নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

বাবা..বাবা কেন এমন হয় ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৬




১.

ব্লগে কপিরাইটিং নিয়ে লিখতে গিয়ে মনের অজান্তে , অদ্ভুত কোন কারণে চোখের সামনে সাগরতীরে পরে থাকা আয়লান নামের বাচ্চাটা ভেসে উঠে ছিল। লাল টিশার্ট আর নীল প্যান্টটা স্থায়ীভাবে অবচেতন মনে জায়গা করেছে।
ছোট্ট আয়লান নিশ্চয় বাবার কাছে অনেক প্রশ্ন করতো?

বাবা আমরা কোথায় যাচ্ছি ?
- ভালো থাকতে।
আমরা কি ভালো নেই ?
- না।
কেন ?
- আসলে বড় বড় মানুষেরা আমাদের কথা ভাবে না।
বড় বড় মানুষ কারা?
- ও তুমি চিনবে না। এই ধরো সৌদি বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজ এবং তাঁর রাজপুত্ররা... তুমিতো ছোট, বাদ দাও।
না না আমি রাজপুত্র চিনি, আম্মুর কাছে গল্প শুনেছি।
- রুপকথার রাজপুত্র আর বাস্তবের রাজপুত্র এক না বাছা!

ছোট্ট আয়লান বাবাকে নিশ্চয় প্রশ্ন করেছিল -
বাবা বাবা কেন এমন হয় ?

বাবা কোন উত্তর দিতে পারেনি কোনদিন।



২.

সাম্প্রতিক ভূমিকম্পের ভয়াবহতা আমাদের চোখের সামনে ভেসে উঠছে। ১৫ বছরের মেয়ে ইরমাকের নিথর হাত ধরে বসে আছে বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতে করতে চোখে পড়ে ভেঙে পড়া দেয়ালের নিচে আটকে থাকা দুই ভাইয়ের ছবি। লাল হাতাওয়ালা হাতের পাশে কুকুরের ছবি।

আমার ছেলেটার চোখ আটকে যায়। প্রবল আগ্রহে ছবি গুলো দেখতে থাকে। দেখতে দেখতে বলে , বাবা এগুলো কি ?
আমি বললাম , ভূমিকম্প হয়ে বাড়িঘর সব ভেঙে গেছে। সবাই বাড়ির নিচে চাপা পড়েছে। দুই বাচ্চা ছেলে আটক পড়েছে। ঘেউ একজন কে খুঁজে পেয়েছে। ওকে ছাড়া ঘেউ কোথাও যেতে চাচ্ছে না।

ছেলেটার ঠোঁট কেঁপে উঠে। কাঁপা কাঁপা ঠোঁটে বলে , বাবা ..বাবা কেন এমন হয় ?

আমি কিছু বলি না। কি বললো ? ছোটোবেলায় আব্বাকে অনেক প্রশ্ন করতাম। সব উত্তর উনি দিতেন না। সব উত্তর তিনি জানতেন না। কিছু উত্তর আমার জন্য রেখে দিতেন , বড় হয়ে হয়তো জানবো।
সব প্রশ্নের উত্তর কি হয় ?
দুঃখিত বাছা , তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই।

৩.

বাবা .. বাবা কেন এমন হয় ?
সারারাত মাথার ভিতর ঘুরেছে ।

না , তিন বছরের ছেলেটার প্রশ্নটা শুনে অবাক হয়নি। বুঝতে পারি ছেলেটা অনেক কিছুই ভাবতে শিখেছে। আজ ৮ই ফেব্রুয়ারি। বাবা হবার তিন বছর। ছেলেটার জন্মদিন। খুব চমৎকার পোস্ট হতে পারতো।
দারুন আশাবাঞ্জক , শুভকামনায় ভরপুর।

গাছ কেটে ফেলা হবে শুনে যে ছেলেটা ফুঁপিয়ে উঠে সেই ছেলেটার জন্য এই পৃথিবীটা সহজ জায়গা নয়। যুদ্ধ , বিগ্রহ , ইউক্রেন -রাশিয়া আর ভয়াবহ মানবিক বিপর্যয়ের মাঝে সামান্য 'গাছের স্মৃতি' নিতান্তই মূল্যহীন এই অবিশ্বস্ত পৃথিবীর কাছে।
যদিও প্রথম কোলে নিয়ে বলেছিলাম -
"পৃথিবীতে শান্তি রক্ষিত হোক!"

শুভ জন্মদিন প্রিয় ছেলে।




ছবিঃ যদিও ছবিটা পুরোনো। তবে ভাষা এক।


মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,





খুব টাচি লেখা ।

গাছ কেটে ফেলা হবে শুনে যে ছেলেটা ফুঁপিয়ে উঠে সেই ছেলেটার জন্য এই পৃথিবীটা সহজ জায়গা নয়। যুদ্ধ , বিগ্রহ , ইউক্রেন -রাশিয়া আর ভয়াবহ মানবিক বিপর্যয়ের মাঝে সামান্য 'গাছের স্মৃতি' নিতান্তই মূল্যহীন এই অবিশ্বস্ত পৃথিবীর কাছে। অতি বাস্তব কথন।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার তিন বছর বয়েসী ছেলেটির জন্যে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ স্যার।
শুভেচ্ছা নিশ্চয় পৌঁছে দিবো।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:

শুভ জন্মদিন আপনার ছেলের জন্য। ছেলের প্রতি আপনার বিশ্বাস বেঁচে থাকুক বহুকাল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

জ্যাক স্মিথ বলেছেন: তুরস্কের ভূমিকম্পের বেশ কিছু হ্রদয়-বিদারক দৃশ্য চোখে পরছে, যা মেনে নেওয়া কষ্টকর!!

