নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কবি সেতো আজন্ম পাপ ....

০৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৬





কেউ আমার কাছে কবিতা চেয়েছিলো
কবিতাই শুধু ;
গুটি কয়েক বাক্যের সংমিশ্রণ
শব্দগুলোর ওলোটপালোট সংযোজন
তাৎক্ষণিক আবেগের কাব্যিক বহিঃপ্রকাশ
অতঃপর সেটা কবিতা বলেই গ্রহণযোগ্যতা পায়
পরিচিত মহলে।
যা রচিত হয় তা সম্পূর্ণ অমূলক
মিথ্যা , বানোয়াট
বাস্তবিক প্রেক্ষিতে তালমিলিয়ে চলে না
মিথ্যার সাথে মিথ্যা যুক্ত করে
গড়ে তোলে মিথ্যার মহীরুহ।
সেই মহীরুহ ডালপালা ছড়ায় , ছায়া দেয়
মিথ্যার ছায়া।
মিথ্যার আশ্বাস দেয়া কবি গুলো নিমজ্জিত হতে থাকে
অতল গহীনে , পাপে।
কবি সেতো আজন্ম পাপ।

ব্লগে প্রকাশঃ
কর্পোরেট ডেস্ক থেকে
২৪.১০.১৯

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১০

সামরিন হক বলেছেন: শুভেচ্ছা রইল।

১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনিও ভালো থাকবেন। লিখায় থাকবেন।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৩

কবিতা ক্থ্য বলেছেন: কবি সেতো আজন্ম পাপ।

কত সহযে কত কঠিন কথা বলে ফেললেন।
শুভ কামনা।

১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
খুব কষ্ট হয়েছে বলতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.