নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আচমকা নামে এ শহরে গোধূলি

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৮




ভেবে নিতে পারো
আমি আর ফিরবো না !
তোমার বাড়িয়ে দেয়া দুহাত , যেটাকে আমি ডানা বলতে ভালোবাসি
আমার অবজ্ঞা ভরা চাহনিতে , সেই হাত ফিরিয়ে নিতে বাধ্য হবে তুমি।

ধরে নিতে পারো
আমি আর কক্ষনো মিথ্যা বলবো না!
ঘামে ভেজা শরীরে নীল আকাশের দিকে তাকিয়ে
আপ্লুত হবো না আর ,
বলবোনা - আকাশ টা এতো সুন্দর কেন ?
আচমকা সরিয়ে নিতে পারো তোমার অগোছালো চুল
কপালের টিপ , লিপিস্টিক , কানের দুল
জেনে গেছো , অবলীলায় বলে দিতে পারি -
''এগুলো আমাকে বিরক্ত করে খুব''।

তবুও ,
ফুচকার প্লেটে উড়ে আসা ধূলিঝড়
বিকেল গড়ায় দুপুরে দিয়ে ভর
এই শহর জেনেছে সব
এই শহর শুনেছে সব ।
বাটা সিগন্যাল হয়ে তেলের মিলের গলি
আচমকা নামে এ শহরে গোধূলি
এই শহর জেনেছে সব
এই শহর দেখেছে সব ।


ব্লগে প্রকাশ: ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫
ছবিঃ ইন্টারনেট



মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


জীবনের অভিজ্ঞতা?

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কিছুটা অভিমান !

২| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কবিতাটা আমাকে অবশ করে দিল !!!

০৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কারণ কি ?

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
গোধূলি বিকেল , রাস্তা। খুব মনে পড়ে।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৬

জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা! +

০৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কোন এক সিগন্যালে নিশ্চয়ই দেখা হবে।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১

নীলসাধু বলেছেন: বাহ চমৎকার

ভাল লাগল নাগরিক কবিতা।
এ শহর জানে আমাদের কথা।

০৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রথমবার লুকিয়ে টানা প্রথম cigarette
প্রথমবার নিজামে গিয়ে কাবাব ভরপেট

প্রথম প্রেমে পড়ার পর সবাই পস্তায়
হন্যে হয়ে class পালিয়ে ঘুরেছি রাস্তায়
প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রণাকে নিয়ে
কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথ দিয়ে।

এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত, সে আসে আমার পিছু পিছু

লজ্জা, ঘৃণা, রাগের পরে এটাও বুঝি থাকে
এটাই দেবো তোমায় আর এই শহরটাকে!


কবীর সুমন সব বলে দিয়েছেনা নীল দা।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:


এই শহর ( ঢাকা ) সবকিছু গিলে ফেলবে ক্রমেই

০৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

সব বলতে ?
গাছ , নদী ,আবেগ ?

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কারণ মানুষ নিজের সাথে হুবহু কোন মিল পেলে স্থবির হয়ে যায় বিস্ময়ে !!

০৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বুঝতে পারছি আরো অনেক কিছু মিলবে।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

ঢাবিয়ান বলেছেন: এককালের অতি চেনা শহর আজ বড় অচেনা হয়ে গেছে। কোন জায়গায় ছবিটা?

০৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সামনে বাটা সিগন্যাল ,ডানপাশে তেলের মিলের গলি।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:০০

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,




ধরে নিতে পারি, এটা শহরে নেমে আসা গোধূলি বেলায় তেলের মিলের গলিতে পথচলা বিষন্ন এক যুবকের নিঃশব্দ আর্তনাদ!
ভেবে নিতে পারি, তিন বছর আগের দুপুরের মতো আজকে্ও তার মনটা ভালো নেই.............

০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

৩ বছরে কথা ছিল বরং বেড়েছে।
বিষন্ন এক যুবকের নিঃশব্দ আর্তনাদ গুলো সম্ভবত বাড়তেই থাকে দিনকে দিন।
একদিন কবিরা মারা যায় ঠিকই। রেখে যায় বাটা সিগন্যাল , জেব্রা ক্রচিংএর আবেগ গুলো।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর আবেগ আর অন্তর্গত কিছু হাহাকার।

০৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠিক ধরেছেন আপনি। ভালো থাকবেন ব্লগার।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩১

নাহল তরকারি বলেছেন: এটা কোন জায়গা?

০৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সামনে বাটা সিগন্যাল ,ডানপাশে তেলের মিলের গলি। এলিফ্যাণ্ট রোড , ঢাকা।
বেশ পুরোনো ছবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.