নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আমরা কি এই খুনের দায় এড়াতে পারবো ?

০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০০




আমাদের রুনা আপা খুন হয়ে গেলেন।
নিথর রক্তাক্ত দেহখানি পুলিশ উদ্ধার করলো। মাথায় আঘাতের চিহ্ন। বোঝা যায় ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেশী এবং পাশের ফ্ল্যাটের লোকজন রুনা অপার কোন সারা শব্দ না পেয়ে পুলিশ কে জানায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। কত সহজেই না লাশ হয়ে গেলেন আমাদের রুনা আপা।

বারান্দার গ্রিল কাটা। ভেতর থেকে দরজা বন্ধ। আপাত দৃষ্টিতে মনে হতে পারে খুনি বাইরে থেকে গ্রিল কেটে ঘরে ঢুকেছে এবং খুন করে চলে গেছে। আমরাও তাই ভেবেছিলাম।

আসলে ঘটনা সেটা না। খুন করেছে ঘরের মানুষ। খুনটা করে করেছে নওরোজ নিশাত নামের ১৯ বছরের এক কিশোর। ২০১৩ সালে বাবা হারানোর পর রুনা আপা ছেলেটাকে রেখেছিল নিজের কাছে। পরিবারসহ জায়গা করে দিয়েছিলেন উপরের ফ্ল্যাটে। বাবা হারানো ছেলেটিকে কোলে পিঠে করে নিজের ছেলের মতোই মানুষ করেছেন। দুঃখিত , মানুষ হয়েছে কি ?ভুল বলেছি , বড় করেছেন মায়ের মত করে। মায়ের মতোই তো। ফুফুরা কখনো কখনো মায়ের মতোই। হ্যাঁ , রুনা আপা নওরোজ নিশাতের ফুফু হতেন। আপন ফুফু।

অসাধারণ মেধাবী ছিলেন আমাদের রুনা আপা। মেধার জোরে একনামেই রুনা আপাকে কিন্তু ভেড়ামারাবাসী। রুনা আপার বাবাও একজন নামকরা শিক্ষক ছিলেন। বাবার মেধা ঠিকই পেয়েছিলেন রুনা আপা।

রুনা আপা ছাত্র খুঁজে বের করতেন। পরীক্ষার আগে টেক কেয়ার করতেন। তার বেশিরভাগ ছাত্রই ছিল থার্ড বেঞ্চার। যাদের মেধা থাকা স্বত্বেও ফাষ্ট সেকেন্ড থার্ডের কাতারে নাম লেখাতে পারতো না। এই ধরণের ছাত্রদের তিনি যত্ন নিতেন। রুনা আপার কাছে আমিও কিছুদিন পড়তেছি।

কুষ্টিয়া জিলা স্কুলের নামকরা শিক্ষিকা ছিলেন আমাদের রুনা আপা। এর আগে তিনি মাগুরা হাইস্কুলে শিক্ষকতা করেছেন। ২০১২ সালে তার ছোটভাই মারা যাওয়ার পরে তার ছেলে নিশাত কে নিজের কাছেই বড় করেছেন। বাড়ির চারতলায় নওরোজ নিশাত তাঁর মা ও ভাই নিয়ে থাকতেন। নিশাত নিয়মিত ফুফুর থেকে টাকা নিতো।

মোটরবাইক কিনে নিয়েছিল। মাদক , অনলাইন জুয়ায় আসক্ত ছিল । একপর্যায়ে মোটরবাইক বিক্রি করে দেয় নিশাত। সম্প্রতি রুনা আপা নিশাতকে টাকা দেওয়া বন্ধ করে দেন এবং বকাঝকা করেন।

