নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

৭ এলিফ্যান্ট রোডের মেয়েটা !

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২




দিন তারিখ কিছুই মনে নেই। ইদানীং কিছুই মনে থাকছে না। তোমার হয়ত মনে আছে।কারণ মেয়েরা স্মৃতিগুলো চিরকুটের মত ভাঁজ করে রেখে দিতে ভালোবাসে। শুধু মনে আছে তখন তাহসানের 'দূরে তুমি দাঁড়িয়ে' খুব চলছে। লাল সিডির কাভার , তাহসানের 'কথোপকথন' । আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায়... সিডির দোকান গুলোতে বেজেই চলেছে।
তুমিও গুনগুন করতে... 'তোমার হাতে আজ অন্য কেউ '! আমার কানে যেতো, 'কাছে যেতে পারিনা বলতেও আজ পারিনা'! গানটা পছন্দ হলেও মেজাজ খারাপ হয়ে যেত।কার জন্য তোমার হাহাকার আর কেনইবা আমাকে শুনতে হবে?
মাঝে মাঝে এতো রাগ হতো মনে হতো চুল ছিঁড়ে ফেলি। তবে চুল না ছিঁড়লেও চুল ফেলে দিয়েছিলাম ডিসেম্বরের কনকনে শীতে!

তুমি যখন তাহসানের 'ঈর্ষা' গাও আমি তখন ব্ল্যাকের 'প্রার্থনাদ'রত -- আর লাল রংয়ের তুলিতে রাঙিয়ো না আমার জীবন।

গুনে গুনে ২৯বার রিপিট করে শুনেছি! তুমি বললে, একগান এতোবার কেউ শোনে? পাগল নাকি?
আমি ত্রিরিশবারের মত শুনতে শুনতে ভাবলাম, শুনিনা মেয়ে ,শোনায়! ইস্ যদি জানতে কার জন্য আমার প্রার্থনাদ!

একদিন তারিন এলো।তুমি হয়ত ততো দিনে আমার প্রার্থনাদ বুঝতে পেরেছিলে। কারণ সিডি প্লেয়ারের সেই গানটি আমি কাগজে লিখে দিয়েছিলাম। তুমি কাঁপা কাঁপা হাতে কাগজটি নিতে নিতে বললে, কি এটা?
আমি কাঁপা কাঁপা কন্ঠে বললাম, 'প্রার্থনাদ। ব্ল্যাকের গান। যেটা আমি বারবার শুনি।'
তারিন এসে দেখে গেলো তোমার জন্য প্রার্থনাদরত ছেলেটা কেমন!

এরপর থেকে তোমাকে আগের মত পাইনা। সামনেও আসোনা ঠিক মত। কথাও বলো না, গান গাওনা গুন গুন করে। বদলে গেলে।

আমি কষ্ট পাই। খারাপ লাগে। একদিন মন খারাপ করে ৭ এলিফ্যান্ট রোডের বাসা থেকে চলে এলাম । সিডি প্লেয়ারের পাশে রেখে এলাম 'জাহাজী' নামের অদ্ভুত একটা অ্যালবাম আর তার নিচে চিরকুটে লেখা অদ্ভুত একটা গানের কয়েকটা লাইন।
গুনগুন করতে করতে রাস্তায় নামলাম। চিরকুটে লেখা সেই কয়েকটা লাইন... তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই!

রাস্তায় হাঁটতে হাঁটতে পেছনে ফিরে চাইনি। ফিরে তাকালে দেখতে পেতাম 'হাসিমুখ' নয় সমস্ত বিষাদ নিয়ে তুমি আমার দিকে চেয়ে আছো।

ভালো থাকুক সেইদিন গুলো। তুমি আমি। জেব্রা ক্রসিং। বাটা সিগন্যাল আর তেলের মিলের রিকশা গুলো। তবে ইদানীং অনেক কিছুই বদলে গেছে। সিডি দোকান আগের মত নেই । তারা ব্যাবসা বদলেছে , ভালো কিছুর আশায়। গানগুলো আগের মত বাজে না। ব্ল্যাক ভেঙে গেছে। ইমন জুবায়ের ভাই আমাকে জাগিয়ে রেখে একাই ঘুমিয়ে গেছেন অভিমানে । তানযীর তুহিন ভাই শিরোনামহীন ছেড়ে গেছেন। তবে এতো কিছুর মাঝে -'আমার লাস্ট বাসে বাড়ি ফেরা, মাথা তুলবার তাড়া' রয়েই গেছে।
আমার জাহাজের পাটাতন, ছেড়া নোঙর, ছেড়া মন নিয়ে ছুটে চলি এই শহরে জাহাজী মত।

৭ এলিফ্যান্ট রোডের মেয়েটা ! শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে। সংসার করছো। তিন বছরের একটা ছেলে আছে তোমার। ঈর্ষা , প্রার্থনাদ , হাসিমুখ ---- ভাবায় কি এখনো ? নাকি দিনগুলো একেবারেই হারিয়ে গেলো ভীষণ অভিমানে ?


