নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ইদানিং আমার জানালায় ভোর হয়....

২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০০



পরজন্মে আশ্বস্ত হইনি
তোমাকে চেয়েছিলাম এই জন্মেই
অন্ধের মত ছুটে চলা এই পৃথিবীর পথে
হোঁচট খেয়েছি বহুবার।
অগত্যা তোমাকে পাবো বলে দু'পা শক্ত করে উঠে দাঁড়িয়েছি ,
সুতীব্র আকুলতায়।

বুভুক্ষ , আকন্ঠ কিংবা তৃষাতুর -
কোন উপমাই যুৎসই হয়না
নাকি চাতকের নির্বাক চাহনিতে নেমে আসবে ঈশ্বর ?
ঈশ্বর নয় , দেবী নয়
নয় রহস্যময়ী নেফারতিতি
একজন মানবী চেয়েছিলাম শুধু ।

মানব মাংসে গড়া , হৃদয়টা যার অতিমাত্রায় কোমল
নীল শাড়ির আঁচল বিছিয়ে দিলে সবুজ ঘাসে নামে আকাশ
অপ্রত্যাশিত বসন্ত নেমে আসে নির্বাক নাগরিকতায়
কাঁচের চুড়ির ঝিনঝিন শব্দে
নতজানু হয় সমস্ত মূর্ছনা ,
আমি তো মানবীই চেয়েছি , মানবীই শুধু !

ইদানিং আমার জানালায় ভোর হয়।
সূর্যের আলোক ছটা জানালার ফাঁক গলে উঁকি দেয়ার আগেই ,
আলোকিত হয় এক বিশুদ্ধ শুভ্রতায় ;
ঘরের প্রতিটি কোনে প্রতীয়মান এক মানবীর
সরব উপস্থিতি।
এই শুভ্রতার কোন উপমা নেই , নেই কোন বিশ্লেষণ আর
জ্ঞানগর্ভ আলোচনা ,
শুধু অবাধ্য পংক্তিমালার সুনিপুন সন্নিবেশ।

প্রিয়তমা আমার ,
এতকাল পর তোমার জন্য লেখা অবরুদ্ধ প্রেমবান
এই মুহূর্তে রচিত হলো।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লিখেছেন।

২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ পদাতিক দা। ভালো থাকবেন।

২| ২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩০

বাকপ্রবাস বলেছেন: অনেক কবিতা ভেসে যায় ব্লগে, এই কবিতা ভাল লেগেছে।

২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

কবিতা তেমন কেউ পড়ে না। কিংবা নিজের পছন্দের কবিদের লেখা পড়ে শুধু।

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩১

জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন।

২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমি দেখেছি আপনি বরাবরই আমার কবিতা পছন্দ করেছেন।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


সরলীকরণ নয়,কিছু কঠিন শব্দে সুন্দর কিছু লাইন।

"নেফারতিতির লোভ আমায় আজন্ম পাপবোধে গ্রাস করেছিলো,তুমি এসে আমায় পূণর্জন্ম দান করেছো।

২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনার মন্তব্য পড়ে নতুন ভাবনার উদয় হয়।
নেফারতিতি নিয়ে লেখা হয়নি। লিখবো ঠিক করেছি।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ধন্যবাদ প্রিয় কবি। আপনার অসাধারণ সব কবিতায় সামু সমৃদ্ধ হচ্ছে।
ভালো থাকবেন।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই খুব সুন্দর এক অনুভূতি

২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ কবি। কবিতার অনুভূতির অনুসন্ধান কবিই তো করবে। যেমন আপনি করলেন।
ভালো থাকবেন।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: যাদের আবেগ বেশি তাঁরা কবিতা লিখতে পারে। কবিতা তো মূলত আবেগের খেলা।

২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কবি হিসেবে আমি পাঁচে কত পাওয়ার যোগ্য বলে মনে করেন?
আজ পর্যন্ত আমার কোন কবিতা পড়ে কি মনে হয়েছে এটা একটা কবিতার মত কবিতা হয়েছে?

৮| ২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:


সেই সংগ্রামের অবসান হয়েছে, এখন নতুন কিছু ঘটছে, নাকি স্হিরতা এসে গেছে।

২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এটা আমার প্রেমিকাকে নিয়ে লেখা। তাকে নিয়ে একেবারেই লেখা হয়না।

আপনার সহধর্মিনীকে শ্রদ্ধার জানাবেন। বলবেন তিনি একজন মানবী। রক্ত মাংসের মানবী। যাকে রেখে একা রেখে খেলা দেখার মত সাময়িক আবেগে গা ভাসাতে ইচ্ছা হয়নি আপনার।
যদি সম্ভব হয়, এই কবিতাটা উনাকে দিবেন। আপাতত এই সামান্য কবিতা ছাড়া আমার আর কিছু নেই।

ভালো থাকবেন।

৯| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৯

নেওয়াজ আলি বলেছেন: পাশাপাশি এত পথ চলা তবুও হয়নি চলা শেষ। তবুও চুয়ে হয়নি দেখা। জানালায় তোমার বাস।

২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি একজন ভালো মন্তব্যকারী। সেই সাথে একজন আন্ডাররেটেড ব্লগার। তৃতীয় লিঙ্গ নিয়ে লেখাটা চালিয়ে যাওয়া উচিত ছিল। ওটা ব্লগের সম্পদ।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
কবি হিসেবে আমি পাঁচে কত পাওয়ার যোগ্য বলে মনে করেন?
আজ পর্যন্ত আমার কোন কবিতা পড়ে কি মনে হয়েছে এটা একটা কবিতার মত কবিতা হয়েছে?

এই যে সামুতে সেরা কবি, সেরা অমুক, সেরা তমুক মনোনয়ন চলছে-
অদক্ষ ও অযোগ্য লোকদের নাম আসছে। এটা দুঃখজনক। যাইহোক, এসব নিয়ে আমার কোনো মাথা নেই। আমি প্রথম থেকেই যা ধরে নিয়েছিলাম এখন সেটাই হচ্ছে।

কবি হিসেবে আপনি কতটকু সফল সেটা বলার সময় এখনও আসেনি।

২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সামগ্রিক বিচারে নয় ব্লগীয় বিচারে কবি হিসেবে আমার মান নির্ণয় করুন। ১১ বছর ধরে সামুতে আছি। কবিতা লিখি মাঝে মাঝে , সেই হিসেবে বিচার করুণ।

আপনি মনোনয়নের কথা বলছেন। সেখানে চাইলে আপনি নিচের পছন্দের ব্লগার কে মনোনীত করতে পারেন।
আপনার মনোনীত পাঁচ জন কবি ব্লগারের নাম বলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.