নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘ বিশ বছর পর আজ বাংলাদেশে বিশ্বকাপ আসবে

১৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৩


আমি ব্রাজিলের সাপোর্টার। আমার ছেলেকে সেদিন একটা আর্জেন্টিনার জার্সি কিনে দিয়েছি। ওটা পরে ও আজ খেলা দেখবে। এর আগে হলুদ রঙের জার্সি পড়ে খেলা দেখেছে। আজ সে আর্জেন্টিনা।

১৯৯০ সালে আব্বা আমাকে ম্যারাডোনার পোস্টার কিনে দিয়েছিলেন। আব্বা ছিলেন ব্রাজিল ভক্ত। আমি বললাম, তুমি তো ব্রাজিলের সাপোর্টার , আমিও ।
আব্বা বলেছিলেন, ফুটবলে ম্যারাডোনাদের কোন দল থাকে না।

বড় হয়ে ছেলেটা নিশ্চয়ই কোন দলের সাপোর্ট করবে। হয় ব্রাজিল নয় আর্জেন্টিনা অথবা যেকোন দল। একদিন সে নিশ্চয়ই বুঝবে পেলে , ম্যারাডোনা, মেসিরাই ফুটবল।


গুড লাক মেসি। আজ উন্মাদোনার অবসান।দীর্ঘ কুড়ি বছর পর বাংলাদেশে বিশ্বকাপ আসুক।





মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৪

সোনাগাজী বলেছেন:



রাখার মতো যায়গা করেন, না'হলে দেবে না।

১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

না খেলেও বিশ্বকাপের সংখ্যা গিয়ে দাঁড়ালো আটে।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৬

জুল ভার্ন বলেছেন: বিশ্ব ফুটবলে বাংলাদেশের ফুটবলে অবস্থান তলানীতে। তারপরও ফুটবল নিয়ে, স্পেশালি বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের মতো এমন উন্মাদনা খোদ আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেনেও নাই।

২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

মানুষ আগে রেডিওতে আবাহনী আর মোহামেডান এর খেলা শুনতো। এখন দেখে কতজন ?

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: দেখুন বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না। বা খেলার মতো যোগ্যতা নেই।

আর্জেন্টিনা খেলছে, কাপ নিয়েছে- সেই আনন্দটুকু উপভোগ করুরন।
শুধু নিজের দেশ নয়, পুরো বিশ্বকেই নিজের দেশ বলে ভাবাতে শিখুন।

১৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আর্জেন্টিনা বনাম বাংলাদেশ বিশ্বকাপে খেলা হলে কার দলে হবেন ?

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২১

শূন্য সারমর্ম বলেছেন:


ছেলেটা মেসির খেলা দেখার সৌভাগ্য পাবে না।

২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আর চার বছর পর মেসি কি খেলবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.