নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কর্পোরেট হলুদ ডেস্কটপ

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮


ছবি : আমার ডেস্কটপ


কর্পোরেট হলুদ ডেস্কটপ


১.
এখন মধ্যাহ্ন
বিস্তৃত হলুদ রোদ
শুকনো পাতায় বাতাসের মড়মড় শব্দ
আর সাথে লুকোচুরি খেলে গাছের ছায়া।

কোথা থেকে হঠাৎ ডেকে উঠে শালিক
কাঠবিড়ালি লাফিয়ে চলে
এ ডাল থেকে ও ডালে
কাজে নিমগ্ন কাঠঠোকরা মাথা তুলে তাকায় এদিক ওদিক ।

২.
আচমকা ঝাপসা হয়ে ওঠে
হলুদ ডেস্কটপে আটকে থাকা কর্পোরেট চোখ
ভাবনা গুলো আর ভাবনা থাকে না
শব্দের পিঠে শব্দ গুলো প্যাডেল হাঁকায় স্মৃতির বাইসাইকেল
খুঁজতে থাকে হারিয়ে যাওয়া পথের অলিগলি ।

৩.
অনেকক্ষণ যাবৎ উপরের দুটো অংশের
সন্নিবেশ করতে চাচ্ছি
কর্পোরেট এক্সেল শিটে গুটি কয়েক যোগ ভাগ ছাড়া
যুৎসই কোনো উপাত্ত পেলাম না খুঁজে ।
হলুদ রোদ আর আমার হলুদ ডেস্কটপ
দুটোই কেন জানি বিষণ্ন ,
হলদে পাতার মত।

৪.
অতঃপর কাজে নিমগ্ন কাঠঠোকরা মাথা তুলে তাকায় এদিক ওদিক !




---------------------------
রিপোস্টঃ
কর্পোরেট ডেস্ক থেকে
স্বপ্নবাজ সৌরভ
২৪.০১.১৯





মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২২

শূন্য সারমর্ম বলেছেন:


কবিতাটা আজকের হলে রোদহীন ঢাকার হলুদ ডেক্সের কথা জানতে পারতাম।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এটা আমার খুব পছন্দের লেখা। পড়ে আনন্দ পাই। কারণ নিজেই সেই কর্পোরেট কাঠঠোকরা।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ে এখন আমার কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে। অথচ আমি কবিতা লিখতে জানি না।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার বেশ কিছু কবিতা আমারই ভালো লাগে। তাদের মধ্যে এইটা একটা। কবিতা লেখা সম্পর্কে একেবারেই ধারণা নেই আমার। গভীর কোন ভাবনা নেই কবিতায়। তাৎক্ষণিক ভাবনা থেকেই লিখতে থাকি।
হিসাব , নিয়ম জানিনা বলে লিখতে থাকি। শেষমেশ কিছু একটা দাঁড়িয়ে যায়। আমার লেখায় কোন ড্রাফট থাকে না।

আপনি কবিতা লিখতে জানেন না। কিন্তু কবিতা লিখতে পারেন।


ভালো থাকবেন রাজীব ভাই। যাবতীয় লেখা গুলো কবিতার মত লিখতে পারেন। পড়তে ভালো লাগে। বিশাল একটা গুন আপনার লেখার।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৯

নীলসাধু বলেছেন: চমৎকার
ভাল লাগলো খুব।

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ নীলদা।
ভালো থাকবেন।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখেছেন
মুগ্ধ

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মুগ্ধ করা কঠিন। আপনি মুগ্ধ হয়েছেন, ভালো লাগছে।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ৯:১০

খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর হয়েছে টুকরো টুকরো কবিতাগুলো। কবিতার পরতে পরতে যে চিত্রগুলো ফুটে ওঠে, তা সত্যিই মনোমুগ্ধকর।
কাজে নিমগ্ন কাঠঠোকরা মাথা তুলে তাকায় এদিক ওদিক - বিউটিফুল!

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
একজন কর্পোরেট কাঠঠোকরার তাৎক্ষণিক অনুভূতির প্রকাশ মাত্র।
আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.