নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ত নরকে নাগরিক আমি ...

২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৯




পাশের সিটে বসে থাকা লোকটার হাতে মোবাইল। স্কিনে বেশ ভয়াবহ একটা খবর।
সেন্ট মার্টিনে দেড় কিলোমিটারে তিন মণ প্লাস্টিক, চিপসের খালি প্যাকেট - চোখ আটকে গেল। ভয়াবহ নিউজ দেখেই কিনা জানিনা পাশে বসা লোকটি খক করে একদলা কফ ফেলল জানালা দিয়ে। হাতে চরম স্মার্ট ফোন , ফেসবুকে হয়তো একটা 'স্ট্যাটাস' আছে। সামাজিকতা বজায় রাখে। কানে ইয়ার ফোনে চমৎকার মিউজিক বাজছে হয়তো। হঠাৎ মনে হলো , রাস্তায় দাঁড়িয়ে লুঙ্গিতে নাক মোছা রিক্সাওয়ালার চেয়ে কি স্মার্ট এই লোকটি ?

এখন শীতের সিজন। মানুষের হাঁচি কাশি লেগেই আছে। হাঁচি বা কাশির সময় মুখে রুমাল চাপা দেয় না। আর রুমালই বা কোথায় রাখবে ? দুই পকেটে দুই মোবাইল।রুমাল রাখার জায়গা নেই। হাঁচি কাশি উপশমে মানুষ ওষুধ খায় না , খায় সিগারেট। খায় আর নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ে , খক খক করে কাশে , কফ থুতু ফেলে ।
ঢাকা হচ্ছে সবচেয়ে বায়ু দূষণের শহর , জরিপে এসেছে।
কোন দেশের মানুষ রাস্তায় সবচেয়ে বেশি কফ থুতু ফেলে এমন কোন জরিপ আছে কি ?
আচ্ছা বাইরের দেশের মানুষ কফ থুতু ফেলে কোথায় ?
সকাল সকাল মেজাজ টা খারাপ হতে শুরু করেছে। ভালো লাগছে না।

সাইন্সল্যাবের পাশে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে হাঁটা যায়না। মানুষ (!) এখানে চেন খুলে লুঙ্গি তুলে দাঁড়িয়ে পরে। ডান্ডা ধরে ফোয়ারা চালায়। এরপর কর্ম সাধনের পর ডান্ডা ঝাঁকিয়ে প্যান্টের ভেতর ঢুকিয়ে রাখে। এলাকা জুড়ে দূর্গন্ধময় পানি। ব্যস্ত নরকে নাগরিক আমি আনমনা হয়ে নাক চেপে হেঁটে যায় বাকিদের মত , যেন কিছুই করার নেই। মেয়েরা বাসে জ্যামে বসে প্রস্রাব চেপে কিডনির বারোটা বাজাবে আর আমরা দেয়ালে দাঁড়িয়ে ডান্ডা ঝাঁকাবো। আশার কথা বেশ কিছু পাবলিক টয়লেট হয়েছে ব্যবহারযোগ্য, পরিচ্ছন্ন।
কিন্তু ডান্ডা ঝাঁকানো পাবলিকরা এতো মাথা ঘামায় না। চেইন খুলে , লুঙ্গি তুলে বসে পড়লেই হয়।

নিউজ পেপারের হেডলাইনটা মাথায় ঘুরছে -- দেড় কিলোমিটারে তিন মণ প্লাস্টিক, চিপসের খালি প্যাকেট। আচ্ছা সেন্টমার্টিনে মানুষ কি করতে যায় ?

ছোটবেলায় একদিন আব্বা কে জিজ্ঞেস করেছিলাম , 'শুকরের পাল কে খামারে আটকে রাখা হয় কেন ?'
আব্বা বললেন , 'শুকরের পাল ছাড়া পেলে আসে পাশে সব তছনছ করে ফেলে। মান কচুর গাছ গুলো উপরে ফেলে , আবর্জনা ঘাটে ঘাঁটে , চারপাশে নোংরা করে।'

আমাদের এলাকায় রেললাইনের পাশে হরিজন পট্টি ছিল।ওখানে ওরা শূকর পালতো। মাঝে মাঝে ওই শূকর গুলো ছাড়া পেলে ভয়াবহ কান্ড ঘটাতো। ওরা পশু। শূকর। ওদের কে আটকে রাখতে হয়। ওদের খামারে পুরতে হয়। ছাড়া পেলে হয়তো ওরা মুক্তির আনন্দে হয়তো সব ওলটপালট করতে চায়। তারা তো পশু। শূকর। অনেক কিছুই বোঝে না।

আচ্ছা মানুষ কি খামারে থাকে ? মানুষ কি খামারে থেকে ছাড়া পেলেই সেন্টমার্টিনে যায় ?কক্সবাজারে যায় ?

