নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কোরিয়ানরা প্রতিমাসের ১৪ তারিখে ভালোবাসা দিবস পালন করে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৭



ভেবেছিলাম ১৪ ফেব্রুয়ারি নিয়ে কিছু লিখবো না। নতুন ব্লগার অনামিকা সুলতানার 'জাপানে ভ্যালেন্টাইন ডে' তে মন্তব্য করতে গিয়ে কোরিয়ান দিবস গুলো মনে হলো। তাই একটা পোস্ট বাড়াতে হবে বলে আরো একটা পোস্ট দিলাম। আমার ব্লগিং সমৃদ্ধ হোক।

কোরিয়ানরা প্রতি মাসের ১৪ তারিখে ভ্যালেন্টাইন ডে পালন করে। তবে সেটা আলাদা আলাদা নামে।


১৪ জানুয়ারি দিনটি ‘ডায়েরি দিবস’ ।
কাউকে প্রেমের প্রস্তাব দিতে না পারলে , এদিন পছন্দের মানুষকে ডায়েরি উপহার দিলেই হলো। ডায়েরির মাধ্যমে অনুভূতির প্রকাশ।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস।
অন্যান্য দেশের মত দিন তারা ভালোবাসা দিবস পালন করে।
১৪ মার্চ দক্ষিণ কোরিয়ায় ‘হোয়াইট ডে’ ।
পুরুষদের ক্ষেত্রে প্রেমিকা সাড়া দেয়ার দিন এবং প্রেমিকাকে চমকে দেওয়ার দিন এটি। তারা সঙ্গীর জন্য দামি উপহার নিয়ে হাজির হন।
১৪ এপ্রিল ‘ব্ল্যাক ডে’।
এদিনে পছন্দের মানুষের সঙ্গে সাক্ষাৎ করা হয় কালো পোশাক পরে।
১৪ মে ‘ইয়েলো ডে’ ।
ছেলেরা এদিন ভালোবাসা প্রকাশের জন্য হলুদ গোলাপ উপহার দেন। তবে যেমনটা নয় যে অন্য রঙের গোলাপ দেয়া যাবে না।
১৪ জুন মাসের ‘চুম্বন দিবস’ ।
বিশেষ একটা দিন এই দিন নিজেদের পারস্পরিক সম্পর্ক গভীর হয়। তবে এই নয় যে অন্য দিন তারা চুমু খান না।
১৪ জুলাই ‘সিলভার ডে’ ।
পরস্পরকে জানার পর প্রেমিক-প্রেমিকার আংটি বিনিময় করার বিষয়টা চলে আসে। মূলত এটা আংটি বিনিময় দিবস। আনুষ্ঠানিকভাবে দিনটিকে বলা হয়—‘সিলভার ডে’।
১৪ আগস্ট 'সবুজ দিন'।
এই দিন প্রেমিক প্রেমিকারা হাতধরে রাস্তায় হাঁটেন। হাতে হাত ধরে প্রেমিক যুগলের ফাঁকা রাস্তায় সবুজের দিকে যাওয়া। আমার চাইলে ঐদিন সমস্ত মোটরযান বন্ধ রাখতাম।
১৪ সেপ্টেম্বর প্রেমিক-প্রেমিকাদের ' ঘুরতে যাওয়া দিবস' ।
হ্যাঁ , তারা দারুন স্মৃতি জমা করে এইদিন । দর্শনীয় স্থান গুলোতে ঘুরতে যান , ক্যামেরাবন্ধী করেন।
১৪ অক্টোবর ! বিগত দিবস গুলো চলে গেলো আর সামনে রইলো দুইটা দিবস। এই পর্যায়ে এসে তারা সংকল্প করেন। হার না মানার সংকল্প। সেই সংকল্প নিয়ে তারা বিয়ার পান করে। এটা তাদের 'সংকল্প দিবস'
১৪ নভেম্বর 'সিনেমা দিবস'।
গত দিবসের সংকল্পের পর মেজাজ থাকে ফুরফুরা। এদিন তারা আলাদা কাজ রাখেন না। শুধু সিনেমা দেখার জন্য রেখে দেন। সিনেমা হল ঘুরে সিনেমা দেখেন।
১৪ ডিসেম্বর হলো ‘আলিঙ্গন দিবস’।
বছরটা শেষের দিকে। বছরের শেষ কয়েকটা দিন আর সামনের বছরটা আরো ভালো আরো সুন্দরের প্রত্যাশা আর প্রত্যয়ে দিনটি উদ্যাপন করেন দক্ষিণ কোরিয়ার লোকেরা।




