংযুক্ত করেছি পোষ্টে। সব গানের লিংক যুক্ত করেছি। আমার তালিকাটা বড় করবো।
একদিন বৃষ্টির দিনে আমাকে মনে পড়বে।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৩

জগতারন বলেছেন:
আয় বৃষ্টি ঝেপে
ধান দেবো মেপে।

গায়িকাঃ সন্ধ্যা মুঃ

১০ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ জানায়।


আল্লাহ ম্যাঘ দে পানি দে
শিল্পীঃ আব্বাস উদ্দীন।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৩

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা সে আর মনে নাই !
কতকিছু মাইনাস করে বই আর ক্যাসেট রেকর্ডিং করাতে হত। আচ্ছা @ডল এর গান ও শুনলাম, থ্যাংকস। এই মুহূর্তে আমি যে গান টা শুনছি - পাতঝরা বৃষ্টি

১০ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মনিরাবু,
পোষ্ট আপটেড হবে। লিঙ্ক যুক্ত করেছি। আর আপনাদের জন্য আমার প্রিয়জনের গান যুক্ত করলাম। চিত্রা সিং আমার প্রিয় একজন।
মন হারানোর গান উনার কাছেই শুনেছিলাম।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৪

মিরোরডডল বলেছেন:




লিংকটা যাচ্ছে না :(



১০ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সমস্যা নাই।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২১

মিরোরডডল বলেছেন:







শুধু শ্রাবন সন্ধ্যা টুকু
তোমার কাছে চেয়ে নিলাম
আমার সারাটা দিন
মেঘলা আকাশ, বৃষ্টি
তোমাকে দিলাম





১০ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বৃষ্টি তোমাকে দিলাম। তালিকায় রাখবো।
পোষ্টটা করেছিলাম গা ছাড়া ভাবে। আরো আপডেট হবে।
শিরোনাম বদলেছি।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

মিরোরডডল বলেছেন:




হিন্দি গান খুব একটা শোনা হয়না ।
আমার বাবা শুনতেন কিশোর কুমার ।

জলসায় আমি কেমন করে কাউকে বলি যে আমার হৃদয় এক অচেনা আগন্তক চুরি করে নিয়ে গেছে !
(আমার মনগড়া ভাবার্থ করে নিলাম :) )




১০ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হিন্দি গান আমারো শোনা হয় না। তবে আমার খুব পছন্দের একটা হিন্দি গান আপনার জন্য। শুধু গানটা নয় সিনেমা এবং অভিনেতা আমার ভীষণ প্রিয়।


অবশেষে ইভানের লিঙ্ক কাজ করেছে আলিওনুশকা বোন । ধন্যবাদ।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন:

১০ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সুন্দর একটা ভিডিও হতে পারতো। চমৎকার গান।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন:

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫১

মিরোরডডল বলেছেন:




আজ লিংকগুলো কেন যেন পাগলা হয়ে গেছে

:(

১০ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

নিন আমার পছন্দের আরেকটি হিন্দি বৃষ্টির গান। আমার প্লে লিস্টে থাকে।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন:

১০ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই গান ছাড়া তো বাঙালীর বৃষ্টির রাত কাটেনা।

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার পোস্ট লোড হতে খুব টাইম লাগসে।

ক্লাসি চয়েজ।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার পছন্দের কোন গান আমার প্লে লিস্টে আছে?

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন:

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন:

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন:

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রুনা লাইলা।

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন:

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন:

২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন:

২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৩

মিরোরডডল বলেছেন:




শায়মাপু কোথায় ?এখনই এসে দেখে যাও আমাদের সাচু কল্কিতে টান দিয়েছে :)


২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন:

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন:
আয়না পুতুলের জন্য এই গান।

২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন:
শায়মা আপুর জন্য এই গান

২৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৪

মিরোরডডল বলেছেন:




থ্যাংকস সাচু ।
দ্যা লাস্ট ওয়ান ।

বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
করেছি কতই আর্তনাদ,
দুচোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত!






১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার কি মেঘলা মেঘলা এই দিনের কথা মনে আছে?

২৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন:

২৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: তালিকার কয়েকটি গান আমারও পছন্দের তালিকায় আছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জানাবেন কি?
আপনার পছন্দের তালিকা দিন । ভালো হবে।

৩০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০০

মুক্তা নীল বলেছেন:
আজ বিকেলে অনেকদিন পর প্রচুর বৃষ্টি হলো বজ্রপাত সহ ।
কিছু বৃষ্টির গান অনেক কিছুই মনে করিয়ে দেয় ।

এক কাপ চা
কোন এক বিকেলে রিকশায় ঘোরা
ক্লাস এর জানালায় বৃষ্টির গন্ধ
শহরের মাঝে ফোঁটা পদ্ম ...