মানুষ তো বোধবুদ্ধি সম্পন্ন প্রাণী। পশু নয়। শূকর তো নয়ই।
কারণ শূকররা যেখানে যায় সেখানেই তাদের ভাগাড় বানায়।





ছবি: ইন্টারনেট। রুচিরজনিত কারণে 'এলাকা জুড়ে দূর্গন্ধময় পানি' এর ছবি দেয়া থেকে বিরত থাকলাম।

** ১ ঘন্টায় এই পোস্ট ২৫০+ বার পঠিত হবার কথা না। ঘটনা বুঝতে পারছি না।

মন্তব্য ৪৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৯

শূন্য সারমর্ম বলেছেন:



পুরো শহর সকাল থেকে রাত পর্যন্ত ভিজে থাকে মূত্রথলির পানিতে,মাঝেমধ্যে তাল মিলাতে আকাশ থেকে বৃষ্টির পানি নেমে আসে।

২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সেই পানি জমাট বাঁধবে। ব্যস্ত নাগরিক ঠিকই জীবনযাপন করবে।

২| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৯

চারাগাছ বলেছেন:
নিচের রিপোর্টটা আপনার পোষ্টের সাথে প্রাসঙ্গিক। নরকে নাগরিক ভাবনা ভালো লাগলো।




" যত্রতত্র থুতু ফেলার সমস্যাটি শুধুমাত্র বাংলাদেশ বা ঢাকা শহরের একক নয়। বিভিন্ন গবেষণায়ও উঠে এসেছে এশিয়া অঞ্চলের শহরাঞ্চলে সবচেয়ে বেশি বিরক্তিকর বিষয়গুলোর অন্যতম জনসমক্ষে থুতু ফেলা।

যত্রতত্র থুতু ফেলা নিষিদ্ধ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া এমনকি ভারতেরও কিছু এলাকায় আইন রয়েছে এবং জরিমানারও বিধান রয়েছে। বাংলাদেশে এধরণের কোন আইন নেই এবং সচেতনতা তৈরিরও তেমন কোন উদ্যোগ চোখে পড়েনা। "

২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হুম। অবশ্যই প্রাসঙ্গিক। ধন্যবাদ।
মানুষকে সব বিষয়ে সচেতন করা যায়না।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬

চারাগাছ বলেছেন:
ভারতে যেখানে সেখানে থুতু বা পিক ফেলার অভ্যাস কেন কিছুতেই থামানো যাচ্ছে না
বাংলাদেশে যত্রতত্র থুতু ফেলায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনি সম্ভবত আগের কমেন্টে লিঙ্ক দিতে ভুল করেছিলেন।
ধন্যবাদ।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখাপড়া জানা শিক্ষিত ভদ্র লোকেরাই এসব করে তাহলে রিক্সাওয়ালা দিন মজুররা কী করবে। আমি একদিন আমাদের ব্যাংকের কর্মকর্তাকে বলেছিলাম আপনি থুতু এখানে ফেললেন কেন, সে বলে তাহলে কই ফেলবো ? সবাই রাস্তাতেই থুথু ফেলে। আমি বললাম ভাই ড্রেনে ফেলেন অথবা যে জায়গায় মানুষের চলাচল নেই সেখানে ফেলতে পারতেন। তাকে আর কী বলা যায় :(

২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হুম , বাসের ভিতর থুথু মুখে আসলে ফেলবো কোথায় ?
এই প্রশ্নের উত্তর কি ?

আমার রাস্তায় বাইরে মুখে কখনো এইসব আসে না। কন্টোল করার চেষ্টা করি।

৫| ২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: যথার্ত বলেছেন ভাই, খুব বিরক্ত লাগে এসব দেখে। ময়লা ফেলার উপযুক্ত স্থান থাকতেও ড্রেইনে, পাশের বাড়ির আঙ্গিন/ ছাদে ফেলা, সিগারেটের উচ্ছিষ্ট অংশ যেখানে সেখানে ফেলা স্মার্টনেস এর আরেকটি উদাহরন

২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই। পরিস্কার পরিচ্ছন্নতা নিয়া আমাদের এলাকাতে একটা ইভেন্ট করেছিলাম ।

আমাদের ভেড়ামারা পরিবার : একটি স্বপ্ন পূরনের গল্প...

