নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

হারায়ে খুঁজিয়াছি

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৭



যেই পথ দিয়া হাঁটিয়া গিয়াছি সেই পথ খুব চেনা
চেনা ঘাস ফুল , চেনা মঞ্জুরি
বাড়িয়াছে শুধু দেনা।

চেনা সবুজের চেনা আম ডালে
পাখালিরা বাঁধে বাসা
ঊষার লগনে সবুজের ক্ষেতে
হাঁটিয়া গিয়াছে চাষা।

দুই চোখ দিয়ে সকলি দেখিয়াছি , দেখিয়াছি রাত্র দিন
পূবের সূর্য , গোধূলির আলো
বাড়িয়া দিয়াছে ঋণ।

পুকুরের ধারে , শীতল পরশে
হু হু করে বহে হাওয়া
ক্লান্ত দুপুরে , বাবলার তলে
কৃষাণীর চলে খাওয়া ।

এই কান দিয়ে কত কি শুনিয়াছি , শুনিয়াছি কলতান
শুনিয়াছি বাউল, কিশোরীর হাসি
মরমে দিয়াছে টান।

বুকে টান লাগে জোছনার বানে
মাঝির নৌকো পালে
আগুন লাগিছে বার বার দেখি
কৃষ্ণচূড়ার ডালে।

সেই পথ আজ হারায়ে খুঁজিয়াছি
মনে নিয়ে তব আশা
প্রবল বাতাসে দুলিতেছে দ্যাখো -
বাবুই পাখির বাসা।

বাড়িয়াছে দেনা , লাগিয়াছে টান
জমিয়াছে কত ঋণ
মনে আশ জাগে আবারো ফিরিব
ফিরিব একটি দিন।



কর্পোরেট ডেস্ক থেকে :
০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:১১ ছবি: ইন্টারনেট


মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৯

কামাল১৮ বলেছেন: কবিতা ভালো লেগেছে।চাষা শব্দটা ভালো লাগে নাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চাষা (বিশেষ্য পদ) যে চাষ করে; কৃষক; মূর্খ, অভদ্র।


আপনি সম্ভবত শেষের দুটি অক্ষর গ্রহণ করেছেন।

"চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক।"

আবার চাষা শব্দটা এখানে গালি হিসেবেই ব্যবহার হয়েছে।

ধন্যবাদ মন্তব্যে।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা লিখেছেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনার ভালো লেগেছে তাহলে।
ভালো থাকবেন।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর কবিতা। মনমুগ্ধ কর

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ।
হারানো কিছু সকলেই খুঁজে ফেরে।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২২

চারাগাছ বলেছেন:
ভালো হয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ চারাগাছ।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৯

হাসান জামাল গোলাপ বলেছেন: এসবই খুবই মিস করি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হারানো কিছু সকলেই খুঁজে ফেরে।
আপনাকে ধন্যবাদ মন্তব্যে।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আসিতেছে শুভদিন।
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!


- কাজী নজরুল ইসলাম (দুখু মিয়া)

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠিক! ৪০ বছরে অনেক ঋণ জমে গেছে।

অনেক ধন্যবাদ প্রিয় শ্রদ্ধেয়।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৫

নেওয়াজ আলি বলেছেন: সবুজ শ্যামল প্রকৃতির দৃশ্য ঘর হতে বাহিরে ফেললেই মুগ্ধ করে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নেওয়াজ ভাই , দারুন অনুভবের মন্তব্যে ভালো লাগা।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:১৮

স্প্যানকড বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । ভালো থাকবেন খুব।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ প্রিয় স্প্যানকড !
খুব ভালো থাকবেন আপনিও।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। কবিতার সাথে ছবিটাও সুন্দর মিলেছে। + +

০১ লা মার্চ, ২০২৩ সকাল ১০:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ।
আমার গ্রামের ছবি হলে বেশি ভালো হতো। হুট্ করে বাড়ি গিয়েছিলাম। কোন ছবি তোলা হয়নি। এইবার বেশ আমের মুকুল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.