ছবিঃ ৭ এলিফ্যান্ট রোডের আশেপাশে। ইন্টারনেট।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০১

মিরোরডডল বলেছেন:




তাহসানের একটামাত্র গান ভালো লাগে ঈর্ষা

এলিফ্যান্ট রোড, হাজারো স্মৃতি মনে করিয়ে দিলো লেখাটি।

তুহিনের এই গানটা মন ছুয়ে গেছে।




১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তাহসানের গাওয়া প্রিয় গান ব্ল্যাকের প্রার্থনাদ!
শিরোনামহীন আর তুহিন হচ্ছে ইন্সপাইরেশন।

সেই সময়ের গান , প্রেম আর এলিফ্যান্ট রোডের স্মৃতিকে এক সুতোই গাঁথতে চেয়েছি। কোনরূপ মিথ্যা ছাড়া।

যাইহোক ৭ এলিফ্যান্ট রোডের মেয়েটা ভালোই আছে। ৩ বছরের ছেলে নিয়ে।

ধন্যবাদ মিরোরডডল ।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ২:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হেলাল হাফিজের কবিতা আর তানযীর তুহিনের কন্ঠ!
দারুণ।
ধন্যবাদ মিরোরডল।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮

অপু তানভীর বলেছেন: তাহসানের ঈর্ষা আর প্রেমাতাল গানের সাথে কত স্মৃতি জড়িয়ে রয়েছে ।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ঈর্ষা আর প্রেমাতাল নিয়ে একটা জেনারেশনের বিশাল স্মৃতি থাকাটা স্বাভাবিক।
ওই সময়টা আমার কাছে বিশেষ ছিল। হাসিমুখ ছিল ইন্সপিরেশন।

ধন্যবাদ অপু তানভীর।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: পোষ্ট টা তেমন ভালো লাগেনি।
এর চেয়ে ভালো লেখা আপনার পড়েছি।

যাইহোক, ছেলের জন্মদিন কিভাবে পালন করলেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কয়েকটা গান। প্রেম, প্রেমিকা , স্মৃতির জায়গা।
এইগুলো মিলিয়ে ভনিতা আর মিথ্যা ছাড়া কিছু একটা লেখা খুব কঠিন হয়ে গিয়েছিলো। গানগুলো যাদের পছন্দের তারা ভিন্ন আবেশ অনুভব করবে।

ধন্যবাদ রাজীব ভাই। আমার অন্য অনেক লেখা আপনার ভালো লাগে। নিশ্চয় পেয়ে যাবেন পরের কোন পোস্টে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
যাইহোক, ছেলের জন্মদিন কিভাবে পালন করলেন?

আমার জন্মদিন যেভাবে পালন করতো ওরটা সে ভাবে করা হয়না। আমার সাথে গিয়ে কেক কিনে এনেছে , সাথে বেলুন । ওর মোরগ পোলাও পছন্দ তাই মোরগ পোলাও করা হয়েছিল। একটা শার্ট কিনে দিয়েছি , দুটা টিশার্ট , ডাইনোসরের মোজা। তাতেই খুশি।


ধন্যবাদ রাজীব ভাই। বাচ্চাদের প্রতি আপনার ভালোবাসা আমি বুঝি।




৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দিয়েছেন। এজন্য আপনাকে ধন্যবাদ। আপনার জায়গায় অন্য কেউ হলে রাগ করে বসে থাকতো। আপনি অন্য সবার মতো না।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

রাগ করার মত কিছু থাকলে হয়তো রাগ করতাম ভাই। তবে আমার রাগের চেয়ে অভিমান বেশি। এটা কস্টকর।

আপনিও ভালো থাকবেন।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩০

শূন্য সারমর্ম বলেছেন:

ঈর্ষা'আমাকে মাঝেমধ্যে এলোমেলো করে দেয়। তারিনের ভেতরে কি আসল ঈর্ষা নাকি তাহসানের ঈর্ষা কাজ করে,জানা আসলেই দরকার।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তারিনকে নিয়ে ভাবছেন ?
বান্ধবীকে ভালোবাসে তাকে দেখতে এসেছিলো শুধু।
ফ্রেন্ড সার্কেলে এমনটা হয়।

ঈর্ষা যদি আপনাকে এলোমেলো করে দেয় তবে ইমন জুবায়েরভাইয়ের লিংকে যেতে পারেন। দেখুন অভিমান কেটে যায় কিনা।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৫৮

কামাল১৮ বলেছেন: আমরা লটকে আছি বিউটি বোডিং আর শাহবাগের মাঝ খানে।এদিকেও নাই এদিকেও নাই।শাহবাগের সময় বড় হয়ে গেছি,আবার বিউটি বোডিং এর সময় ছোটই ছিলাম বলা চলে।আমাদের যৌবনের সময় ছিলো আন্দোলন আর আন্দোলন।প্রেম করার সময়ও পাই নাই আবার কবিতা লেখার সময়েও ছিলাম না।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সবার কি কবিতা লিখতে হয় কমরেড?
যৌবনে আন্দোলন করে গেছেন , সেই আন্দোলনেই ছিল প্রেম।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.