তাই মনের ভেতর একটা আক্ষেপ আছেই।

৬| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

শিশির খান ১৪ বলেছেন: আসলেই ভাই সাইন্স লেবের রাস্তাটা ভয়াবহ সবাই খালি রাস্তায় মুতে ঐ খানে সিটি কর্পোরেশন এর একটা ভালো টয়লেট করা উচিত না হইলে এর পর দোকানদার আর রিকশা ওয়ালাদের মুতের বন্যায় ধানমন্ডির বাদামি পোলাপাইন গুলা সব ভাইসা যাবে।ধানমন্ডি লেক এর নাম পরিবর্তন কইরা ধানমন্ডি মুত লেইক রাখতে হইবো হুদাই কোটি কোটি টাকা দিয়া মাইনসে ফ্লাট কিনে ধানমন্ডিতে ,কোই গুলশান বনানীতে তে তো এই রকম মানুষ মুতে না। আর সাইন্ট মার্টিন এর কথা কি কমু ভাই একটা নিয়ম করলেই সব চেইঞ্জ হওয়া যাইবো এটা হইতাছে মানুষ সেন্টমার্টিন এর দোকান থেকে চিপস পানির বোতল কিনলে দোকানদার পাচ টাকা পার বোতল পার পেকেট এ বেশি নিবে পরবর্তী সময়ে খালি পেকেট আর খালি বোতল ফেরত দিলে দোকানদার আবার পাঁচ টাকা ফেরত দিবে দোকানদার পরবর্তী সময়ে ঐ গুলা ফেলানোর বেবস্থা করবে। তে হইলে দেখবেন উলটা মানুষ সাগরের তোলা থেকে বোতলসব উঠায় নিয়ে আসবে

২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠিক বলেছেন। ভালো পাবলিক টয়লেট থাকা দরকার এখানে।
ফার্মগেটের পাবলিক টয়লেট ইউজ করতে হয়েছিল একবার। পরিষ্কার পরিচ্ছন্ন।

৭| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: মোড়টা চেনা চেনা লাগে।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সাইন্সল্যাব।অবশ্যই চেনা আপনার।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

কামাল১৮ বলেছেন: আপনি খামারি মানুষ দেখেন নাই।নাকে দড়ি বাধা উট লিখে সার্চ দিবেন খামারি মানুষ পেয়ে যাবেন।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি কি ধর্মকারীতে লিখেন? কিংবা পাঠক?

৯| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,



ঢাকার অমন পরিবেশের জন্য আপনার "আব্বা"র কথাই ঠিক।
আর সেন্ট মার্টিনকে পরিচ্ছন্ন রাখতে শিশির খান ১৪এর মন্তব্যের সুপারিশটি মন্দ নয়। বরং আরও কঠিন নিয়ম করা উচিৎ। যেমন, যতোদিন পর্যন্ত না সেন্ট মার্টিনে আগত ভ্রমনকারীরা ( দায়ী হোক বা না হোক) দ্বীপটাকে সম্পূর্ণ আবর্জনা মুক্ত করবে ততোদিন সেন্ট মার্টিন থেকে কোন জলবাহন একজন ভ্রমনকারীকেও মেইনল্যান্ডে নিয়ে আসবেনা। এটা করা তেমন কঠিন কাজ নয়। প্রশাসন ইচ্ছে করলেই তা পারে। এর প্রতিবাদ করে কোনও লাভ হবেনা কারন জলযানের অভাবে কেউ হেটে বা উড়ে আসতে পারবেনা ওখান থেকে। পকেটের জোরও ফুরিয়ে আসবে গোটা ছয় সাত দিন ওখানে বাড়তি আটকা পড়ে থাকলে ।

২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শিশির খান ১৪ এর আইডিয়া ভালো।
আপনাটাও ঠিক আছে। যেমন কুকুর তেমন মুগুর টাইপের।

আমার আব্বাকে অনেক অনেক প্রশ্ন করতাম একসময়। তিনি উত্তর দিতেন সব সময়।
উনি আমার কাছে সক্রেটিস , টলস্টয় ছিলেন বলতে পারেন।
”প্রত্যেকেই বিশ্বকে বদলে দেওয়ার চিন্তা করে, কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা কেউ করে না।” - টলস্টয়ের উক্তিটা উনিই শুনিয়েছিলেন প্রথম।

