নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আরও একটি শীতের সকাল, একটি গোল্ডফিসের অপমৃত্যু এবং আমার ফিরে আসা...

০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২০





গোল্ডফীশ গুলো রাখা ছিলো
বিছানার ঠিক পাশে কাঁচের জারে
তাকে নিয়ে বাতাস খেলা করে
খেলা করে নিকোটিনের ধোঁয়া,
ধোঁয়ায় অবরুদ্ধ কালচে পানি,
তাকে নিয়ে বাতাস খেলা করে!
পাশে পরে থাকা এক খন্ড শৈবাল
বলে উঠে,
তোমার কি হয়েছে?
আমার শরীরে অসুখ।
অসুখের নাম কি?
ঘুমন্ত গোল্ডফীশ দেয়না উত্তর।


আরও একটি শীতের সকাল,
একটি গোল্ডফিসের অপমৃত্যু এবং আমার
ফিরে আসা...
শিরোনামটাকে শিরোনামে আটকাতে চাই না
বিস্তৃতি হোক মননকেন্দ্রে, মস্তিস্কের নির্তেজ কোষে
চুরি করে আনা গুটি কয়েক কবিতার লাইন
জুড়ে দিয়েছি ছাপার অক্ষরে
ভাবছি,
কিছুক্ষনের মধ্যেই
অপঘাতে মড়া গোলফীশটাকে
শেষ কৃতকার্য স্বরূপ
ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবো
আর
ফাঁকা জারটাকে
ছাইদানী হিসেবে কাজে লাগাবো!!

------------------------------------
বেশ কয়েক বছর আগের কথা। আমরা তখন জাপান গার্ডেন সিটির কোন বিল্ডিংয়ের চোদ্দ তলায় থাকি।
সারারাত সিগারেট খাই। আড্ডা দেই।চিন্তা করি। ভাবি আর ভোরের বেলায় ঘুমাতে যায়।
একদিন সকালে দেখলাম খাটের পাশের ছোট্ট টেবিলে রাখা সোনালী মাছটা ভেসে উঠেছে। মারা গেছে।
কারন অনুসন্ধানে জানা যায় সিগারেটের ধোঁয়া ।
মনটা খারাপ হয়ে যায়। তাকিয়ে থাকি মাছটার দিকে। জানতে চাই, তোমার কি হয়েছে?
উত্তর পাইনা কোন।
উত্তর না পেলেও বেয়াড়া কিছু কবিতার লাইন মাথায় নাছোড়বান্দা হয়ে চেপে বসে। সেই সাথে হুমায়ুন আহমেদের 'কে কথা কয়' বইয়ের কবিতার কয়েক লাইন চুরি করে এনে বসিয়ে দেই আমার খাতায়।
সোনালী মাছের অপমৃত্যু কোন এক শীতের সকালে কবিতা হয়ে ফিরে এসেছিল বহুদিন পর।



ব্লগে প্রকাশ : ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৪



মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২৩

অপু তানভীর বলেছেন: বিড়িটানা কোন দিক দিয়েই ভাল কিছু নিয়ে আসে না !

তবে পানির নিচের মাছ উপরের ধোয়ায় কিভাবে মারা গেল? এটা তো একটা প্রশ্নের জন্ম দিল ! নিশ্চিত যে ধোঁয়ার কারণেই মারা গেছে?

আপনার ছবির মতই আমার টেবিলের পাশেই ঠিক এমন একটা ফিসট্যাংক আছে সেখানে দুইটা মাছও রয়েছে ।

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সেই সময় আপনি আমাদের রুমে থাকলে আপনিও মারা পড়তেন। সিগারেট ছেড়েছি ৮ বছর ! দারুন অভিজ্ঞতা।

ধন্যবাদ অপু তানভীর।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪

জুল ভার্ন বলেছেন: কবিতা এবং স্মৃতি উপস্থাপন ভালো হয়েছে।

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ স্যার। ভালো থাকবেন।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


গোল্ডফিশ আপনাকে সিগারেট ছেড়ে দিতে প্রভাবিত করেছে?

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কিছুটা।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ আপনাকে ভালোই দখল করে নিয়েছে।

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বেরিয়ে আসবো।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৫

নেওয়াজ আলি বলেছেন: আমারও শখ গোল্ডফিশ একদম বিছানার পাশে রাখা।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একুরিয়াম অনেকেরই একটা শখ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা সেই মাছটার জন্য খারাপ লাগছে। গোল্ডফিসগুলো দেখতে এমনিতে কিউট। ধোয়া টানা ছেড়েছেন ভাল হয়েছে।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার খারাপ লেগেছিলো। ৮ বছর হয়ে গেছে ধোয়াটানা ছাড়ার। তবে ইদানিং খুব ইচ্ছা করে।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: বেড়িয়ে আসার দরকার নেই।
হুমায়ূন আহমেদের সাথেই থাকুন। আমিও আছি।

১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হ্যাঁ। সেটাই রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.