নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

দূরের মানুষ কাছের মানুষ, জটিল সমীকরণ (১১ বছর পূর্তি পোষ্ট )

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৪৫



ফেসবুকে লেখালেখি করি। ব্লগার আমিই রাকিব একদিন বললো, তোমার ব্লগিং করা দরকার। আমি বললাম , ধুরর। আমি পড়ি তো। বাদ দে।

একদিন রাকিবের আগ্রহে ব্লগে রেজিস্ট্রেশন করে ফেললাম। এভাবেই শুরু। জানলাম আমার অদেখা প্রিয় একজন মানুষ এখানেই ছিলেন।
ব্ল্যাক নামের একটা বাংলা অল্টারনেটিভ রক ব্যান্ডের ভক্ত ছিলাম। সেই ব্যান্ডের লিরিক গুলো মাথায় আর মনে প্রভাব ফেলেছিল খুব। সবাই যখন ভোকালিস্ট খোঁজে জন কবিরের বন্দনা করে আমি তখন লিরিক লিখিয়ে কে খুঁজে বেড়ায়। থানা শহর থেকে তাঁকে খুঁজে বের করা কঠিন ছিল। গুগলে সার্চ দেয়ার ব্যাপার গুলোও ছিল না তেমন। ব্লগে উনাকে পেলাম , কি ভাবে পেলাম ঠিক মনে নেই। আমি যখন ব্লগিং শুরু করলাম উনি তখন অভিমানে ঘুমিয়ে গেলেন। ব্লগিংয়ে বড় একটা ধাক্কা খেলাম।

ব্লগিং শুরু করেছিলাম মূলত কবিতা লিখবো বলে। পরিস্কার পরিচ্ছন্নতা বিষয় ইভেন্ট নিয়ে একটা ব্লগ লিখে ফেললাম রাকিবের অনুপ্রেরণায়। পরিচিত দের মধ্যে সারা ফেলেছিল। তখন ভাবলাম, কবিতার বাইরেও ভাবা যায়। আমার ভাবনা গুলো ছিল ফেসবুকের স্ট্যাটাসের মত ছোট ছোট ব্লগে এসে কয়েক লাইন ভেবেছে, সেই সাথে বেড়েছে ভাবনার পরিধি। এটা একটা ভালো ব্যাপার।
ব্লগীয় মিথস্ক্রিয়া কোন সময়ই ভালো ছিল না। মাঝখানে ছিলাম ব্লগের বাইরে। ২০১৮ থেকে কিছুটা নিয়মিত হতে শুরু করি। মিশতে শুরু করি। সেই সময়ের ব্লগারদের আন্তরিকতায় আমার ব্লগের প্রতি মায়া বাড়িয়ে দিল। মিশতে ইচ্ছা হতো দেখা করতে ইচ্ছা হতো। সেই কারণেই ২০১৯ সালের ব্লগ ডে নিয়ে ভীষণ আগ্রহী ছিলাম। নিয়মিত কাউন্টডাউন বিষয়ক পোষ্ট দিতাম। ব্লগ ডের দিনটা ছিল স্বপ্নের মত।
সিনায় টান লাগে মনে হলেই।

ব্লগ নিয়ে আমি আগেও বলেছি। কিছু অদেখা অচেনা মানুষ গুলো আত্মার অংশ হয়ে গেল সেই সমীকরণ মেলানো মুশকিল। বাস্তবে বয়জেষ্ঠ মানুষদের এড়িয়ে চলি, দেখলে বিব্রতবোধ করি। হয়তো ভুল কিছু করে ফেলবো ভেবে। কিন্তুর ব্লগে বয়জেষ্ঠ মানুষগুলো পরম শ্রদ্ধেয় মানুষ হয়ে গেলেন, অভিভাবক হয়ে গেলেন কখনো হয়ে গেলেন বন্ধুর মত।
আমি আলাদা ভাবে কোন ব্লগারের নাম বলবো না। অতো নাম বলা সম্ভব না। এই ব্লগে কাউকে আমার পর বলে মনে হয়নি। ভাবনার সাথে ভাবনা সাংঘর্ষিক হতেই পারে তাই বলে আত্মা দূরে সরে যায় না। সিনার সাথে মিললে টান অনুভূত হবেই।

এই জগত সংসারে কে আপন কে পর বোঝা মুশকিল। কাছের মানুষ কখন দুরে চলে যায় আবার মানুষ কখন আপন হয়ে যায় সেটা জটিল থেকে জটিলতর ব্যাপার। সামহোয়্যার ইন ব্লগ জগত সংসারের অংশ। আমি সেটাই মনে করি। আর মনে করি বলেই কাছের মানুষ দূরের মানুষের সমীকরণ জটিল মনে হয়। ব্লগে কারো সাথে কারো হয়ত রক্তের সম্পর্ক নেই, সম্পর্কটা অন্যখানে.....