আপনার ছেলের জন্মদিনটি আনন্দে কাটুক, শুভ জন্মদিন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

নেওয়াজ আলি বলেছেন: দোয়া এবং ভালোবাসা আপনার ছেলের জন্য

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: সিরীয় শরণার্থী শিশু আয়লান কুর্দির করুণ মৃত্যুতে সারা বিশ্ব কেঁদেছে।
ভূমিকম্পে করুণ কিছু ছবি শাহ আজিজ দিয়েছেন। সেটা ভীষন যন্ত্রনার।

মাঝে মাঝে প্রভুকে বলতে ইচ্ছা করে- দুঃখ, কষ্ট ও বঞ্চনা ভরা এই পৃথিবীকে এত সুন্দর করে বানানোর কি প্রয়োজন ছিলো?

আজ আপনার কলিজার জন্মদিন।
তার জন্য শুভ কামনা। সে ভাল থাকুক। সুস্থ থাকুন। এটাই কামনা করি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনার শুভেচ্ছা পৌঁছে দিবো। কলিজা গুলো ভালো থাকুক।


হতাশা, গ্লানি, দুঃখ ও বঞ্চনার পৃথিবীকে এত সুন্দর করে বানানোর কি প্রয়োজন ছিল কে জানে?
হুমায়ূন আহমেদ / নবনীর শেষের লাইনটা।
প্রশ্নটা আমারো।
বললাম না , সব প্রশ্নের উত্তর কি হয় ?

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪২

সোহানী বলেছেন: শুভ জন্মদিন স্বপ্নবাজ বাবার ছেলে। একদিন তুমি স্বপ্ন নয় সত্যিই পৃথিবীটাকে অন্যরকমভাবে সাজিয়ে তুলবে। মায়া ভালোবাসা শ্রদ্ধা সহমর্মিতা যে শিখতে পারে সে এ পৃথিবী জয় করবেই করবে। অনেক অনেক বড় হও...........

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মায়া ভালোবাসা শ্রদ্ধা সহমর্মিতা যে শিখতে পারে সে এ পৃথিবী জয় করবেই করবে।

এটা বলবো। নিশ্চয়ই বুঝবে ।
বাবা বাবা কেন এমন হয় ? যেহেতু ভেবেছে।

ধন্যবাদ সোহানী আপু।
ছেলে বিষয়ক পোষ্টে আপনাকে খুঁজি। অনেক লেখা হয়তো আপনার কাছে পৌঁছায় না।

ভালো থাকবেন।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৭

চারাগাছ বলেছেন:
" গাছ কেটে ফেলা হবে শুনে যে ছেলেটা ফুঁপিয়ে উঠে সেই ছেলেটার জন্য এই পৃথিবীটা সহজ জায়গা নয়। "

আপনার চারাগাছ সঠিক পরির্চযা পেলে নিশ্চয় মহীরুহ হবে একদিন। তখন দেখবেন সামান্য 'গাছের স্মৃতি' নিতান্তই মূল্যহীন হবে না।

অবিশ্বস্ত পৃথিবীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে 'মায়া' ।
এই মায়া পৃথিবীকে অনেক দিন বাঁচিয়ে রাখবে।


আপনার ছেলের জন্য শুভকামনা। শুভ জন্মদিন।



০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চারাগাছ বলেছেন:
অবিশ্বস্ত পৃথিবীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে 'মায়া' ।


এমন আমি যে ভাবি না তানা।
কিংবা আপনি আমার ভাবনা ধরতে পেরেছেন।

ভালো থাকবেন চারাগাছ।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৯

সোহানী বলেছেন: আসলে জীবনটাকে একটু ডিফারেন্টলি দেখার চেস্টা করছি বা বলতে পারো গতানুগতিক জীবনের বাইরে চিন্তা করছি । তার উপর ব্যাস্ততাতো আছেই, তাই ব্লগে আসা হয় কম। আবার আসবো সময় নিয়ে। পূর্ণ উদ্যোমে লিখালিখি শুরু করবো ও পড়বো।

যদি কখনো দেশে আসি তোমার ছেলের সাথে দেখা করবো নিশ্চয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

দেশে আসুন। আমাকে চিনবে। ব্লগের অনেকেই চেনে কিন্তু। কারণ বড় হয়ে ব্লগিং করবে তো!

৯| ১৩ ই মে, ২০২৩ রাত ১২:৫৭

চারাগাছ বলেছেন:
সাত মসজিদ রোডের গাছগুলো কেটে ফেলা হচ্ছে। আপনার ছেলেটা কি সেটা জানে?

০৬ ই জুন, ২০২৩ রাত ৩:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি আমাকে অনেক খুঁজেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.