নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আমি রোজা রাখলে আপনার সমস্যা কি ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৪




আমি নিয়মিত বাচ্চার জন্য রোজা রাখি । ওর জন্মদিনেও রোজা রেখেছিলাম। তার অসুস্থতার জন্য আমি ডাক্তারের চেয়ে আল্লাহর উপর ভরসা রাখি। প্রতিবার টেস্ট করতে গেলে আপনাকে ডাকি না , ডাক্তার ডাক্তার করি না , আল্লাহ আল্লাহ করি।
আমার রোজা রাখা নিয়ে আপনার বাসার চুলা নিশ্চয় বন্ধ হয় নি। আপনার গালে কেউ কষে থাপ্পড় দেয়নি।
আপনার মেয়েকে কটু কথা শোনায়নি।

রাতে খারাপ স্বপ্ন দেখলে আর ঘুম হয় না। ছেলেটার দিকে তাকিয়ে থাকি। রাতে তাহাজ্জুদ পড়ি। সকালে মুরগি বা খাবার কিনে অভাবীদের দিয়ে দেই। ইসলামের ভাষায় এটা সদকা।
আমি সদকা দিলে আপনার বাসায় রান্না বন্ধ থাকে না। আমি নামাজ পড়লে আপনার স্যুপ আর চিংড়ি ফ্রাইয়ে কেউ পানি ঢেলে দেয় না। আপনার দরজায় দাঁড়িয়ে কেউ প্রস্রাব করে দেয় না।

তাহলে আমি রোজা রাখলে আপনার সমস্যা কি ?
আমি সদকা দিলে আপনার সমস্যা কি ?
তাহাজ্জুদে দাঁড়ালে আপনার সমস্যা কি ?


আমার বাচ্চা যখন অসুস্থ হয় তখন ও আপনাকে ডাকে না , আল্লাহ কে ডেকে বলে , 'আল্লাহ সারাই দাও'!
বিরক্ত করে আল্লাহকে , আপনাকে নয়।
ও আল্লাহকে ডাকলে আপনার সমস্যা কি ?


মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

ফাঁদে আটকে গেছেন নাকি?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
না , অনেকদিন ধরেই সহ্য করছি।
অনেকদিন ধরেই দেখছি।
ব্লগ একটা বাজে পরিবেশ হোক কখনোই চাইনি।


এই ব্লগে কিছু ব্লগার চাইলে প্রতিদিন ১০ টা করে ইসলামী পোষ্ট দিতে পারে। তাতে ব্লগের খুব ভালো কিছু হবে না।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬

জুল ভার্ন বলেছেন: অফিস কিম্বা পথেঘাটে নামাজের সময় হলেই সুযোগ মতো আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, সপ্তাহে দুই দিন নফল রোজা পালন করি- তা নিয়েও ওনেকে কটাক্ষ করে, আমি ইগনোর করি। আমিতো কারোর ক্ষতি করছিনা, অন্য কোনো ধর্মের প্রতি বিদ্বেষ করিনা- এটাই আমার আত্মতৃপ্তি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তাহলে সমস্যা কোথায় ?
আমি বা আপনি কি সমস্যা করছেন ?

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: নিজের ঘরে বউ নামাজ পড়ে মেয়ে জায়নামাজে দাঁড়ায় । মা বাপ হতা গোষ্ঠি নামাজ রোজা পড়ে। আপনি সমাজ বদলাইতে চান আগে ঘর বদলান মিয়া ...। তার এসব পোস্টে এমন কমেন্টই আসে মনে। বেশী বাড়াবাড়ি করলে ভেঙ্গে পড়তে হয় । পরিণতি নিশ্চয়ই ভালো হবে না।

ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটির জন্য । কেউ কিছু বলছে না তার এই উদ্ভট পোস্টগুলোর ব্যাপারে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার বাড়ির খবর আমি জানিয়ে দিলাম।
এই ব্লগে কিছু ব্লগার চাইলে প্রতিদিন ১০ টা করে ইসলামী পোষ্ট দিতে পারে। তাতে ব্লগে ভালো কিছু হবে না।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি এক সময় একটা আন্তর্জাতিক ডোনার এজেন্সিতে চাকরী করতাম। ওখানে এক মহিলা বস সবাইকে বলত আপনারা নামাজ পড়ে সময় নষ্ট না করে সেই সময় কাজে দিতে পারেন না।

নামাজ পড়তে আর কতক্ষন লাগে। রোজার ক্ষেত্রে এই সময়ের সমস্যাও নাই। তাহলে তাদের কি সমস্যা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অফিসের লাঞ্চ টাইমে জোহর পড়া হয়ে যায়।
আসর পড়তে ১০ মিনিট।
মাগরিব ১৫ মিনিট।