গত শনিবার রাতে রুনা আপা ছাদবাগানে পানি দিতে যান। সে ইসময় এ সময় ফ্ল্যাটের একটি কক্ষে ঢুকে লুকিয়ে থাকেন নিশাত । এরপর রুনা আপা ঘরে ফিরে ঘুমিয়ে রাতে রান্নাঘর থেকে শিল–পাটার শিল নিয়ে ঘুমন্ত রুনা আপাকে মাথায় আঘাত করে খুন করে নিশাত। এরপর গ্রিল কেটে বেরিয়ে যায়।

আপাত দৃষ্টিতে নিশাত একজন খুনি। কিন্তু সামাজিক অবক্ষয় , মাদক , প্রযুক্তির অপব্যবহারের জগতে বসবাস করে আপনি এবং আমরা কি এই খুনের দায় এড়াতে পারবো ?


*** নিশাতের ছবি। আমার রুনা আপার দিলাম না।


মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৭

রানার ব্লগ বলেছেন: মাদক নামের বিষ কবে যে ধ্বংস হবে কে জানে ?

১০ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হবে না ভাই। মাদক থাকবে।

২| ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৮

আরইউ বলেছেন:




জীবনের কী এক নির্মম অপচয়!

১০ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সেইদিনকার ছেলে।

৩| ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এখনকার ছেলেমেয়েদের সাথে উচ্চস্বরে কথা বলাও বিপদ। নিজের মা-বাপকেও রেহাই দেয় না। রুনা আপার সাবধান থাকা উচিত ছিল।

১০ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সবারই সাবধান হওয়া উচিত। এই সমাজেই নিশাতরা বড় হচ্ছে।

৪| ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯

বিটপি বলেছেন: এই খুনে আমাদের কোন দায় নেই। তাই আমরা এড়াতে পারব।

৫| ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

রুনা আপা কেন বুঝলো না 'নিশাত বখে যাচ্ছে।

০৮ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বুঝেছিল নিশ্চয়ই।

৬| ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪০

জিয়াউর রহমান ফয়সাল বলেছেন: সবাই দোষ দিচ্ছে মাদকের? হ্যা মাদকের তো অপকারিতা আছেই, তবে এখানে মাদকের চেয়ে বেশী প্রতিশোধ্মূলক প্রবণতা বেশি লক্ষনীয়।

০৮ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মাদক নৈতিক, মানসিক, সামাজিক অবক্ষয় অন্যতম কারণ।

৭| ০৮ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পারিবারিক, সামাজিক শৃংখল ভেংগে পড়েছে।
অল্প বয়সী কিশোররা অল্পতেই খুন খারাবিতে মেতে উঠছে। জাতীর চালকরা সতর্ক না হলে সামনে ভয়াবহ বিপদ!

১০ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কারণ গুলো কি কি?

৮| ০৮ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

শেরজা তপন বলেছেন: রুনা আপা বিয়ে থা করেননি?
এমন মৃত্যু কারোই কাম্য নয়। কত অল্প বয়সে ছেলেটার ভবিষ্যত নষ্ট হয়ে গেল!!

০৮ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বিয়ে করেছেন। নিঃসন্তান।
অনলাইন জুয়া ভয়াবহ হচ্ছে ।

৯| ০৮ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:


ঢাকার খুব উঁচু লেভেলের মাদক মাফিয়ার নাম বলেন।

০৮ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তেমন কারো নাম বলতে পারবো না।

১০| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: যারা জাতির মেধাবীদের শেষ করে দিচ্ছে ওদের বিচার হোক।

১১| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: যারা জাতির মেধাবীদের শেষ করে দিচ্ছে ওদের বিচার হোক।

১২| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: একটা পরিবারকে ধ্বংস করার জন্য একটা মাদকাসক্ত ছেলে বা মেয়েই যথেষ্ট।

১৩| ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ২:২০

নেওয়াজ আলি বলেছেন: রাজনৈতিক ক্ষমতাবানদের কারণে মাদকের রমারমা ব্যবসা আর এতে বলী হচ্ছে যুব সমাজ।

১৪| ১০ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: লেখাটা পড়েছি। মন্তব্য করে তা জানিয়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.