নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কুকুরের ছানাগুলো বড় হচ্ছে....

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০১

ছবিঃ কুকুরের ছানাগুলো বড় হচ্ছে।

ব্লগে পোষ্ট নাই। এই পোষ্টটা দিলে প্রথম পাতায় দুইটা পোস্ট দেয়া হবে। কি করবো বুঝতে পারছি না। গত পোষ্টে পাঠক নেই , মন্তব্য নেই। আজ সারাদিন সোহানী আপুর পোষ্টে উত্তাল ছিল। সেই পোস্টে নজর ছিল। তাছাড়া ব্লগ নিশ্চুপ বলা চলে। এদিকে রাজীব নুর নবীজী লিখতে লিখতে আর লিখবে ঠিক করেছেন। ব্লগার সোনাগাজী মক্কা মদিনা বাদ দিয়ে ঢাকার জীবন নিয়ে লিখতে বলেছেন। ব্লগার রাজীব নুর সোনাগাজীর কথা ফেলতে পারেন না। সোনাগাজীকে উনি শ্রদ্ধার করেন। সেই শ্রদ্ধার মাপকাঠি নেই।

ব্লগার শূন্য সারমর্মের লেখা কি সোনাগাজী দ্বারা প্রভাবিত? চারাগাছ নামক ব্লগার এমন একটা প্রশ্ন রেখেছিলেন। উনার ধারনা হতে পারে কোন কারণে। ব্লগার সাড়ে চুয়াত্তর তো সরাসরি বললেন বোধহয় সোনাগাজীর কথা।
সারমর্ম তার লেখায় কিছু জিজ্ঞাসা রেখে যায়। তাই বলে সোনাগাজীর প্রভাব আছে বলে মনে করার খুব একটা কারণ নেই। তবে লেখায় না হলেও ব্লগিংয়ে প্রভাব ফেলেন হয়তোবা।

ব্লগার গোফরান ফেব্রুয়ারী মাসের পোষ্ট দিয়ে চলে গেছেন। উনি ব্যস্ত, নয়তো নিয়মিত পোষ্ট আসতো। ব্যস্ততা শেষে নিশ্চয়ই ফিরবেন। শোনা যায়, উনার পোস্টের ছবি গুলো অনেকেই মিস করেন । আমিও করি।


আমারও ঠিক লেখা হয়ে উঠছে না। তবে সবুজ সিগন্যালে ইদানীং কবিতা লিখতে ইচ্ছা হয়। আমি মূলত ব্লগার না। যা লিখি সেটা দেশ ও জাতি, মানুষের কাজে আসে না। কারণ আমি তাদের জন্য লিখি না। আমি লিখি নিজের জন্য, যেটা সবচেয়ে আনন্দের ব্যাপার।

শুনলাম বাড়ির কুকুর ছানা গুলো বড় হচ্ছে। বাপের সাথে রোদ পোহায়, খেলা করে। কদিন পরে বেপরোয়া ঘেউ ঘেউ করে উঠবে। শত আঘাতেও মানুষ ইদানীং টু শব্দ করে না। তবে আশারাখি একদিন ফেটে পড়বে।

কবীর সুমনের একটা গান ছিল-

"কখনো চারটে, কখনো পাঁচটা ছানা
গাড়ির চাকায় থেঁতো হয়ে যায় কেউ
একটা আবার জন্ম থেকেই কানা
একটা চেঁচায় বেপরোয়া ঘেউ ঘেউ ;

বেপরোয়া কিছু কুকুরই না হয় হোক
পরোয়া করতে করতে মানুষ মোলো
শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট লোক
মুখ বুজে থেকেই প্রভূদের প্রিয় হলো।"






মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:



আপনার গত পোষ্টটি (কবিতা ) পড়েছিলাম; শিরোনাম বেশী কড়া হওয়াতে মন্তব্য করা হয়নি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঐ শিরোনাম দেয়া ঠিক হয়নি। স্বাভাবিক একটা কবিতা ছিল।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:



বেশ কিছু ব্লগার চলমান বিষয়ে লিখছেন; ওঁদের কয়েকজনের ধাণার সথে আমার ধারণাগত মিল আছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চলমান বিষয়াদি নিয়ে আমি লিখতে পারি না। আমি মনে করি ব্লগার হিরনের নিয়মিত লেখা উচিত।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



আমরা গরীব হওয়ায়, আমাদের বিড়াল-কুকুরগুলোও গরীব; তারপরও ওরা আমাদের ফেলে ভারত কিংবা কোরিয়া চলে যাচ্ছে না, ওরা মানুষের সাথেই আছে।