১০| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০১

কামাল১৮ বলেছেন: ধর্মকারী জিনিসটা কি।প্রথম আপনার কাছে শব্দটা শুনলাম।

২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সার্চ দেন। পছন্দ হবে আপনার।
আপনি যেমন সন্ধান দিলেন। আমিও দিলাম।

১১| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: দেখুন সরকার বলছে দেশ উন্নয়নের মহাসড়কে। ঢাকা হয়ে গেছে সিঙ্গাপুর ইত্যাদি অনেক চ্যাটাং চ্যাটাং কথা। মূলত আপনি যা লিখেছেন সেটাই আসল কথা। সত্য কথা।

২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে পারলে চেন খুলে বসে পড়ে। খক খক কফ ফেলে।
দেশ সিঙ্গাপুর হলেও একই অবস্থা হবে। কি করবেন রাজীব ভাই?

পানের পিকের কথা বাদ পড়েছে। সিগারেটের ফিল্টারের কথাও বলিনি।
সিগারেট খেতে খেতে বিশ্ব পরিবেশ নিয়ে লিখতে দেখেছি, আমিও লিখেছি।

”প্রত্যেকেই বিশ্বকে বদলে দেওয়ার চিন্তা করে, কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা কেউ করে না।”

১২| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২১

জুল ভার্ন বলেছেন: এটাই হবার কথা। কারণ, "আমরা এখন মালেশিয়া সিংগাপুর কানাডার চাইতেও উন্নত"!

২৭ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উন্নতির মাপকাঠি?
নির্ণায়ক?

ফকরুদ্দীন সরকারের আমলে লাইন নিয়ে বাসে উঠতাম। তখন নিজেকে উন্নত জাতির মানুষ মনে হতো।
নিউমার্কেটের থেকে মাই লাইন বাসে লাইন ভেঙ্গে দুয়েকজন সামনে চলে যেতে ছিল। তাদের পেছনে পাঠানোর সাহজ করেছিলাম। এখন নেই। সেই সময় উন্নত মনে হতো।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৫

নেওয়াজ আলি বলেছেন: লোকটা ডিজিটাল বাংলাদেশের অসচেতন লোক। আর সেন্টমার্টিনও সেইরকম লোকই বেড়াতে যায়।

২৭ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সেন্টমার্টিনে ঘুরতে গেলে ৮০ ভাগ মানুষ ইডিয়টের মত আচরণ করে।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৬

কামাল১৮ বলেছেন: আমি যা কিছু লিখি আমার নিজের থেকে লিখি।কারো সাথে মিলে গেলে তারজন্য আমি দায়ী না।তবে সমমনারা একই রকম চিন্তাকরে।

২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই পোস্টের সাথে কোন সম্পর্ক ছাড়াই আপনি 'নাকে দড়ি বাঁধা উট' নিয়ে আসলেন। যেখানে একটি বিশেষ ধর্ম পালনকারীদের তাচ্ছিল্য করা হয়। তাই আমি ধর্মকারীর কথা বললাম। কারণ আমার মনে হলো ঐটাতে আপনি মজা পেতে পারেন।

আপনি খামারি মানুষ বলতে যাদের বোঝাচ্ছেন তাদের কতজন চেইন খুলে দাঁড়িয়ে পড়ে। ঐসব খামারিরা কূলুপের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে চায়। তাই যেখানে সেখানে লুঙ্গি তুলে বসে পড়তে চায়না।
আর আমরা বিন্দু বিন্দু জল সহ ডান্ডা ঢুকিয়ে ফেলি। প্রস্রাবে চারিপাশ সয়লাব করে।
সেক্ষেত্রে নাকে দড়ি বাঁধা উটদের কেই ভালো মনে হচ্ছে।

আপনার কমেন্ট পছন্দ করি। ইদানীং কেমন যেন মনে হচ্ছে। অন্তত আমার এই নির্ভেজাল পোষ্টে।

২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি দুঃখবোধ করছি। আমি সবাইকে যথাযত সন্মান দিয়ে চলি। আপনিও তাদের একজন। আপনার সাথে আমার এভাবে মন্তব্য চালাচালি করা উচিত হয়নি।
তবে আপনি নিশ্চয়ই আমার মর্মপীড়া বুঝতে পারছেন।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৮

কামাল১৮ বলেছেন: তা হলে গৃহ পালিত মানুষের সন্ধান পেয়েছেন?

