নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আরো সবুজ হোক পৃথিবীর ফুসফুস!

১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩০





মাস্ক কিনতে গেছিলাম। দোকানীকে বললাম, " একটা ব্রাজিলের আর দুইটা আর্জেন্টিনার মাস্ক দিবেন। আর্জেন্টিনার একটা ছোট সাইজের দিবেন।"
মাস্ক বাছতে বাছতে দোকানী বললো, 'আর্জেন্টিনার সব মাস্কই ছোট সাইজের ।'
আমি বললাম, কেন?
দোকানী বললো, 'আরে বাচ্চা কাচ্চারাই তো আর্জেন্টিনার সাপোর্টার ।'
আমি বললাম, 'বুঝতে পারছি আপনে ব্রাজিলের সাপোর্টার । বাদ দেন। বাচ্চার মার জন্য বড় সাইজের দেন। '
দোকানী হেসে বলে, আর্জেন্টিনার মাস্কের টাকাও কি আপনার পকেট থেকে দিবেন নাকি ভাবী দিসে?
আমিও হেসে বললাম, 'না আমিই দেব। কিন্তু দুধের বাচ্চাকে তার মা কিভাবে নিজের দলে ভেড়ালো বুঝলাম না।"

ফিরতে ফিরতে মনে হলো এই 'চরম দুঃসময়ে' আর্জেন্টিনা- ব্রাজিল নামক দুই দল এখনো মানুষের মনে আনন্দ জোগায়। রসিকতা করতে শেখায়। নব্বই মিনিটের সময়টাতে হয়তো 'দুঃসময়' শব্দটা বিলীন হবে।ইসস আজীবনের জন্য যদি হতো!

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৮

মিরোরডডল বলেছেন:

ইভানের ঘরেতো মারামারি হবে বলে মনে হচ্ছে :)

১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এইবার কোন ক্যাচালেই যাবো না। রাশিয়ার একটা জার্সি পরে বসে থাকবো।

২| ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি নির্দিষ্ট কারো সাপোর্টার নই তবে যে ভালো খেলে সেটাই উপভোগ করি।

১০ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কোন একটা দল জিতলে নিশ্চয়ই ভালো লাগে? সেইদলের নাম বলুন।

৩| ১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:



খেলা দেখার সময় মাস্কের দরকার হবে?

১০ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এমনি মাস্ক বাইরে গেলেই পড়া হয়। সেই হিসেবেই কেনা। সুযোগ বুঝে কিনে ফেলবো। তবে বাপ ব্যাটা জার্সিও কিনবো।

৪| ১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন:
জার্সি কিনেছি। কিন্তু ফারাজার জন্য ছোট জার্সি খুঁজে পাচ্ছি না।

১০ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফারাজার কোন সাইজ লাগে?

৫| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৩

নেওয়াজ আলি বলেছেন: আমার মনে হয় মেসির কারণে আমাদের দেশের যুব সমাজের কাছে আর্জিণ্টিনার জনপ্রিয়তা বেশী।

১০ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ২০০২ এর পর ব্রাজিল কোন কাপ পায়নি। এই সময়ের মধ্যে কাপ না পেলেও মেসি যা দেখিয়েছে তাতে আর্জেন্টিনার সমর্থক বাড়া স্বাভাবিক।

৬| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৩:৩৭

বিষন্ন পথিক বলেছেন: কোন এক টিভি চ্যানেলের খবর দেখছিলাম, রিপোর্টার শুরু করলেন এভাবে এইরকম
"বাংলাদেশের একটা প্রতন্ত গ্রাম, এগ্রামের বেশিরভাগ মানুষ জানেনা আর্জেন্টিনা কতদূর বা ল্যাটিন আমেরিকা কোথায়। .."

১২ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সাপোর্ট করতে হলে ভৌগলিক ধারণা না থাকলেও চলে।
কি আর করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.