নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আওয়াজ তুলুন সামহোয়্যার ইন ব্লগে.. যে আওয়াজ বাঁধ ভাঙার!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১২



পৃথিবী নিয়ে ভেবেছেন কখনো ? মানুষ , লতাপাতা কিংবা গাছ। অথবা সমুদ্রতীরে পরে থাকা আয়লান কুর্দি, ভেবেছেন ? কেঁদেছিলেন নিশ্চয় ?
শেষ কবে বৃষ্টির পানি হা করে মুখে ধরেছেন , মনে করতে পারেন না? ফড়িঙের পিছে তেপান্তর , বাবার হাত ধরে হেঁটে চলা। রেললাইন।

না! সব কিছুই আপনাকে ভাবায়। কাঁদায়।
আসুন , লিখুন , পড়ুন , ভাবুন , ব্লগিং করুন।
আওয়াজ তুলুন সামহোয়্যার ইন ব্লগে.. যে আওয়াজ বাঁধ ভাঙার!





সূত্রঃ
ব্লগারদের কপিরাইটিং স্কিল দেখতে চাই।

-------------------------------------------------------
** ৭০ শব্দে লেখা সহজ মনে হয় নি।
ছবিঃ পোষ্টের সাথে সামঞ্জস্যপূর্ণ কোন ছবি হাতের কাছে পেলাম না। তাই ব্লগে ব্যবহৃত কিছু প্রোফাইল ছবি যুক্ত করলাম।


সামহোয়্যার ব্লগ নিয়ে আরো কপি রাইটিং :
ব্লগিং হোক আপনার এবং আমার সমাজ পরিবর্তনের হাতিয়ার।
কপিরাইটিং প্রতিযোগিতা-১
সামহোয়্যারইন ব্লগের জন্য কপিরাইটিং
=সামহোয়্যারইন ব্লগ হোক আপনার রাইটার্স ব্লকের চাবি=
সামহোয়্যার ইন ব্লগের সাথে থাকুন চমৎকার সময় কাটান
কপিরাইটিংয়ের চেষ্টা করলাম !

১০২ : কপিরাইটিং প্র্যাকটিস!

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাধ ভাঙার আওয়াজে সামিল হোক সবাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হুমম ...বাঁধ ভাঙার আওয়াজ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে খুব

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ছবি আপা ,
আপনাকেও ধন্যবাদ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৪

শেরজা তপন বলেছেন: দারুন কপিরাইটিং!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জীবনের প্রথম। দারুন ব্যাপার মনে হয়েছে।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

জ্যাক স্মিথ বলেছেন: আওয়াজ তুলুন, বাঁধ ভাঙ্গার আওয়াজ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি প্রথম পাতায় !!
বাঁধ ভাঙুন।
শুভকামনা।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৩

সোহানী বলেছেন: করি ভাবি ছুটি..................

চমৎকার ভাবনা সৈারভ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ সোহানী আপু।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭

শাওন আহমাদ বলেছেন: জ্বী ভাবায়, ভাবতে ভালো লাগে, ভাবনারাই আমাদের বাঁচিয়ে রাখে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ শাওন আহমেদ।
ভাবনাই আমাদের বাঁচিয়ে রাখে।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪১

নিমো বলেছেন: গতানুগতিকতার বাইরে গিয়ে যে আওয়াজ তুলেছেন, তাতে বাঁধ ভাঙবেই। চমৎকার লিখেছেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

নিমো ,
আমার ভাবনার সীমানা ছোট্ট। যেটুকু লিখেছি এর বাইরে ভাবতে পারিনা। কপিরাইটিং টুকু আমার সামহোয়্যার ইন ব্লগের সমগ্র ব্লগিংয়ের সারমর্ম।

ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে সামান্য হলেও পড়েন। আমি জানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.