সমস্যার কথাটা আমার জানতে ইচ্ছা হয়।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: যাদের সমস্যা তাদের চিরস্থায়ী চুলকানি রোগ হইছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি ব্যক্তিগতভাবে বিরক্তবোধ করতে শুরু করেছি।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৪

ফুয়াদের বাপ বলেছেন: চারপাশে অনেক মতের মানুষ থাকবে এটাই স্বাভাবিক। ভিন্নমতের সাথে সহনশীল অবস্থান করা সামাজিক সৌন্দর্য্য। রাসূল সা: সময়ও স্রষ্টায় অবিশ্বাসীরা ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তখনো ওরা আমাদের ধর্ম বিশ্বাস নিয়ে তাচ্ছিল্য করেছিল (রাসূল সা: মেরাজ কে পৃথিবীর বিজ্ঞানের জ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভ্যব না, অথচ সাহাবীরা শুনা মাত্রই বিশ্বাস করেছিল আর অবিশ্বাসীরা করেছিল তামাশা), স্রষ্টায় অবিশ্বাসীরা এখনো তাদের মত প্রচার করছে-আমাদের নামাজ, রোজা, সাদাকা ইত্যাদি নিয়ে তাচ্ছিল্য করছে, ভাবিষ্যতেও করবে। আমরা আমাদের ধর্ম আরো বেশি করে অনুশীলন করবো।

ধর্মের সৌন্দর্য্যগুলো স্বাধ্যমতো তুলে ধরার চেষ্টা করা যদি একজন অবিশ্বাসীকেও আল্লাহ হেদায়েত দেন -
নামাজ - নামাজ আদায়ের মধ্যেমে আল্লাহর হুকুম আদায় করার পাশাপাশি দৈহিক ব্যায়ম/মনের প্রশান্তি/নামাজ শেষে রবের কাছে দোয়া করে মনে থাকা টেনশান/পাপ থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা সবই মনবিজ্ঞানের দিক থেকে আমাদের মানসিক সুস্থ্যতা দেয়। মনে প্রশান্তি থাকলে শরীরে কর্টিসেল হরমোন কন্ট্রোলে থাকে যা বহু রোগ থেকে শরীর সুস্থ্য থাকে।

রোজা - জাপানি বিজ্ঞানি ড. ওসনি রোজা/ফাষ্টিংয়ের উপর গভেষনা করে নোবেল পুরষ্কার পেলেন। রোজা রাখলে মানুষের শরীরের জীবিত কোষ কিভাবে মৃত কোষকে খেয়ে শরীর পরিষ্কারের কাজ করে তা তার গভেষনায় উঠে এসেছে। আর ধর্মীয় দিক থেকে তো এক মাস রোজা মানে নিজেকে পরিপূর্ন পরিশুদ্ধ করার ট্রেনিং মাস/গরীবকে দান করার টেনিং/সবার সাথে ভালো ব্যাবহারের ট্রেনিং মাস

জ্ঞান অর্জনে কোন ধর্মই বাঁধা দেয় না। যে যার ধর্ম পালনের পাশাপাশি ডাক্তার-ইন্জিনিয়ার-বিষয়ভিক্তিক বিজ্ঞানী হতে কোন ধর্মই নিষেধ করেনি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

বাংলাদেশে কতজন ধর্ম বিদ্বেষী ডাক্তার আছে ?
যেসব ডাক্তার ধর্ম পালন করে তারা কি ঠিক মত চিকিৎসা দিতে পারে না ?


কোন উত্তর উনার থেকে পাবো না।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২০

মিরোরডডল বলেছেন:
কারো কথা যদি বিরক্ত লাগে, জাস্ট ইগ্নোর দেম।
ইউ লিসেন টু ইউর হার্ট।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ইউ লিসেন টু ইউর হার্ট।

ধন্যবাদ মিরোরডডল।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৯

চারাগাছ বলেছেন:
আপনি আবার পোস্ট দিলেন ?
মহাজাগতিক কে কি বলেছেন ?