আশাকরি, আপনার গ্রামের বাড়ী ও ব্লগার অপু তানভীরের বাড়ী একই গ্রামে নয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বড়লোকের কুকুর গুলো আমার তেমন পছন্দ না। কাটাবনের দোকান গুলোতে আটকে থাকতে দেখি।
এই মানুষ এককালে বন্য কুকুরকে মানুষের কাছে এনেছিল। মানুষ দূরে সরে গেলেও তারা আর যায়নি।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৬

জ্যাক স্মিথ বলেছেন: হুমম ব্লগ দিন দিন মরে যাচ্ছে, এই ব্লগকে ঢেলে না সাজাতে পারলে আর আগের অবস্থায় ফিরে আসবে না।
কুকুরের পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো সত্যিই অনেক কিউট হয়, যে কেউ আদর করতে চাইবে, ছোট সময় সারাদিন কুকুরের বাচ্চা নিয়ে থাকতাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগ সাজানোর তেমন কিছু নেই। মাল্টি নিকে অনেক পুরোনো ব্লগার ফিরে আসছে।
সবার আগে আপনার প্রথম পাতায় এক্সেস দরকার। কুকুরের ছানাদের নিয়ে লিখবেন নিশ্চয়।
কুকুর আমার অনেক প্রিয়। অনেক গল্প আছে।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৪

কামাল১৮ বলেছেন: মানুষের আঝাইরা সময় হয়তো কমে গেছে।আমার আছে,আমি ব্লগে আছি।তবে আমার থাকা না থাকা সমান।খালি সংখ্যা বাড়ানো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনি নিয়মিত মন্তব্য করেন। পোস্ট দেন না পার্থক্য এটুকুই। আপনার চিন্তাধারা আরেকজনের সাথে মিলবে না , এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক বিষয়টাকে আমরা অস্বাভাবিক করতে চাই।
মানুষ তার নিজ দর্শনে বাঁচুক। আমার উচিত নয় তাঁর দর্শনে আঘাত করা। অন্তত আমার এটাই মনে হয়।

ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ মন্তব্যে।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:২০

সোনাগাজী বলেছেন:



ব্লগার সাড়ে চুয়াত্তরের চিন্তাভাবনা কোনদিনও সঠিক ছিলো না, সঠিক হওয়ার আর সময় নেই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

অনেকের চিন্তাধারাই অনেকের সাথে যায়না।
এই পোষ্টে সাড়ে চুয়াত্তর যেটা ভেবে বলেছে সেটা আমিও ভেবেছিলাম একসময় , অনেকেই হয়তো ভেবেছিলো।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগার "শূন্য শারমর্ম " আমার অফিসে এসেছেন, আমার সাথে আড্ডা দিয়েছেন , ইভেন পেনিনসুলায় আমার একটা মিটিং এর সময় এসেছেন। উনাকে যারা "চাদ্গাজী" স্যার এর মাল্টি মনে করেন ওরা আসলে ছাগল ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমরা একসময় ধারণা হয়েছিল কিন্তু চাঁদগাজী হতেও পারে। অনেকের ধারণা উনি মাল্টি এবং চাঁদগাজী হলেও হতে পারেন।
এটা দোষের কিছু নয় গোফরান ভাই।

যাইহোক ,
ব্যস্ততা কমলে পোষ্ট দিয়েন।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলেছেন:
আমরা একসময় ধারণা হয়েছিল কিন্তু চাঁদগাজী হতেও পারে। অনেকের ধারণা উনি মাল্টি এবং চাঁদগাজী হলেও হতে পারেন।
এটা দোষের কিছু নয় গোফরান ভাই।

ধারনার উপর ভিত্তি করে কাউকে ট্যাগ দেয়া ব্লগীয় নীতিমালাকে লঙ্ঘন শুধু করেনা, যারে ট্যাগ দিতাসে সে অসম্মানিতও ও অপমানিও ও ট্যাগ এর কারণে ব্লগে লেখারনুপ্রেরণাও হারিয়ে ফেলে ।

মহান আল্লাহ কুর’আনে ইরশাদ করেছেন-

হে ঈমানদাগণ, বেশী ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো কারণ কোন কোন ধারণা ও অনুমান গোনাহ৷ দোষ অন্বেষন করো না৷ আর তোমাদের কেউ যেন কারো গীবত না করে৷ এমন কেউ কি তোমাদের মধ্যে আছে, যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে ? দেখো, তা খেতে তোমাদের ঘৃণা হয়৷ আল্লাহকে ভয় করো৷ আল্লাহ অধিক পরিমাণে তাওবা কবুলকারী এবং দয়ালু৷ সূরা হুজরাতঃ ১২

