নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ব্যাখ্যাহীন কোন ঘটনা কি আপনার সাথে ঘটেছে ?

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১১



১।
একদিন সন্ধ্যাবেলায় মাগরীবের আজানের পর পর বাড়ি ফিরছি। ফাঁকা মাঠের পাশে নির্মাণাধীন বাড়ির বেশ উঁচু পাঁচিলে অস্বাভাবিক লম্বা, মানে এমন লম্বা যে মাঝখানে আরেক জোড়া পা থাকতে পারে এমন কুকুর দেখেছিলাম। এমন পাঁচিল বেয়ে কুকুরের উঠা সম্ভব না। সেই সাথে আকৃতি ছিল অস্বাভাবিক। ভয় পেয়ে যায় আমি। দৌড়ে বাড়ি ফিরি।

অস্বাভাবিক লম্বা কুকুর নিয়ে অনেক ভেবেছি :
এতো বড় আর লম্বা কুকুর কোথাও দেখিনি। দেহটা এমন যে ছয়টা পা থাকার মত। উচ্চতাও স্বাভাবিকের চেয়ে বেশি। এমন কুকুর থাকলে এলাকার মানুষের চোখে পড়তো। আলোচনা হত।

অমন উঁচু পাঁচিলে কুকুর উঠার কথা না। যদি কেউ তুলে থাকে তবে কুকুরের অস্তিত্বে বিশ্বাস করতে হবে।
এই কুকুর অস্তিত্বহীন। কারণ এলাকার কেউ দেখেনি। দেখেছি শুধু আমি। এই কুকুর কে বিশ্বাস করলে 'অন্য কিছু' তে বিশ্বাস করতে হবে। নয়তো ধরে নিতে হবে , আমি ভুল বলছি অথবা মিথ্যা বলছি।

২।
একবার ঢাকাতে এক আত্মীয়ের বাসায় বেশ কিছুদিন ছিলাম। একদিন বিকালে বাথরুমে ঢুকে দেখি বাইরে থেকে দরজা আটকে দিয়েছিল কেউ। অনেক ধাক্কা ধাক্কি করলাম। মনে হলো বাইরে কেউ দাঁড়িয়ে আছে। নিচু হয়ে দরজার নিচ নিয়ে দেখলাম বেড়ালের দুটো পা। সামনের দুইপা সম্ভবত দরজার সাথে ভর দেয়া ছিল। পরে চেচামেচি শুনে বাসার লোক এসে দরজা খোলে এবং একটা বেড়ালকে জানালা দিয়ে পালাতে দেখে।

বাথরুমে আটকে ঘটনাটা আমাকে আরো ভাবিয়ে তোলে :
যে বাড়িতে আমি বাথরুমে আটকা পড়েছিলাম। সেই বাড়ির দরজা একবার ভেতর থেকে আটকে গিয়েছিল। পড়ে ছিটকিনি ভাঙতে হয়েছিল। ভেতর থেকে কি ভাবে আটকালো ?

৩।
একবার এক রুগীকে দেখতে গিয়েছিলাম। ১৯ ২০ বছর বয়স। বাসায় অনেক জটলা। সে নাকি অস্বাভাবিক আচরণ করছে। তখন নিজেকে মিসির আলী ভাবতে ভালো লাগতো। দেখতে গিয়েছিলাম। দিয়ে দেখি মসজিদের হুজুর আছে। হুজুরের সাথে সে কোরআন শরীফ তেলাওয়াতের প্রতিযোগিতা শুরু করেছে। হুজুর কে বিভিন্ন সুরার আয়াত মুখস্থ বলে শোনাচ্ছে। আমি হুজুরকে বললাম, হুজুর এই ছেলে ভুলভাল কি বলছে।
হুজুর বলল, ভুল ভাল না । ঠিকই বলছে।
হুজুর কে কানে কানে বললাম, আচ্ছা সূরা তাকাসুর বলতে বলুন তো?
হুজুর তাকে বলল এবং আমাকে অবাক করে দিয়ে মুখস্থ বললো ।
তাকাসুর আমার মুখস্থ ছিল বলেই বলতে বলেছিলাম। যাতে ধরতে পারি। অবাক হয়েছিলাম কারণ ২০ বছরে ঈদ আর জুম্মা ছাড়া তাকে নামাজে দেখিনি।

কোরআন বা সূরা তেলোওয়াতের ঘটনা নিয়ে আমার ভাবনা :
ছেলেটা আমার একবারে পরিচিত। কয়েক গলি পরেই বাড়ি এবং এলাকায় পরিচিত। গ্রামের এলাকা কিন্তু শহর বিদেশের মত নয়। কোথায় কি হচ্ছে সব জানা যায় একে অন্যের সাথে যোগাযোগ থাকার মাধ্যমে।

