নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

যেটাই সত্যি সেটাই থাকবে দাফন হবার পর.....

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৬



"পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব,
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসব না ।।"

২৩ সেপ্টেম্বর, ১৯৯৪। অঞ্জন দত্তের "শুনতে কি চাও?" অ্যালবাম বের হয়। আমি তখন ক্লাস সিক্সে পড়ি।
সেই অ্যালবাম এর একটা গান 'রঞ্জনা'।সেই কবেকার কথা। সেই অঞ্জন দত্ত বুড়ো হয়েছেন। বয়স বেড়ে গেছে আমার।
কানের উপরের কিছু চুলে পাক ধরেছে ইতোমধ্যেই। সাদা হচ্ছে দাঁড়ি।
অঞ্জন দত্তের গানের মধ্যবিত্ত সেন্টিমেন্ট আর চলে যাওয়া দিনের আক্ষেপ নিয়ে বুড়ো হচ্ছি আমিও।
সেটা নিয়ে পরে কথা হবে।

'রঞ্জনা'র পর কেটে গেছে বহু সময়। ছোট্ট নীল দত্ত বাবার সাথে সুর মেলাতে মেলাতে বড় হয়েছে।

সময় পালটে গেছে। নারিকেল গাছের দলের ফাঁক দিয়ে পড়ন্ত বিকেলের সোনারোদ আড্ডায় এসে পড়েনা।সেই রোদ্দুরে একদল যুবক রাস্তার পাশে বসে গান গাইতে গাইতে আড্ডা আর গিটার হাতে বেজে ওঠা "রঞ্জনা আমি আর আসবোনা " কেউ গেয়ে উঠে না। আর রঞ্জনা রা আর বারান্দায় এসে দাঁড়ায় না। ভিডিও কল , ফেসবুক আর কত কি ?

তবুও এতো বছর পর ফিরে আসে সেই গান । লিরিক গুলো পাল্টে , নতুন ভাবনায়। ভাবায়। বদলে যাওয়া সময়ে , বদলে যাওয়া সবই। একটা দিন চলে যাওয়ার আক্ষেপ, বয়স বেড়ে যাওয়ার আক্ষেপ।সম্ভবনা আর অনিশ্চয়তার নিদারুন হিসেব নিয়ে সেই 'পাড়ায়' এসে থেমে যায়। যে বারান্দায় 'রঞ্জনা' থাকতেও পারে আবার নাও পারে !

কয়েক আগে বছর রিলিজ পাওয়া অঞ্জন দত্তের সিনেমা 'আমি আসবো ফিরে' এর টাইটেল ট্র্যাক ! আমার আরো একটি মধ্যবিত্ত সেন্টিমেন্টাল !

গান : আমি আসবো ফিরে
লেখা : অঞ্জন দত্ত
সুর ও কণ্ঠ : নীল দত্ত

হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ, লেগে যাবে হঠাৎ,
হয়তো নামবে এসিড বৃষ্টি, অসময়ে।
হয়তো সূর্য্যের রঙ হয়ে যাবে ঘোলাটে,
হয়তো গলে যাবে হিমালয়।

তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থাকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।

হয়তো সূর্য্যের তাপে ছারখার হয়ে যাবে হেলসিনকি,
হয়তো বরফ পরবে কোলকাতায়,
হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রঙ।
হয়তো চলবে না গাড়ি রাস্তায়।

তবু আসবো আমি তোমার পাড়ায়,
ফিরে আসবো আমি তোমার পাড়ায়।
তুমি থাকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।

দেখো বদলে যেতে হবেই,
বদলায় পদবি
বদলায় ঠিকানা
বদলায় সময়
বদলায় জামার ভিতর সকলের শরীর,
বদলায় চাহিদা শিরায় শিরায়।
কোনটা ভালো, কোনটা খারাপ সেটাও বদলে যায়।
কে হিন্দু, কে জাপানি, কিসের দায়।
যেটাই সত্যি সেটাই থাকবে দাফন হবার পর।
দিন-রাত মিলেমিশে ভোরবেলায়।

আমি আসবো ফিরে তোমার পাড়ায়,
ফিরে আসবো আমি তোমার পাড়ায়।
তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায়।
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।
আমি আসবো, ফিরে তোমার পাড়ায়।
ফিরে আসবো আমি তোমার পাড়ায়।
তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায়।
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।



ছবিঃ ফেসবুক

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৯

মিরোরডডল বলেছেন:




নীল ভালো গায় কিন্তু বাবা এগিয়ে আছে :)




১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাবা অনেক অনেক এগিয়ে। তবে নীল কে অনেক পছন্দ।
নীলের একটা গান। ম্যাডলি বাংলা সিনেমার।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪২

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর গান! +

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগা মিলে গেলে ভালো লাগে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.