দেখতে দেখতে কবিতা আর শৈশব নিয়ে ১১ বছর পার করে দিলাম ব্লগে। অনেক সময়। অনুভূতিটাও মন্দ না। পোষ্টের চেয়ে স্মৃতি জমা হয়েছে অনেক।

একদিন এনামুল কবির নির্ঝরের আহা সিনেমা দেখে রাস্তায় নামলাম। বসুন্ধরা সিটির সামনের রাস্তায় উদাস হয়ে আমরা হেঁটে যাচ্ছি । রাকিব আমার দিকে সিগারেটের প্যাকেট এগিয়ে দিয়ে বললো , ভাই ওই গানটা গাও তো। আমি সিগারেট জ্বালিয়ে গাইতে শুরু করলাম ,
" দূরের মানুষ কাছের মানুষ জটিল সমীকরণ ,
সরল মনে তরল কাঁধে করছি তাকে বরণ।
দূর ইশারায় বহু দূরে... আছড়ে পড়ে আকাশ,
কী হয় তোদের একটুখানি আদর বেশি মাখাস? "

রাকিব আকাশের দিকে মুখ তুলে সিগারেটের ধোঁয়া ছাড়তে তাকে। সেই ধোঁয়া রাতের অন্ধকার আকাশে মিলিয়ে যায়। আমাদের সমস্ত আশা , আকাঙ্খা , চাওয়া , আক্ষেপ অভিমান গুলো আকাশে জমা রাখি কেন ?

উৎসর্গঃ ব্লগার আমিই রাকিব। তাছাড়া স্বপ্নবাজ সৌরভ এর আগে ব্লগার শব্দটা থাকতো না ।

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



এক সময় মানুষ ডায়েরি লিখতেন, এখন মানুষ অনলাইনে নানান প্লাটফর্মে লিখেন। তবে ডায়েরি একান্ত নিজের ছিলো, পেপার পত্রিকায় লেখালেখিটা ভিন্ন। আমার মনে হয় আমরা পেপার পত্রিকায় যা লিখেছি বা লিখতে চেয়েছি তাই অনলাইনে লেখা উচিত। ব্যক্তিগত কথাবার্তা অনলাইনে না লেখাইটাই মঙ্গল (এটি একান্ত আমার নিজ ভাবনা)

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠিক বলেছেন আপনি। অনেকটা সময় পাশে ছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা না থাকলে নির্বাসনে যেতাম কবেই।

২| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


১ বছর গেলেই ১ যুগ হয়ে যাবে।

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখতে দেখতেই চলে যাবে।

৩| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৩:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দ আপনাকে।

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ জলদস্যু !

৪| ০৫ ই অক্টোবর, ২০২২ ভোর ৪:৪১

কবিতা ক্থ্য বলেছেন: আহা-

অসাধারন একটা সিনেমা।
সেলুট টু এনামুল কবির নির্ঝর।

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মনে গেঁথে যাওয়া সিনেমা।

৫| ০৫ ই অক্টোবর, ২০২২ ভোর ৬:৫০

কামাল৮০ বলেছেন: মানুষের চিন্তা ভাবনা সম্পর্কে কিছুটা ধারনা পাওয়া যায়।

২০ শে অক্টোবর, ২০২২ রাত ৩:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনাকে শ্রদ্ধার কাতারে রেখেছি।

৬| ০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৪৩

শেরজা তপন বলেছেন: আমার ভাবনা গুলো ছিল ফেসবুকের স্ট্যাটাসের মত ছোট ছোট ব্লগে এসে কয়েক লাইন ভেবেছে,
সেই সাথে বেড়েছে ভাবনার পরধি
~ ভাল বলেছেন। তবে আমরা অনেকেই যারা ব্লগিং আগে শুরু করেছি পরে ফেসবুক পেয়েছি- এদের অভিজ্ঞতাটা হয়তো একটু ভিন্ন।
সিনায় সিনায় লাগে টান... ব্লগে ১১ বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন!

২০ শে অক্টোবর, ২০২২ রাত ৩:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগে পড়েছি অনেক আগেই। রেজিস্ট্রেশন করেছি দেরিতে। আমি যেগুলো লিখি সেগুলো ব্লগে রেখা যায় সেটাই জানতাম না


ভালো থাকবেন সহব্লগার। আপনার সাথে কাটানো সময় অসামান্য ছিল।

৭| ০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৯

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা ❤️

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভালোবাসার টিয়াপাখির জন্য শুভেচ্ছা। শুভকামনা।

৮| ০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৭

আরোগ্য বলেছেন: অভিনন্দন!