তথ্য ও ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬

অনামিকাসুলতানা বলেছেন: বাপ্ রে।
অনেক কোরিয়ান কলিগ ছিল, তারা এই গুলি পালন করলে ও আমাদের জানাইনি।
আজ প্রথম জানলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

কোরিয়াতে পালিত হয় হয়তো । আপনি কোরিয়াতে ছিলেন ?

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: একটা বিশেষ দিনকে সামনে রেখে আনন্দ করা মন্দ কিছু না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ফুল কিনেছেন ?
বাচ্চারা ফুল পেলে কেমন খুশি হয় ?

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৬

অপু তানভীর বলেছেন: কোরিয়া যাইতে পারলে ভাল হত । কোরিয়ান কন্যারাও বড়ই সৌন্দর্য্য !

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কোরিয়ানদের সাথে কাজ করতে হয়। অফিসে দুইটা মেয়ে (!) আছে। আমাদের বায়ার। দেখলে মেয়ে মনে হলেও বসত নানির মত।

আসলেই বড়ই সৌন্দর্য্য!

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৪

শাওন আহমাদ বলেছেন: বাহ! কতকিছু জানতে পারলাম। ধন্যবাদ পোস্টের জন্য।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

১৪ আগস্ট সবুজ দিন টা কল্পনার মত একটা দিন।

ধন্যবাদ আপনাকে।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২

চারাগাছ বলেছেন:
বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে আপনি কিভাবে দেখেন ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রেমিক যুগল হাত ধরে হাঁটছে দেখলেই ভালো লাগে।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ফুল কিনেছেন ?
বাচ্চারা ফুল পেলে কেমন খুশি হয় ?

সুরভিকে সামান্য কিছু উপহার দিয়েছি।
মেয়েকে নিয়ে মার্কেটে গিয়েছি। তাকে একটা বারবি কিনে দিয়েছি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভালো করেছেন। আপনি একজন ভালো বাবা , ভালো স্বামী।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: হরেক রকমের ১৪।
সৌরভ ভাই আপনি আজকের দিনটা কীভাবে পালন করলেন?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এখন আমার জন্মদিনে কেক কাটে বাচ্চা। বৌয়ের জন্মদিনেও কেক কাটে বাচ্চা আবার ভালোবাসা দিবসেও কেক কাটে বাচ্চা!

না, পদাতিক দা ! আলাদাভাবে কিছু করা হয়নি।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

শেরজা তপন বলেছেন: কোন রঙের ডে-তো আর বাদ গেল না!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

হা হা হা। ঠিক বলেছেন।
তবে সবুজ দিবস টা ভালো লেগেছে।





৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০২

কামাল১৮ বলেছেন: কোন কোরিয়া,উত্তর না দক্ষিন।ওরা ধর্মের কারণে ভাগ হয় নাই।জাতিতে মনে হয় একই আছে।তার পরও ঠিক জানিনা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সম্ভবত দুই কোরিয়াতেই এমন চলে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোরিয়া কে জাপানের থেকে দখল মুক্ত করতে দুই প্রান্ত থেকে সোভিয়েত আর আমেরিকা আক্রমন চালাতে থাকে।
এইভাবে একসময় দুই প্রান্ত ভাগ হয়ে যায়। এমনই তো জানতাম।

ধন্যবাদ শ্রদ্ধেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.