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
গোফরান ভাই , সাড়ে চুয়াত্তর কোথাও বলেননি চাঁদগাজীর মাল্টি। উনি বলেছেন , উনার মত মনে হয়।
এটা ঠিক সারমর্ম হয়তো কিছুটা বিব্রত। ব্লগিংয়ে এমনটা হয় কখনো।


ব্যাপারটা ততটা সিরিয়াস কিছু নয়।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আমরা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের একটি ঘটনা থেকে এটা জানতে পারি।

একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এক স্ত্রীর সঙ্গে ছিলেন। এমন সময় এক ব্যক্তি তাদের কাছ দিয়ে অতিক্রম করছিল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই ব্যক্তিকে ডেকে বললেন, ওহে! ইনি হচ্ছে আমার (ওমুক) স্ত্রী। তখন ওই ব্যক্তি বলল, ‘হে আল্লাহর রাসুল! আমি যদি অন্য কারো ব্যাপারে এরূপ মন্দধারণা পোষণ করতামও; আপনার ব্যাপারে তো আমি এরূপ মন্দধারণা পোষণ করতাম না।

(তখন) তিনি বললেন, ‘শয়তান আদম-সন্তানের রক্তপ্রবাহের শিরায় শিরায় বিচরণ করে। (আদাবুল মুফরাদি)

সকলের হেদায়েত ও কল্যান কামনা করি ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এটা সঠিক যে , আমরা চায় সবাই ভালো থাকুক ব্লগে।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২১

জুল ভার্ন বলেছেন: বাচ্চা কুকুরের মা যতই অসুস্থ রোগা পটকা হোক, বাচ্চাগুলো হয় নাদুসনুদুশ!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি একটা বিষয় খেয়াল করেছি। কুকুরের একটা ছানা খুব দূর্বল হয়। অন্যদের সাথে পাল্লা দিয়ে খেতে পারে না। মায়ের দুধ ঠিক মত অন্যদের সাথে পেরে ওঠে না বলে।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২১

রানার ব্লগ বলেছেন: শীত নিদ্রায় আছে সবাই ! বসন্ত আসুক জেগে উঠবে চরাচর !!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আজ রবিবার ২২ শে মাঘ ১৪২৯ বঙ্গাব্দ, শীতকাল।
অপেক্ষায় রইলাম।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: ধর্মীয় পোষ্ট আসলে না দেওয়াই ভাল।
অবশ্য আমি আজাইরা লেখা লিখি না। একসময় অবশ্য লিখতাম। এখন আমি পড়ে তারপর লিখি।
চাঁদগাজী ভাল মানুষ। জ্ঞানী মানুষ। এজন্য আমি তাকে মানি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার এক ভাবি আপনার থেকে সরে গিয়েছিলো এবং আপনিও হয়তো কারো কাছে থেকে সরে যাবেন। কারণ অনুসন্ধান করেছেন কখনো ?


কেউ কেউ তোমাকে ভালোবেসে ছিলো
তুমি বাসোনি
তুমিও কাউকে কাউকে ভালোবেসে ছিলে
তারা বাসেনি
কেউ কেউ তোমাকে ঘৃণা করেছিল
তুমি করোনি
তুমিও কাউকে কাউকে ঘৃণা করেছিলে
তারা করেনি
কেউ কেউ তোমাকে ছেড়ে গিয়েছে
তুমি ছাড়োনি
তুমিও কাউকে কাউকে ছেড়ে গিয়েছো
তারা ছাড়েনি !!


১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১১

চারাগাছ বলেছেন:
সারমর্ম কে সোনাগাজী ভাবিনি।
তবে মনে হয়েছে তার লেখার টপিক গুলো কারো দ্বারা প্রভাবিত হয়তো বা।
আপনি কেমন শৈশব দ্বারা প্রভাবিত।
তাই জানতে চেয়েছি।
উনি উত্তর সেভাবে দেননি। অনেকের অনুপ্রেরণা থাকে।


শত আঘাতেও মানুষ টু শব্দ করে না। কুকুরের সাথে প্রভুভক্ত মানুষের তুলনা ?

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার বক্তব্য আমি বুঝতে পড়েছি।
মন্তব্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.