১০ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার বলেছেন আপনি। বৃষ্টি সম্ভবত স্মৃতিকাতর করে তোলে।
বৃষ্টির মধ্যে হুড ফেলে রিক্সায় অন্তত একবার ঢাকার বৃষ্টিতে ঘোরা উচিত।

৩১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আয়না পুতুলের দেয়া গান ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আয়না পুতুলকে। মোবাইলে লিখছি, তাই লিখতে সমস্যা হচ্ছে। পারথের গান অনেক ভালো লাগে। আরেকটি দিলাম। এটা ব্রিশতির না।

৩২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরি ভুল গান গেছে। আয়না পুতুল

৩৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন:

৩৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গানের লিংক দিলে মজা হতো।
এক ক্লিকে শোনা যেত।
সাচু ভাইকে ধন্যবাদ
গানের ভিডিও শেয়ার
করার জন্য।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লিংক দিয়েছি। পোস্ট আপডেট হচ্ছে। এবার শুনে নিন।

৩৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৪

অপ্‌সরা বলেছেন: ২৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৩০

মিরোরডডল বলেছেন:




শায়মাপু কোথায় ?এখনই এসে দেখে যাও আমাদের সাচু কল্কিতে টান দিয়েছে :)



আরে খোকাভাই লিখছিলাম তো!!!!!!!!!!!

তাই উঁকি দেইনি!!!!!!!!!!!!!!

এখুনি উঁকি দিয়ে দেখি মাসের ছুটির দিনটা সাচু ভাইয়ু কল্কিতে টান দিয়ে ........ হা হা হা

৩৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৪

লিযেন বলেছেন: [link||view this link]view this link

১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ওয়ারফেজের বৃষ্টি নেমেছে!! অসাধারণ গান।
অনেক ধন্যবাদ আপনাকে।

৩৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৫৮

সোহানী বলেছেন: লিংক কই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১০ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

লিংক দিছি সোহানী আপু
পোষ্ট আপডেট হচ্ছে।

৩৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: উপরে দুইজন ব্লগারের কল্কে খুব প্রিয় জিনিস। ওনাদের সম্মানে এই গানটা দিলাম। :)

৩৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বৃষ্টি নিয়ে বেশ কয়েকটা ভালো গান শুনলাম এবং জানলাম। সবগুলির লিঙ্ক নাই। একটার মনে হয় লিঙ্ক ভুল আছে (তৃতীয়টা)।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই। তাড়াহুরা করে তৈরি করা এই পোষ্টটা আপটেড হবে।
লিঙ্ক দিয়েছি। প্লে লিস্ট বড় হবে। শিরোনাম বদলে দিয়েছি।

৪০| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৭

অপ্‌সরা বলেছেন: ভাইয়া সাড়ে চুয়াত্তরভাইয়া বলেছে প্রেম ছাড়া অন্যান্য সকল গান নাকি কম কম পৃথিবীতে।

তাহা হয়ত কম কম কিন্তু আমাদের বঙ্গ দেশে প্রেম যতই তালগাছ হোকনা কেনো বৃষ্টি নদী আকাশ বাতাস নিয়েও কম গান নেই কিন্তুক!!!!!!!

৪১| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের ব্লগের শায়মা আপুর কথার উপর কোন কথা নাই।

আমি ভাবছি এবার আকাশ আর বাতাস নিয়ে আমরা প্রিয় গানগুলি দিব। ইদানিং আমার ফেইসবুক টাইপ পিঠ চাপড়া চাপড়ি পোস্ট দিতে ভালো লাগে। :) ঝগড়াঝাটি আর ভালো লাগে না। :) সবাই ভালো, আমি শুধু খারাপ। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই পোষ্টটা আপনারা জমিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ। কিছু গান যুক্ত করেছি লিঙ্ক সহ।

৪২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ কবি। বৃষ্টির দিনে আমার প্রিয় গান শুনতে হলে এখানে চলে আসবেন।

৪৩| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: আমার মতে এই গানটির উপরে আর কোন বৃষ্টির গান থাকতে পারে নাঃ
https://www.youtube.com/watch?v=wdMtb5fZVfs
আর তার পরেই আসে 'শাওন রাতে যদি' যার লিঙ্ক ইতোমধ্যে মন্তব্যের ঘরে এসেছে।

আপাততঃ প্লাস রেখে যাচ্ছি, পরে আবার এসে আরও কিছু কথা বলা যাবে।
ভালো থাকুন, শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.