নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
সন্ধ্যা । আমার সন্ধ্যাকালীন বিষন্নতা। দিনের আলো ফুরিয়ে যাচ্ছে। ফুরিয়ে যাচ্ছে দিন। দিনের খেলা শেষ করে ঘরে ফিরছে ছেলেদের দল।
সবাই হুল্লোড়ে রত। এদের মধ্যে একজন হয়ত বিষন্ন। মনটা খারাপ। বাড়ি ফিরছে ধীর পায়ে। এতো হৈচৈ তাকে স্পর্শ করছে না। সে আলাদা। ঐ ছেলেটা সম্ভবত আমি।
ব্লগার রাজীব নুর বলেন, আপনি এতো বিষন্ন কেন?
শায়মা আপু বলেন, সন্ধ্যাবেলা মন খারাপ করা যাবে না। আনন্দময় চিন্তা করতে হয়।
সারমর্ম বলেন, মন খারাপের ট্রিগার আপনার হাতে।
মিরোর ডল বলেন, কি হলো ইভানুশকা?
চাঁদগাজী কিছুই বলেন না। এই সব উনাকে স্পর্শ করে না।
ব্লগার খায়রূল আহসান বলেন, সাঁঝের একটা আলাদা 'মায়া' আছে। এ মায়াটা সবাই অনুভব করতে পারে না।
আহমেদ জী এস বলেন, কেউ-ই মরেনা। শুধু দীর্ঘ এক ঘুমের পথে তারা হাটে। সেই হাটা পথে ভীষণ বিষন্নতায় সন্ধ্যা নামলেও ক্ষতি কি !!! বিষন্নতা ছড়িয়ে পড়ুক।
মনিরা আপা বলেন, তবে বিষন্নতায় ভালো।
ইয়িয়াক বলবেন, এতো অভিমান কেন কবি?
১১ বছর ব্লগে আছি। কতজন কত কথা বললেন। কি সুন্দর কথামালা। ভাবি, আমি যেদিন ব্লগে থাকবো না। দিনের আলো ফুরিয়ে যাবে। নিভে যাবে শেষ মোমবাতি। আহত সূর্যের রক্ত পৃথিবীর বুকে আছড়ে পড়লেও ভাঙবে না ঘুম।
তখন....?
হয়ত তাই,
আমার মন কেমন করে--
কে জানে, কে জানে, কে জানে কাহার তরে॥
১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি প্রত্যেকটা দিন অনুভব করি। সেই অনুভুতি দিনশেষে মন খারাপ করে দেয়।
কিন্ত সবচেয়ে কঠিন বাস্তবটাই মানতে পারি না।
২| ১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩১
Naznin71 বলেছেন: বিষণ্ণ কবিতা পড়তে অনেকেরই ভালো লাগে।
১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম। একটা মায়া আছে।
৩| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০৩
শায়মা বলেছেন: এত বিষন্ন হলে চলবে না ভাইয়া.....
এই বার মন ভালো করার গল্প কবিতা লেখো।
১৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মন ভালো করা গল্প কবিতা একদিন লিখবো।
৪| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: সন্ধ্যায় ব্যায়াম করবেন। মন ভালো থাকবে।
১৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সন্ধ্যায় বাসে ফিরি।
৫| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
যেদিন আপনি থাকবেন না, আমি বেঁচে থাকলে আপনার মন খারাপ নিয়ে কাব্য লিখবো আপনার শেষ পোস্টের কমেন্টে।
১৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার শেষ পোস্টটা কি হবে কে জানে ?
৬| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: আপনি অনুভূতিপ্রবণ, তাই মন তো 'কেমন করবে'ই। যারা অনুভূতিহীন, তাদের মন কখনোই 'কেমন করে' না। আর সন্ধ্যাটা তো আসলেই একটা বিষণ্ণতার সময়। সারাদিন আলো ছড়িয়ে দিবাকর বিদায় নিয়ে চলে যায় দিগন্তের ওপারে। ধীরে ধীরে পৃথিবীর বুকে আঁধার নেমে আসে। পাখিরা নীড়ে ফিরে কিছুক্ষণ কলতান করে নিঃশব্দ হয়ে যায়। মানুষ রাত বাড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়তে থাকে। এমন একটা পরিবেশে বিষণ্ণ বোধ করা স্বাভাবিক। তবে বিষণ্ণবোধ মানুষকে ভাবতে শিখায়, এ বোধের স্থায়িত্ব যতক্ষণ থাকে, ততক্ষণ আপনি ভাবনার মাঝে নিমগ্ন থাকুন, লেখার মাঝে ব্যস্ত থাকুন, দেখবেন অনেক ভালো একটা লেখা আপনি সৃষ্টি করতে পারবেন। পরিশুদ্ধ এবং নির্মল ভাবনা ছাড়া ভালো কিছু সৃষ্টি করা যায় না।
আপনার আব্বা এখন কেমন আছেন? তার জন্য সালাম ও দোয়া রইলো।
১৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:২৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
পরিশুদ্ধ এবং নির্মল ভাবনা ছাড়া ভালো কিছু সৃষ্টি করা যায় না।
আব্বা হাসপাতালেই আছেন। সেদিন ফুঁপাতে ছিল। বললেন খুব অস্থির লাগছে। সেই অস্থিরতা আমি বুঝি।
এরপর রোদ চশমায় চোখ ঢেকে যাবো।
আপনি ভালো থাকবেন। ও ব্লগে আমি ফাদার ফিগার খুঁজি। জানি , আব্বার সুযোগ থাকলে ব্লগিং করতেন 'হেডস্যার' নিকে।
৭| ১৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সব কিছু মঙ্গল হোক।
২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তাই হোক।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৮
সোনাগাজী বলেছেন:
চাঁদগাজী সহজে কিছু বলেন না; যখন বলেন, শক্ত কিছু বলেন।
আপনাকে শক্ত হতে হবে, বাস্তব হতে হবে, আজকের দিনটিকে অনুভব করতে হবে, আগামীকালের জন্য উৎসাহী হতে হবে।