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাদের সাথে কাটানো সময়টা ভোলার নয়।

৯| ০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২২

গেঁয়ো ভূত বলেছেন:


অভিনন্দন! শুভ কামনা ❤️

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:


আপনার ব্লগিং শুভ হোক। শুভকামনা রইলো।

১০| ০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৪

মনিরা সুলতানা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা সৌরভ !
আমরা সবাই ব্লগিয় সুতোয় বাঁধা ! হাজার মাইল তিনহাজার মাইল অথবা সাড়ে তিনহাজার হোক সবাই ভীষণ কাছের মানুষ আপনজন।

২০ শে অক্টোবর, ২০২২ রাত ৩:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কাছের মানুষ দূরের মানুষ।


সিঙ্গারা খাবেন?

১১| ০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: একটু দেরি করে ফেললাম। বর্ষপূর্তির অভিনন্দন ও শুভেচ্ছা আপনাকে।

২০ শে অক্টোবর, ২০২২ রাত ৩:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বহুদিন পর ফিরে এসে আপনাদের সাথে পেয়েছিলাম বলেই চলে যাওয়া হয় নি।

১২| ০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৮

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,



এগারোটা বছর নিশ্চয়ই স্বপ্নের মতো কেটে গেছে আপনার ! আপনার এই ১১ বছর পূর্তি পোষ্ট আর সিগারেটে টান দিয়ে আপনার গা্ওয়া গানের চার লাইনেই তার রেশ রেখে গেছেন।
এমনি করে যায় যদি দিন যাকনা..............

শুভেচ্ছান্তে।

২০ শে অক্টোবর, ২০২২ রাত ৩:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এগারো বছরের বেশকিছুটা সময় স্বপ্নের মতোই কেটেছে।
পড়লাম লিখলাম ভাবলাম।
অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার জন্য শুভেচ্ছা।

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অভিনন্দন জানাই ।

১৪| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৩

অপ্‌সরা বলেছেন: বাহ আরও অনেক অনেকদিন ব্লগার থাকো ভাইয়ু!

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
থাকতে ইচ্ছা হই।

১৫| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৪

অপ্‌সরা বলেছেন: বাহ আরও অনেক অনেকদিন ব্লগার থাকো ভাইয়ু!

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

থাকতে চাই।

১৬| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: এ ব্লগে আপনার এই ১১ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। ব্লগের বয়োজ্যেষ্ঠদের সম্পর্কে যে দুই একটা কথা এখানে বলেছেন, তা আমায় স্পর্শ করেছে।
ভালো থাকুন, দীর্ঘ হোক এ ব্লগে আপনার পথচলা।

২০ শে অক্টোবর, ২০২২ রাত ৩:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কোনদিন দেখা হলে আমি আপনাকে স্পর্শ করবো।

১৭| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১১:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ১১ বছর কম কথা না। আপনার দীর্ঘায়ু কামনা করত আপনাকে আমরা আমাদের সাথে চাই বাকি জীবন ;)

শুভকামনা জানবেন।

২০ শে অক্টোবর, ২০২২ রাত ৩:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমিও থাকতেই চাই।

ভাই, ভালো থাকুন।

১৮| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রাকিব সাহেব কে।

২০ শে অক্টোবর, ২০২২ রাত ৩:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই যে ইনি। ইনিই রাকিব

১৯| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১১ বছর অনেক দীর্ঘ সময়। ব্লগে যারা বর্তমানে সক্রিয়, তাদের মাত্র অল্প কয়েজনই আছেন এ বয়সের। আপনি এখন সিনিয়র ব্লগারদের কাতারেই পড়েন।

আপনার লেখালেখির মান ভালো। মেধাবী। আপনার জন্য শুভ কামনা।

অভিনন্দন।

২০ শে অক্টোবর, ২০২২ রাত ৩:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভাবানায় সিনিয়র হতে পারিনি।
আপনার সাথে থাকতে পেরে গর্বিত। সময়টা অসামান্য ছিল।
ভালো থাকবেন।

২০| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: গ্রেট! ক্যারি অন।

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ভালো থাকবে রূপক !! ভালোবাসা।

২১| ০৬ ই অক্টোবর, ২০২২ ভোর ৪:১৫

কাছের-মানুষ বলেছেন: আপনি সেই ডাইনোসর আমলের ব্লগার! অভিনন্দর আপনাকে।

২০ শে অক্টোবর, ২০২২ রাত ৩:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আর আপনি?

২২| ০৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বর্ষপূর্তী'র শুভেচ্ছা এবং অভিনন্দন জানবেন। চলুক লেখনী আরো অনেককাল। ভালো থাকুন সবসময়, শুভকামনা নিরন্তর।

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার জন্য ভালোবাসা থাকবে।

২৩| ১৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৮

মিরোরডডল বলেছেন:




দেখতে দেখতে কবিতা আর শৈশব নিয়ে ১১ বছর পার করে দিলাম ব্লগে।

শুভকামনা ইভানুস্কা ।

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আলিওনুশকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.