নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
আজ সকালের আকাশ বেশ ঝলমলে। হালকা মেঘ জমে থাকলেও আকাশের মন খারাপ বলা যায় না। তবে আকাশের মন খারাপ না হলেও অভিক মন খারাপ করেই রাস্তায় নামলো।
আজ ১৩ ই ফেব্রুয়ারি । রিয়াকে মনের কথা টা বলে ফেলার ৩ বছর। হয়তো রিয়ার মনে মনে সম্মতি ছিল তাই না করতে পারেনি। মেয়েরা আগে কিছু বলে না। শোনার অপেক্ষায় থাকে। এগিয়ে আসতে হয় ছেলেদের। অভিক বহু কষ্টে বলেছিলো। উৎকণ্ঠা আর ভয়। রিয়া যদি না করে দেয়। কাঁপা কাঁপা কণ্ঠে অভিকের আকুলতা রিয়া উপেক্ষা করতে পারে নি।
--------------
সকালবেলা বাসের মধ্যে তরুণ মুন্সির আজ আনলাকি ১৩ গানটা শুনতে ছিলাম। "আজ মন খারাপের দিন... আজ আনলাকি ১৩ !" মাথার ভেতর ঘুরতে ছিল অনবরত।
গল্পের শুরুটা তখনই । আমি পুরোটা লিখিনি। ব্লগে অনেকেই দারুন লেখেন। আশাকরি এই গল্প এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। কমেন্টে লেখা গল্পের অংশটুকু আমি মূল পোস্টে সংযুক্ত করবো। দেখা যাক শেষ মেশ কি দাঁড়ায়।
ধন্যবাদ বিরক্ত হয় করার জন্য।
ছবিঃ ইন্টারনেট
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার। তারিখ ১৩ কিন্তু সাল ভিন্ন।
শেরজা , রাজীব নূর, অপু তানভীর , ইসিয়াকেরা লিখে ফেলার দুর্দান্ত ক্ষমতা নিয়ে জন্মেছেন।
দেখা যাক কেউ হয়তো আসবে। এমন কি সোনাগাজী ৫ লাইনের চমৎকার কোন অংশ জুড়ে দিতে পারেন।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: বহুদিন আমার ভোর দেখা হয় না।
আমি যখন ঘুম থেকে উঠি তহকন অনেক সকাল। অথচ ভোরের আকাশ দেখা দারুন একটা ব্যাপার।
আজ ১২ তারিখ। অথচ আপনি ১৩ তারিখে চলে গেলেন। আমি পারি না। এগোতে গেলে আরো পিছিয়ে যাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
গল্পটা আজকের না। তারিখ ১৩ কিন্তু সাল ২০০২ হতে পারে।
ভোরের আকাশ দেখা দারুন একটা ব্যাপার। -- আসলেই তাই।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: প্লট তো দিয়েই দিলেন এখন আমি রিয়া আর অভিকে নিয়ে একটা গল্প লিখে ফেলতে পারি।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্লট দেয়নি কিন্তু। বলতে পারেন অভি আর রিয়ার পরিচয়। এবং দুজনেই প্রেমিক প্রেমিকা। ভালোবাসে দুজনকে।
১৩ ফেব্রুয়ারি বিশেষ দিন। কারণ ঐদিন ভালোবাসার সূচনা।
লেখক চাইলে ওই দিন ভালোবাসা শেষ করতে দিতে পারে।
১৪ ফেব্রুয়ারি নিয়ে নতুন খেলা খেলতেও পারে লেখক।
আপনি অবশ্যই লিখে ফেলতে পারেন নিজের মত করে।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩
জুল ভার্ন বলেছেন: বেশ চমৎকার আইডিয়া!
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ফ্লপ !
মাঝে মাঝে ব্লগে অস্থিরতা দেখি যখন দিক পরিবর্তন করতে মন চাই। কোনসময়ই সফল হইনা।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: আবার এলাম।
কে কি মন্তব্য করছে সেটা জানতে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভালো করেছেন।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৩
চারাগাছ বলেছেন:
আপনার পোষ্টে রেসপন্স না এলে কেমন খারাপ লাগে ?
রাগ /কষ্ট / অভিমান ?
আপনার এক টুকরো অসমাপ্ত গল্পে কেউ আর টুকরো জমা দিবে না মনে হয়।
আপনার কাছে থেকে পুরো গল্প আশা করবো।
অভি আর রিয়া নিয়ে আপনি একদিন লিখবেন।
আমি সেখানে মন্তব্য করবো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অভি রিয়া নিয়ে লেখার কোন ইচ্ছা আমার নাই।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪১
মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ !
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ মনিরাপু।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৬
শেরজা তপন বলেছেন: গল্পটা কি আগামী কালের??
দেখি কে কেমন সাড়া দে? তবে অপু তানভীর আর ব্লগার ইসিয়াক এ ব্যাপারে সিদ্ধহস্ত