২৭ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠিক বুঝি উঠতে পারছি না।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২২

কাঁউটাল বলেছেন: ইন্ডিয়াঃ দি মোদি কোয়শ্চেন, বিবিসি ডকুমেন্টারি __ ডাউনলোড লিংক

২৭ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখতে হবে।

১৭| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:৫৭

শৈশবের ফড়িং বলেছেন: মনের কথাগুলো তুলে ধরেছেন ভাই।ধন্যবাদ। তবে এতদিন পরে লিখলেন কেন,আপনার লেখা পড়ার জন্যই মাঝে মাঝে এখানে ঢু মারতে আসি

২৭ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি শৈশব, স্মৃতি নিয়ে লেখা শুরু করুন। পড়তে ইচ্ছা করছে।
আমার লেখা কয়েকজনার ভালো লাগে। আপনাকে পেলাম অল্প সংখ্যকের মাঝে।
ধন্যবাদ আপনাকে।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের শিক্ষিত জাতি গঠনে ডঃ মুহাম্মদ জাফর ইকবালের ভূমিকা দেশের প্রধানমন্ত্রীর চেয়েও বেশি।

অথচ দেখুন এই মানূষটাকে এক শ্রেনীর মানুষ কি সব বিশ্রী কথাই না বলল।

২৭ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
একজন মানুষ সবার কাছে ভালো হবে না। আবার সবার কাছে খারাপ হবে না।

১৯| ২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের শিক্ষিত জাতি গঠনে ডঃ মুহাম্মদ জাফর ইকবালের ভূমিকা দেশের প্রধানমন্ত্রীর চেয়েও বেশি।

অথচ দেখুন এই মানূষটাকে এক শ্রেনীর মানুষ কি সব বিশ্রী কথাই না বলল।

২৭ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
একজন শিক্ষক জাতিকে অনেক কিছু দেয়ার ক্ষমতা রাখেন।

২০| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৩

নিমো বলেছেন: পৃথিবীর অনেক দেশেই পর্যটকদের প্রতি নির্দেশনা থাকে। পরিবেশ দূষণ হয় এমন দ্রব্য ব্যবহার না করা, স্থানীয় বাসিন্দাদের সাথে প্রয়োজনে অনুমতি নিয়ে কথা বলা। আমরা নামেই শিক্ষিত হচ্ছি হচ্ছি, কিন্তু নাগরিক বোধ জন্মাচ্ছে না আমাদের মধ্যে।

২৮ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমাদের কাছে শিক্ষিত মানে হচ্ছে শুধু মাত্র ডিগ্রিধারী।
শিষ্টচার শিখতে সাইন্স আর্টস ডিগ্রি কিছুই লাগে না। তবুও শিখছি না।
করোনা দারুন এক শিক্ষা দিয়ে গেল। কিন্তু শিখলো মাত্র কম সংখ্যক মানুষ। তাদের মধ্যে আমার ৩ বছরের ছেলে একজন।
রাস্তায় চিপসের প্যাকেট ফেলতে ডাস্টবিন কিংবা ময়লা ফেলার জায়গা খুঁজে বেড়ায়। হোটেলে গেলে টিস্যু ফেলে ঝুড়িতে। হাঁচি কাশিতে মুখ ঢাকে।

ও কিন্তু স্বরবর্ণ পারে না, এ থেকে জেড পারে না।

ভালো থাকবেন নিমো। ধন্যবাদ।

২১| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



‌‌‌‌''সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি।''
- কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুর


২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কবিগুরু নিশ্চয় মিথ্যা বলেননি।

২২| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



‌‌‌‌''সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি।''
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর


২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেকেই আবার বলে কবিগুরু বাঙালিকে অপমান করেছেন। দেখুন অবস্থা।

২৩| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিগুরু নিজে বাঙ্গালী ছিলেন তিনি বৃটিশ বা স্কটিশ নাগরিক ছিলেন না। আপনি লক্ষ্য করে থাকবেন আমাদের দেশ আমরা নিজেরা নোংরা করছি, কোনো ফরেনার এসে নোংরা করে যাচ্ছে না। তাই এই দোষ আমাদের উপরই বর্তায়।

২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠিক বলেছেন। কবিগুরুর একটা ক্ষোভের কথা এক শ্রেণীর মানুষ অন্যদিকে নেয়।
আমি ফরেনারদের ঢাকার রাস্তা পরিষ্কার করতে দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.