মিরোরডডল বলেছেন:
কারো কথা যদি বিরক্ত লাগে, জাস্ট ইগ্নোর দেম।
ইউ লিসেন টু ইউর হার্ট।



আমিও বলবো। মন্তব্য দিন বড়জোর। আলাদা পোস্ট মানে ব্যাপকভাবে একজনকে গুরুত্ব দেয়া।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ধন্যবাদ। কাজটা ঠিক হয়নি।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৫

শাওন আহমাদ বলেছেন: লাভ ইউ ব্রো! লেখাটার ভিষণ দরকার ছিলো। আমিও এসব দেখে ক্লান্ত। কেউ ধর্মে বা সৃষ্টিকর্তায় বিশ্বাস নাই করতে পারেন তাই বলে এইসব স্পর্শকাতর বিষয় নিয়ে দিনিরাত ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে পোস্ট দেয়া ছাড়া কি তাদের ঝুলিতে আর কোনো টপিক নেই নাকি? তারা এসব করে নিজেরে মহাবিদ্যান মনে করে। আপনি ধর্মে বা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না ফাইন, আপনি আপনার মতো থাকেন। আপনাকে নিয়ে কে পোস্ট দিচ্ছে যে আপনি এসব বিশ্বাস করেন না। যদি তাদের আপনার এই তুচ্ছ বিষয় নিয়ে মাথা ব্যথা না থাকে তবে আপনার কেনো এতো মাথা ব্যথা ভাই?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমি মুক্ত চিন্তার মনে আঘাত নিয়ে কোন পোস্ট দেই না।
কেউ দিক সেটাও চাইনা।

মুক্তমন (!) আর ধৰ্মীয় মনের অনেক ব্লগ আছে।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার স্ত্রীর মান্নত পুরন করতে গিয়ে আমি গত মাসে পনের হাজার টাকা দিয়েছি। এতে আমি তার উপর বিরক্ত ছিলাম। তারপর ঠাস করে আমার পেনড্রাইব হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না। তারপর মনে মনে মাদ্রাসায় একশত টাকা মান্নত করার সাথে সাথে একজন বলল, আপনার পেনড্রাইব আমার নিকট আছে নিয়ে যান। একজন গায়ে পড়ে ঝগড়া করেছিল, তখন তাকে শুনিয়ে বলেছি আল্লাহ তোর বিচার করলে মাদ্রাসায় একশত টাকা দেব। তারপর তার সতের হাজার টাকার মোবাইল চোরে নিয়ে যায়। দু্ইজন মিথ্যা অপবাদ দেওয়ায় একখতম কোরআন মান্নত করে ছিলাম, কয়েক দিন পর তারা দু’জন পানিতে ডুবে মরে যায়। মান্নত পূরণ হলে টাকা দিতে হয়। আমার স্ত্রীর মান্নত পূরণ হওয়াতেই আমাকে টাকা দিতে হয়েছে। আমাদের নবি (সা) খ্রিস্টানদেরকে মোবাহালার প্রস্তাব করেছেন, তারা তাতে রাজি হয়নি, হইলে তাদের বিনাশ ঘটত। সুতরাং আমার বিশ্বাস নিয়ে আমি ভালোই আছি। সে চুলকিয়ে ক্ষত হয়ে গেলেও তার কথার কোন গুরুত্ব আমার নিকট নেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার জন্মের পরে যখন একটু বুঝতে শিখেছি তখন আমার বাবার কাছে প্রমান চাইনি তিনি আমার বাবা কিনা !

প্রমাণ চাওয়া মানুষ গুলো বাবার পরিচয় কাটাছেঁড়া করে বাবা ডাকে কিনা আমার জানা নেই।

তাদের উচিত সব রকম মেডিকেল টেস্ট সম্পর্ন্ন করে ' আমি তোমার বাবা ' বিষয়ক একটা সার্টিফিকেট তাদের ছেলেমেদের হাতে ধরিয়ে দেয়া। যাতে তারা দ্বিমত না হয়। কে জানে , ভবিষ্যতে নিশ্চয় এমন হবে।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

স্প্যানকড বলেছেন: যারা বেশী চুলকায় ওদের সমস্ত কিছুতে দোষ ! এরা আসলে নিজের জীবন নিয়ে হ্যাপি না গ্যারান্টি। খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন খুব।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি হতাশার প্রতিক্রিয়ার কথা বলছেন ?

