নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আমার বাবা আর কিছুই বলেন না

১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৯



আমি প্রসূত হলাম চরম দুঃসময়ে
জড়াগ্রস্থ পৃথিবীর ক্রান্তিলগ্নে।
আমার বাবা বলতেন,
'তোর পৃথিবীতে আসা খুব জরুরী
এই ক্রান্তিলগ্নে তুই আলোর মেঘ নিয়ে হাজির হবি
সূর্যের আলোক রশ্মির মত আগুন জ্বালাবি
এই মুহুর্তে তোকে খুব প্রয়োজন রে! '

বাবার কথা গুলো কানে গিয়েছে শুধু
আমি তখন ভ্রুণ থেকে একটু বড় হচ্ছি
সেক্স অর্গান বিকশিত হচ্ছে তাড়াতাড়ি
আলট্রাসাউন্ড নির্ণয় করছে আমি নাকি বাবার মতই একজন!
বাবার অবশ্য এইসব নিয়ে মাথা ব্যথা নেই ।
আমার বাবা বলতেন,
' বুঝলিরে! এই পৃথিবীতে তোকে খুব প্রয়োজন।
তুই সময়মত আসলেই আমি খুশী।
ছেলে কি মেয়ে বড় ব্যাপার নয়
এই পৃথিবীতে তীব্র মাতমে বৃষ্টি নামাবি তুই! '


আমি তখন খুব ছোট তবে মায়ের পেটটা
বিশাল আকার ধারণ করেছে ততোদিনে।
বাবাও প্রতিনিয়ত উৎফুল্ল হন খুব।
অফিস থেকে দ্রুত বাড়ি ফেরেন।
মার পেটে হাত রাখেন।
আমার বাবা বলতেন,
'দ্যাখ! পেটের ভেতর যে আলোড়ন তুলিস সেটা
এই পৃথিবীর জন্য খুব প্রয়োজন এই মুহুর্তে ।
অনেকে তো নড়তেই জানে না।'


আমি বাবার কথা শুনি আর ধীরে ধীরে বড় হই।
বাবা দিন গোনে , মা অপেক্ষা করে।

অবশেষে আমি জন্ম নিলাম জড়াগ্রস্থ পৃথিবীর ক্রান্তিলগ্নে
বাবার কোলে উঠে চিৎকার দিলাম সশব্দে ফেটে পড়া চিলের চিৎকারের মত!
আমার বাবা বলতেন,
'চিৎকার দিবি! তীব্র চিৎকারে চিড় ধরাবি আকাশে ।
এখন তো কেউ টু শব্দ করতেও ভুলে গেছে।'


জড়ার তীব্রতা তীব্র থেকে তীব্রতর হলো।
ইদানীং বাবা তেমন কিছুই বলেন না
হিসাবরক্ষণ যন্ত্রে কিসের জানি হিসাব মেলান শুধু
বোতাম গুলো টিপতে থাকেন
যোগ ভাগ গুণ
কিন্তু কি যেন ঠিক মিলতে চায়না আর।

আমার বাবা বলতেন,
নাহ ! বাবা অনেক কিছুই বলতেন।
বাবা আর কিছুই বলেন না।
একদম চুপ হয়ে গেছেন।
একদম চুপ!

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৫

শাহ আজিজ বলেছেন: অসাধারন উচ্চারন , সৌরভ +++++++্



চালিয়ে যাও ।

১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভালো থাকবেন আপনি। ভালো লাগা আর + এ ধন্যবাদ।

২| ১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৬

শূন্য সারমর্ম বলেছেন:

অঙ্কুরোদগমের দ্রোহের মত লেখাটা টাচ করলো খুব।

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

৩| ১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে সৌরভ ভাইয়া

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ ছবি আপু। ভালো লাগাতে পেরে ভালো লাগছে।

৪| ১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লিখেছেন সৌরভ ভাই।

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হিসাবরক্ষণ যন্ত্রে হিসেবে মেলে না যে।

৫| ১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৭

অক্পটে বলেছেন: অনেকদিন এমন একটি কবিতা পড়া হয়নি। মুগ্ধ হয়ে আছি এখনঅব্দি!

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হিসাব রক্ষণ যন্ত্রে হিসেব মিলাতে স্তব্ধ হয়ে আছি।
আপনার ভালো লাগা জেনে ভালো লাগলো।

৬| ১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

জুল ভার্ন বলেছেন: কষ্টের মুগ্ধতায় আচ্ছন্ন!

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কষ্টের মুগ্ধতায় আচ্ছন্ন!
কষ্টেও মুগ্ধতা আছে ?

৭| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫২

কামাল১৮ বলেছেন: “তুমি না থাকলে——-“ অঞ্জন দত্ত

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হত না

৮| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৬

নেওয়াজ আলি বলেছেন: খুবই সুন্দর একটি কবিতা পড়লাম।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ নেওয়াজ ভাই।
ভালো থাকবেন।

৯| ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ কবি।

১০| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: বুকেরর গভীর থেকে উঠে আসা কথামালা। অন্য হৃদয় কে নাড়া অবশ্যই দেয়, দিবে।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক কোথায় জমা থাকে। কবিতায় ছাড়া বলা হয় না।

ভালো থাকবেন রাজীব ভাই।

১১| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩

সোনাগাজী বলেছেন:


জীবনচক্র, ইহা যেন না'থামে।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শেষ থেকেই আবার শুরু হবে।
এই কবিতাটা মূলত আমার ছেলের ভাষ্য। বাবার হিসেবে মিলতে চায়না আর। বাবাটাই আমি।

১২| ৩০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩

মিরোরডডল বলেছেন:




লেখাটা পড়ার সময় সেটাই মনে হয়েছে বাবার কথাগুলো ইভানের কথা আর সেই বাবুটা তার সন্তান।
খুব ভালো লেগেছে লেখাটা।


৩০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি ঠিক ধরেছেন। ভুল হয়নি।
ধন্যবাদ মিরোরডল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.