পাড়ার সবাই মিলে বিকেলে আমরা সবাই একসাথে ক্রিকেট খেলতাম।
একজন মানুষ গোপনে কোনআন মুখস্থ করে ফেলবে? এই ব্যাখ্যা দাঁড় করাতে কষ্ট হচ্ছে।
হয়তো অন্য ব্যাখ্যা আছে। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না। জুম্মাতে একসাথেই যেতাম প্রায়।
এখন গাজীপুরে টেক্সটাইলে ফ্যাক্টরীতে চাকুরী করে।


৪।
আমার নানীকে সাতদিন ধরে খুব অস্বাভাবিক আচরণ করতে ছিল। সাতদিন ধরে কোন অবস্থার উন্নতি হতেছিল না। শেষমেষ আমার দাদাকে আনা হয়। দাদা গিয়ে আগে নানীকে সালাম দেন । নানী পুরুষ কন্ঠে সালামের উত্তর দেন। বলে নেয়া ভালো, কদিন ধরে নানী মাঝে মধ্যেই পুরুষ স্বরে কথা বলেছে। এরপর দাদার সাথে নানীর অনেক কথা হয়। সেই আলোচনা করবো না।
দাদাকে বলেছিল, মৌলানা সাহেব আপনাকে দেখার শখ ছিল। আমরা এখন চলে যাবো। আমরা কোলকাতা থেকে এসেছি।

দাদা বললেন , আপনারা চলে যাবেন বুঝবো কিভাবে?
নানী, দূরের বড় একটা গাছের ডাল দেখিয়ে বললো, আমরা যাওয়ার সময় ঐ মোটা ডালটা ভেঙে দিয়ে যাবো।
এবং মিনিট খানেকর মধ্যেই ডালটা ভেঙে যায়। আমার নানীও স্বাভাবিক আচরণ করতে থাকে।


নানীর অস্বাবাবিক আচরণ এবং গাছের ডাল ভাঙা নিয়ে আমার ভাবনা
:
তারা চলে যাবে বলার এক মিনিটের ভেতর ঝড় বাতাস ছাড়া কাঁচা ডাল ভেঙ্গে গেল? নানীও স্বাভাবিক আচরণ করতে লাগলো।
এই ঘটনার একটাই ব্যাখ্যা:
প্রতিবেশী আত্মীয় সবাই মিথ্যা বলছে।


৫।
চাকুরীর সুবাদে ছোটআপা টঙ্গীতে থাকতো। আমি বেড়াতে গেলাম। নিচের ফ্ল্যাটের দুদিন হলো নতুন ভাড়াটিয়া উঠেছে। কারো সাথে যোগাযোগ হয়নি তাদের তখনো। বিকালে শুনলাম নিচে চিৎকার। পাশের ফ্ল্যাটের মহিলা এসে আপাকে ডাকলো , আসেন তো নতুন ভায়াটিয়ার বৌ কেমন যেন করছে।
একটু পড়ে আমরা গেলাম।
আমাদের দেখে বৌটা শান্ত হলো। তারপর বললো, আপনারা চলে যান। আপনারা আসবেন না। আপনাদের চিনি। আপনারা শামসুল হুদার লোক।

সৈয়দ শামসুল হুদা আমার বড়ফুফার নাম। তিনি কোলকাতার মানুষ। পীর ছিলেন। উনার নামে সড়ক আছে। শামসুল হুদা রোড, পার্ক সার্কাস, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ৭০০০১৭।

আমরা চলে আসি। পরে শুনেছি বছর খানেক তারা ওই বাসাতে স্বাভাবিক ভাবেই ছিল। তারপর অন্য কোথাও চলে যায়।


আমি কোন ব্যাখ্যা দাড় করাতে পারিনি :
টঙ্গীর ঐ মহিলা আমাদের পরিচয় , ফুফার পরিচয় জানলো কিভাবে?
নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১৯

মিরোরডডল বলেছেন:



ব্যাখ্যাহীন ঘটনা অনেক ঘটেছে ।
ব্যাখ্যা অবশ্যই আছে কিন্তু আমি হয়তো খুঁজে পাইনি ।

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্যাখ্যা নিশ্চয়ই আছে।

২| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৩

মিরোরডডল বলেছেন:



কুকুরের ঘটনাটা স্বাভাবিক মনে হয়েছে ।
কারণ বাংলাদেশে না দেখলেও এখানে আমি বিশালাকার কুকুর দেখেছি যেটা উচ্চতায় এবং লম্বায় ছোটোখাটো ঘোড়ার মতো।

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কুকুরের ঘটনা নিয়ে আগেও বলেছিলেন আপনি।
কিন্তু এমন অস্বাবাবিক কুকুর কেন অন্য কেউ দেখলো না। অদ্ভুত লম্বা কুকুর। যেন মাঝখানে আরেক জোড়া পা থাকার কথা।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৯