আপনিও ভালো থাকবেন। আপনার কবিতা নিয়মিত পড়লেও মন্তব্য রাখা হয়না।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০১

কাঁউটাল বলেছেন: আমার সমস্যা নাই তবে রাজিব নূরের বিরাট সমস্যা আছে। উনার গুড়া কিরমি আছে, এইজন্য আপনি বা অন্য কেউ রোজা রাখলে বা নামাজ পড়লে উনার চুলকানি উঠে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রাজীব নূরের লেখার আমি ভক্ত কিন্তু এই চুলকানি ভালো লাগে না। উনার এই ধরণের অনেক পোস্টে আমি মন্তব্য করে বুঝিয়েছি।

আমি ধর্ম নিয়ে বা মুক্তমনার বিপরীতে কোন পোস্ট দেয়না। কারণ সেটা অনেকেই পছন্দ করবে না।

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৩

নেওয়াজ আলি বলেছেন: সকালে নামাজ রোজার পক্ষে বলে বিকালে বিপক্ষে বললে আপনার সমস্যা কী।
:-P

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তাইতো আমার সমস্যা কি !! :)

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৩

কামাল১৮ বলেছেন: ধর্ম ব্যক্তিগত ভাবে পালন করলে কারো সমস্যা না।।দলবেঁধে জয় শ্রীরাম বা আল্লাহুআকবার বলে তেড়ে আসলেই সমস্যা।অবশ্য ঠাকুর গায়ে রাতের অন্ধকারে অনেক গুলো মুর্তি কে বা কারা শব্দ না করে ভেঙ্গে ফেলে।শব্দ না করাতে বোঝা যায় নাই কারা ভেঙ্গেছে।পুলিশ কোন হদিস খুঁজে পাচ্ছে না।সন্দেহও করতে পারছে না।

জয় শ্রীরাম বা আল্লাহুআকবার বলে আক্রমন করতে আসে নাস্তিকরা।তারা খুব খারাপ।ধার্মীকরা একাজ করে না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি নাস্তিক হলে আপনাকে শ্রদ্ধা জানায় আলাদা ভাবে। আলাদা ভাবে এইজন্যই বলছি করুন আপনি এই ব্লগে আমার শ্রদ্ধেয় একজন।

আমার নানা প্রতি ফজরের সময় ডেকে দিতেন। যাওয়ার সময় একটা ছোট এলার্ম দেয়া টেবিল ঘড়ি দিয়ে গিয়েছিলেন , যাতে ফজরে উঠতে দেরি না হয়।
আমি নাস্তিকদের শ্রদ্ধা করি। তারা প্রথার বিপরীতে চলতে পছন্দ করেন , দ্বিতীয় বিদ্যায় আস্থা রাখা নিয়ে জ্ঞান অর্জন দারুন একটা ব্যাপার। আমার সেই নানা বিশ্বাস টিশ্বাস করতেন না কিন্তু ফজরে আমাকে ডেকে দিতেন। আমি নামাজ পড়তে মসজিদে যেতাম।

তথাকথিত মুক্তমনা আর নাস্তিককের বিস্তর ফারাক শ্রদ্ধেয় কামাল স্যার।
আমার নানা না চাইলেও আল্লাহ উনাকে আমাকে নামাজে ডেকে দেয়ার প্রতিদান দেবেন। দেখা যাচ্ছে আমার নামাজ কবুল হয়নি কিন্তু উনার ডাকা কবুল হয়ে গেছে।
ধর্ম আমার কাছে এমনই স্যার।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: নাহ এটা তো কারো সমস্যা হবার কথা না। তবে বাংলার মেইনস্ট্রিম সোসাইটিতে এর উল্টোটা হয়, মানে- নামাজ না পড়লে, রোজা না রাখলে তাকে খুব নিচু চোখে দেখা হয়, আড়ালে তাকে আচ্ছামত গালিগালাজ করা হয়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনিও আড়ালে আমাকে গালিগালাজ করুন।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছু মানুষ মনে করে ইসলাম আধুনিকতার পথে বাধা আসলে ওরাই ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে। ইসলাম সবচেয়ে আধুনিক ধর্ম।

আপনি আপনার পথে অবিচল থাকুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠিক বলেছেন।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৮

রানার ব্লগ বলেছেন: রোজা রাখাটা ভালো অভ্যাস। এটা প্রতিদিন রাখতে পারলে বেশ হতো। এতে শরীর ও মন দুইটাই বেশ ঝরঝরে থাকে। আপনার ইচ্ছা হলে রাখুন কে বাধা দেয়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনি রোজা রাখার পক্ষে কিছু বলবো না।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যাদের এলার্জি আছে তারা না চুলকাইলে থাকতে পারেনা; এদের কাজই হলো চুলকানো কোথায় চুলকাচ্ছে সেটা বিষয় নয়। এদের থেকে দূরে থাকাই ভালো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

বাজারে ক্যানভাসার মলম বিক্রি করে।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন। দেশ উদ্ধার করুণ। ভালো থাকুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি দেশ উদ্ধারের জন্য নামাজ পড়িনা। রোজাও রাখি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.