নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

জানো তো , আজ নারী দিবস! @রিপোস্ট@

০৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১২



জানো তো ! আজ নারী দিবস-
এই তো সেইদিনের কথা, মনে আছে? তোমার পেটে তখন সাত মাসের বাবু। সুউচ্চ পেট বেশ সুদৃশ্যমান। প্রয়োজনের তাগিদে বাসার বাইরে বেরুতেই হয়। খুব সাবধানে আমার সাথে হেঁটে চলো তুমি।ফুটপাত , রাস্তাতে এমিনেই ভীড়। কফ , থুথু , পানের পিক এড়িয়ে খুব সতর্কতায় হেঁটে চলি আমরা। গাড়ির হর্ন আর নাগরিক কোলাহল পেটের ভেতর ঘুমিয়ে থাকা বাবুটার কানে পৌঁছায় ঠিকই। লাথি মেরে জানান দেয়। "দেখছো , দেখছো.... লাথি মারে!"- লাথিতে আপ্লুত হও তুমি। আমরা যখন হাত ধরে খুব সাবধানে ধীর পায়ে এগুচ্ছি তখন আসে পাশের লোক গুলো উদ্ভট এক বিরক্তির দৃষ্টিতে তাকায় তোমার দিকে। এই দৃষ্টি খোলা বইয়ের পাতার মত , অতি সহজেই পড়ে ফেলা যায়।

জানো তো , মেয়েরা এমনিতেই উদ্ভট (!) তার উপর আবার সুউচ্চ পেট ! আমাদের একটু ধীরে চলাতে পেছনের মানুষ গুলোর সমস্যা হচ্ছে খুব। চরম ব্যস্ত এই শহরে ফুটপাতে হাঁটা এক গর্ভবতী উটকো ঝামেলাই বটে। কেউ কেউ পাশ কাটিয়ে চলে যায় , যেতে যেতে কিছু অদ্ভুত বাণী নিক্ষেপ করে যায়।
ওরা সকলেই পুরুষ ! ওদের মা প্রেগন্যান্ট হন , মেয়ে প্রেগন্যান্ট হয় , বোন প্রেগন্যান্ট হয় এমন কি বৌও প্রেগন্যান্ট হয়। কি আর্শ্চয !

তবে এর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার ঘটে গেল। পেছনের মেয়েটা ধাক্কা মেরেই নিজের রাস্তা করে নিল। হন হন করে হেঁটে গেল নিজ গন্তব্যের দিকে। তুমি আমার দিকে তাকাও , তোমার চোখে পানি , আমি তোমার হাত শক্ত করে ধরে থাকি। পেটের সাত মাসের বাচ্চা টা লাথি মারে , তোমাকে বলতে চাই – ‘’মা , আমি পুরুষ কিংবা নারী কিছুই হতে চাই না ! মা , আমি মানুষ হতে চাই।‘’

জানো তো , আজ নারী দিবস ! তোমাকে ধাক্কা মেরে চলে যাওয়া ওই মেয়েটাও আজ নারী দিবসের স্ট্যাটাস দেবে। তার ফেসবুক আছে , আছে চরম স্মার্ট ফোন।


মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: হ্যাঁ এখন দিবস মানেই শুধুই স্টাটাস। :(

বেগুনী রং.... ফুল দুল ..... ঢং ঢাং

০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ব্লগের একজন নারীকে শ্রদ্ধা জানাই। ভালো থাকবেন।

২| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫৯

অনামিকাসুলতানা বলেছেন: শায়মা আপুর সাথে এক মত।

০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ অনামিকা সুলতানা আপা ।
আমার শেষের লাইনটা সেই কথাই বলে।
নারী দিবসের শুভেচ্ছা রইলো।

৩| ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার, ছিমছাম পোস্ট। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.