মিরোরডডল বলেছেন:
বাসায় বেড়াল আসা আবার জানালা দিয়ে চলে যাওয়া এটাও নরমাল ।
আর যাই হোক দরজা বেড়াল আটকায়নি ফর সিওর :)

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সম্ভবত বেড়াল দরজার ছিটকিনি খোলার চেষ্টা করতে ছিল। কারণ নিচ দিয়ে দুই পা বেড়ালের পা দেখেছিলাম ! :)

৪| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১

মিরোরডডল বলেছেন:




মাদ্রাসায় পড়া ছোট বাচ্চা ছেলেরা ৮/১০ বছর বয়স কোরান মুখস্ত করে ফেলে, সেখানে উনিশ বিশ বছরের একজন সূরা মুখস্থ করেছে এটা খুব স্বাভাবিক । আর সূরা মুখস্থ করার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এমন কোনো কথা নেই ।

এমন অনেক মানুষ চিনি যারা কথায় কথায় হাদিস কোরানের রেফারেন্স দিয়ে কথা বলে, মুখস্থ আছে বলেই বলে কিন্তু তারা অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েনা । তাই বলে যে তারা খারাপ তা কিন্তু না, হয়তো যতটুকু ম্যানেজ করতে পারে, ততটুকু পড়ে ।

এসব ঘটনা যদি অস্বাভাবিক লাগে, তাহলে ইভান আমার কাহিনী শুনলে অক্কা পাবে, আর সেকারণেই বলবো না :)


১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ছেলেটা আমাদের খুব চেনা। প্রতিদিন বিকালে আমাদের খেলা শেষে বাড়ি ফেরে। একদিন সন্ধ্যায় অস্বাবাভিক আচরণ শুরু করল বাড়ি ফিরে। সেই বাড়িতে লোক জড়ো হলো , পাশের এলাকার মসজিদ থেকে ইমাম সাহেব এলেন। আমরাও গেলাম। সুরেলা কণ্ঠে তেলওয়াত শুনলাম। সেইসাথে তার আচরণ একেবারেই অন্যরকম ছিল।
একটা ছেলে নীরবে এতো কিছু করে ফেললো আর বাড়ির লোক জানলো না সেটাও অস্বাভাবিক।

আলিওনুশকা,
নিশ্চয় ই কোন ব্যাখ্যা আছে। হতে পারে অজানা কোনো মানসিক রোগ। অবচেতন মন অগোচরেই কোরআন মুখস্থ করেছে কিছু সময়ের জন্য। কিছু সময় পরে ভুলেও গেছে।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: এগুলি জীনের কাজ। আপনি আগেও এই ঘটনাগুলি বলেছিলেন। পৃথিবীর আব্রাহামিক ( ইহুদি, খৃস্টান এবং ইসলাম ধর্ম) ধর্মগুলিতে জীনের উল্লেখ আছে।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধর্মগ্রন্থ গুলো জ্বীনের অস্তিত্বের কথা বলে।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



যেভাবে বলছেন, এগুলো হয়তো আসলে ঘটেনি, আপনার নিজের ভাবনার কোন সমস্যার ফলাফল হতে পারে।

১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সম্ভবত আমি মিথ্যা বলছি নয়তো মনের ভুল। এটাই সঠিক ব্যাখ্যা।

৭| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

কাঁউটাল বলেছেন: নিশ্চই আপনি আস্তিক, এজন্য গাঁজাখুড়ি গল্প ফেঁদে বসেছেন। আস্তিক না হলে এইরকম আজগুবি কথা কেউ বলে?

১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার মন্তব্যের অর্থ আমি ধরতে পেরেছি।

৮| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নিজের আছে কিছু , তবে অন্যের ব্যাখ্যাহীন ঘটনা সম্পর্কে আমি বেশি জানি । বলতে পারেন শখের বশেই এসব জেনে রাখি , কিছুর ব্যাখ্যা পেয়েছি বা করেছি কিন্তু অনেকটা এখনও আমাকে ধোঁয়াশায় রেখেছে । আপনার কুকুরের ঘটনাটা আমাকে বেশ ভাবাচ্ছে । মিরোরডডল আপা যে কুকুরের কথা বলেছেন সেগুলো লম্বা হয় না আকারে বড় হয় কিন্তু লম্বালম্বিভাবে এমন কুকুরের দেখা পাওয়া গেছে বলে মনে হয় না । তাছাড়া পাঁচিলে কী কুকুরটা হাঁটছিল ??

ব্যাখ্যাহীন ঘটনা থাকাটা আজগুবি কিছু নয় , কাঁউটাল যা বলেছেন সেটা আসলে বোকার মত কথা । প্রকৃতিতে স্বাভাবিকতাও আছে অস্বাভাবিকতাও আছে , এটি আস্তিক নাস্তিকের ওপর ভিত্তি করে ঘটে না !!

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মিররডল যে কুকুরের কথা বলেছেন সেটার মত না। আমি ঠিক বোঝাতে পারছিনা।

৯| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৩

কামাল১৮ বলেছেন: কোন ঘটনার ব্যাখ্যা করা অনেক কঠিন কাজ।ঘটনাটাকে চারদিক থেকে দেখতে হয়,তার পারিপার্শ্বিকতাকে ভালোভাবে বুঝতে হয়।তবেই ঘটনাটাকে জানা বা বুঝা সম্ভব।সেটা আমরা অনেকেই করি না।
কোন অলৌকিক ঘটানা দেখাতে পারলে,পৃথিবীর অনেক বিজ্ঞান ক্লাব থেকে অনেক টাকা পুরস্কার ঘোষণা করা আছে যা পেলে এক জীবন বসে খাওয়া যাবে।

১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বিজ্ঞান নিজেই একটা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করবে। এলিয়েন , ইউএফও......
সেগুলোকেও বৈজ্ঞানিক কল্পকাহিনীই বলা হয়।

আপনার মন্তব্য ভালো লাগে। মানব মস্তিস্ক সীমাহীন রহস্যের আধার।
দেজা ভ্যু দারুন মজার সব খেলা খেলে আমার সাথে। এইযে মন্তব্য করছি ,সেটা মনে হচ্ছে আগেও ঘটেছে। কি অদ্ভুত।

১০| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০

শূন্য সারমর্ম বলেছেন:


আগেও পড়েছিলাম সম্ভবত।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কমেন্ট করেছিলাম।

১১| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

নতুন বলেছেন: আমাদের মস্তিস্ক কিভাবে একটা জিনিস দেখে প্রসেস করে তার উপরে নির্ভর করে ।

আর যখন কোন জিনিসের ব্যক্ষা পাওয়া যায় না তখনই সেটাকে মানুষ অলৌকিক বলে দেখাতে পছন্দ করে।

আগে জাদুকর জুয়েল আইচ, পিসি সরকার, কামরুপ কামুক্ষার অনেক কাহিনি সুনতাম কিন্তু কিছুদিন আগে এক মুখোস পড়া জাদুকর সবার সামনে অনেক অদ্ভুত যাদুর রহস্য প্রকাশ করেছে। আগে যেই সব জাদুর দেখতে মানুস ভীড় করতো এখন সেই সব জাদু কিভাবে করতে সেই ট্রিক্স ইন্টারনেটে পাওয়া যায়।

জ্ঞানের আলো ছাড়াচ্ছে ইন্টারনেটের কল্যানে এবং অলৌকিকতার কাহিনিও কমছে সেই অনুপাতেই।

১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মানব মস্তিষ্কই অস্বাভাবিক! সব মস্তিষ্কের খেলা। যেটা সে দেখেছে বলে ভাবছে আদৌ সেটা ঘটেইনি।

১২| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৫

নেওয়াজ আলি বলেছেন: আপনার মনের ভূত আছে। তাই এমন কল্পক কাহিনী =p~

১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি ভূতে বিশ্বাসী না। ব্যাখ্যা দিতে পারিনি। নিশ্চয়ই ব্যাখ্যা আছে।
আমি কল্পকাহিনী লিখিনি । লিখলে আরো ভালো করে লিখতে পারতাম।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪৯

বিটপি বলেছেন: লম্বা কুকুরের ব্যাখ্যাঃ

ওখানে একটি নয়, বরং দুইটি কুকুর ছিল, আরেকটি কুকুরের মাথা সামনের কুকুরের পেটের আড়ালে ছিল বলে দেখতে পাননি। এভাবে সামনের কুকুরের পেছনের পাও কোন কিছুর আড়ালে ছিল মনে হয়।

আপনার বড় ফুপা বিখ্যাত মানুষ, তাদের সাথে আপনাদের লিংক হয়তোবা ঐ বঊ কোনভাবে বের করেছে।

১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্যাখ্যা নিশ্চয়ই আছে। কিন্তু কোন ব্যাখ্যায় এখন পর্যন্ত মনঃপুত হয়নি।
ওই বৌটার আমাদের কে চেনার কোনো কোনো কারণ দেখিনা। প্রথম দেখাতেই ওই কথা বলে দিলো।

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৩

জুল ভার্ন বলেছেন: আমার জীবনে অদ্যাবধি অতিপ্রাকৃতিক কোনো ঘটনা ঘটেনি।

১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তেমন অভিজ্ঞতা হলে মন্দ হয় না কিন্তু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.