নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

তোমাকে ভেবে লেখা.....

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:১৭




৭ এলিফ্যান্ট রোডের মেয়ে,
মাঝরাতে ঘুম ভেঙ্গে তোমাকে খুব মনে হলো। এমন হুটহাট ঘুম সেই সময়ও খুব ভাঙ্গতো। তখন ঘুম ভেঙে গেলে ইচ্ছে হলেও মোবাইলে কল দেয়া যেতো না। যদিও নোকিয়া ১১০০ আমার মাথার কাছেই থাকতো। হঠাৎ করে তোমার ফোনে জেগে উঠতাম । তাই ভীষণ আশা নিয়েই সারারাত ফোনটা আমার মাথার কাছেই রেখে দিতাম।

দেখো সময় গুলো ভীষণ অদ্ভুত ছিল। এমনও রাত গেছে , সারারাত জেগে আছি নির্ঘুম। রাতের পর রাত কেটেছে কত। রাত জেগে সিগারেট খেতে ইচ্ছা হতো। অস্থির লাগতো । কিন্তু বাড়িতে ঘরে বসে সিগারেট খাওয়ার কোন উপায় ছিলো না। খাইয়ো নি কখনো।
আমাদের দেখা করার কোন উপায় ছিল না। হুট করে ঢাকা চলে যাওয়ার কোন উপায় ছিল না। তবুও মাঝে মাঝে ঢাকা যেতাম তোমার সাথে দেখা করতে। ঢাকা গিয়ে অগ্রণী স্কুলের গেটের আশেপাশে ঘুরঘুর করতাম। অপেক্ষা করতাম। আমার হাতে থাকতো সিগারেট। একটার পর একটা সিগারেট চলতো, অপেক্ষা দীর্ঘ থেকে যেন দীর্ঘতর হতো ।

না, সে সময় তোমাকে রিক্সা নিয়ে ঘোরার কোন সাহস পাইনি। এক পলক চোখের দেখার জন্য ঢাকা ছুটে গিয়েছি। নীলক্ষেত, টিএসসি, পলাশী, নিউমার্কেট ফুট ওভার ব্রিজ, মিরপুরগামী সিটিং সার্ভিস গুলো আমার গল্প জানে। যে গল্প গুলো আমি কাউকে বলিনি।

আমি ২০০৬ সালের কথা বলছি। মোটামুটি ১ বছর হলো ভালোবাসা নামক চরম ব্যাপারটা তোমাকে জানিয়ে দিয়েছি। এই ভালোবাসি বলতে বেশ বেগ পেতে হয়েছিল আমার । আমি বরাবরই ভীতু। তবে ভীষণ আবেগী। টুকটাক লিখা লিখি করি। গান শুনি। কল্পনা করি।
মনে আছে সেই সময় বাংলা মিউজিকের জোয়ার চলছে। আমি ঢাকা যেতাম আর নতুন নতুন বাংলা গান খুঁজে বেড়াতাম। কনসার্টের খবর নিতাম।


জানো,
এই মাঝরাতে ঘুম ভেঙ্গে একটা গান মনে হয়ে গেল। মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। তুমি যেভাবে সেই সময় আমার মগজে আটকে থাকতে ঠিক সেভাবে। আমার ইয়ার ফোন নষ্ট। গান প্লে করলেই ঘুমিয়ে থাকা বাচ্চাটা জেগে যাবে। হয়তো জেখে যাবে তুমিও। হয়তো আর ঘুম হবে না। ছটফট করবে। আগে যেমন করতে। কিন্তু কারণটা কখনোই জানতে না। একদিন জানবে।

গানটা তোমাকে ভেবেই লেখা হয়েছিল। আমি মনে করি আমারই লেখার কথা ছিল। কেনো যে লেখা হলো না!
জীবনে তোমার জন্য অনেক কিছুই করার কথা ছিল। কোন কিছুই হয়নি আদতে। খুব মন খারাপ হলে। ৭ এলিফ্যান্ট রোডের আশেপাশে ঘোরাঘুরি করি। নিউমার্কেট ওভার ব্রীজের উপর দাঁড়িয়ে থাকি। আর ভীষণ ভাবে ফেলে আসা দিন গুলো অনুভব করি। খারাপ লাগে না। এই শহর আমার গল্পটা জানে।

ভালো থেকো তুমি। জানো, মাঝরাতে তোমার ফোন আর আসে না। যদিও ফোনটা আমার মাথার কাছেই থাকে।


ইতি,
আমি। অঘুমা রাজপুত্র।



২০০৬ সালে ফুয়াদ আল মুক্তাদীর নামে একজন মিউজিশিয়ান একটা অ্যালবাম রিলিজ করে। অ্যালবামটা দারুণ সাড়া ফেলে ভিন্ন রুচির শ্রোতাদের মধ্যে। সেই ভিন্ন রুচির শ্রোতাদের মধ্যে আমিও ছিলাম। এই অ্যালবামের একটা ট্র্যাক ছিল - তোমাকে ভেবে লেখা। গেয়েছিল শান্ত। প্রথম শোনায় বেসবাবা সুমন ভেবে ভুল করেছিলাম। গানটা আমার ভীষণই প্রিয়। লিরিক এতোটাই পছন্দের ছিল যে আমি পরিচিতদের মধ্যে মজা করে বলতাম গানটা আমারই লেখা। অনেকে আবার বিশ্বাস করতো। সাউন্ডক্লাউডে আমার পছন্দের কিছু ট্র্যাক আছে। সেখান থেকে শুনতে পারেন। ১৭ বছর পরেও গানটা নতুন লাগে।







ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:০৬

স্মৃতিভুক বলেছেন: সৌরভ, আপনার লেখা অনেক দিন থেকেই পড়ি, কিন্তু কখনো বলাহয়নি যে আপনার লেখা আমার বেশ ভালো লাগে।

পড়লেই মনে হয় বিষন্ন, নিঃসঙ্গ, নিজের সঙ্গে কথা বলা একজন মানুষের জীবনের গল্প পড়ছি। হয়তো এজন্যই আরো বেশি ভালো লাগে।

চমকে উঠবেন না আবার - এই ভেবে যে, এই ঝগড়াটে গালিবাজ কি মনে করে আবার আমার ব্লগে হানা দিলো, হা হা হা।

ভালো থাকবেন। আপনার বাবার জন্য শ্রদ্ধা আর ছোট্ট রাজপুত্রের জন্য অনেক ভালোবাসা রইলো।

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকে খুব চেনা মনে হয়। ব্লগ ছেড়ে যাওয়া প্রিয় ভাই ব্লগার শের শায়রী ঠিক আপনার মত করেই আমাকে বলতেন। আমার সেই ভাই ব্লগে আর ফিরবেন না, ফিরলেও হয়তো ভিন্ন নিকে।
ব্লগে যখন ঝগড়া ক্যাচাল দেখি তখন খুব খারাপ লাগে। আমি চাইনা কেউ চলে যাক।

ভালো থাকবেন । আমি নিজের সাথেই গল্প করি। কেউ কেউ সেই গল্পে কান পাতে। এটাই অনেক।

বাবার শ্রদ্ধা পৌঁছে দিবো। জানি না আদৌ বুঝবেন কিনা।
রাজপুত্রের জন্য বই লিখতে শুরু করেছি। আমার ব্লগে পাবেন।

অনেক ধন্যবাদ।

২| ০৬ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


এলিফ্যান্ট রোডের মেয়েটা জানে বা আপনি জানেন ফুয়াদের বাইপাস সার্জারী হয়েছে,ভালো থাকতে চাচ্ছে।

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হ্যা। ফুয়াদ ভাইয়ের সাথে অনেকদিন যোগাযোগ নাই।

৩| ০৬ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:৫৭

মিরোরডডল বলেছেন:




বাহ! রাশান রাজপুত্র নিজেই নিজেকে রাজপুত্র বলছে :)

অনুভূতির লেখাগুলো পড়তে ভালো লাগে।
এলিফ্যান্ট রোড, হাজারো স্মৃতি আছে ওখানে।
Life is a bucket full of memories.

'মন ভালো নেই' ফুয়াদের কম্পোজিশনে বেস্ট গানের একটা।
এই যে শুনলাম, আজ যে আরও কতবার শোনা হবে!

ইভান ফুয়াদের এই গানটাও শুনেছে নিশ্চয়ই।
এটাও একবার শুনতে পারিনা, মাস্ট রিপিট।
মিউজিক অসাধারণ!




০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অঘুমো রাজকন্যা ছিল ঘুম্রহ্রদে
তাকে ঘিরে জল নাচে শোঁ শোঁ শব্দ হয়
রাজকন্যার ভয় হয় তার শরীরে অসুখ
অসুখের নাম কী? প্রশ্ন করে জলপাখি
অঘুমা রাজকন্যা দেয় না উত্তর।


কবিতাটা কি পড়েছিলেন?


যাইহোক। এলিফ্যান্ট রোড স্মৃতিকাতর জায়গা। এলিফ্যান্ট রোড নামে ব্যান্ড ছিল একটা। আপনি স্মৃতি লিখুন। পড়বো।

ফুয়াদ কে চিনেছি সম্ভবত ক্রান্তি অ্যালবাম থেকে। আনিলার কিছু দারুণ গান ছিল ওখানে।
আপনার ভিডিওটা আসছে না। নিশ্চয়ই শুনে থাকবো। কৌতুহল হচ্ছে।


ধন্যবাদ মিরোরডডল। ভালো থাকবেন।


আমার রাশান রাজপুত্রর জন্য গল্প লেখা শুরু করেছি। পড়বেন। পোষ্ট করেছি।

৪| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৭

জ্যাক স্মিথ বলেছেন: অসাধারণ স্মৃতিকথা, এগুলো আসলে অনুভবের বিষয় কাউকে বলে বা লিখে অনুভূতি ঠিক প্রকাশ করা যায় না। আমারও এমন কিছু না বলা গল্প আছে যা আমি কাউকে কোনদিন বলবো না বলে পণ করেছি।

ফুয়াদের গানটি আমার অসম্ভব প্রিয়।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কিছু গল্প নিজের জন্য রেখে দিন। আমারো গল্প আছে। সব বলতে হয় না।
ভালো থাকবেন। ফুয়াদের কম্পোজিশন আমার ফেবরেট।
ভ্রমর কোইয়ো গিয়া একটা মাস্টার পিস।
আরমিন মুসার মাথা নষ্ট করা কন্ঠ।

৫| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর অনুভূতি
এমন কত গল্প আছে সবার জীবনে
কেউ বলতে পারে
কেউ পারে না।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি বলার চেষ্টা করি। অনেকেই শোনে। আপনারা শোনেন। ভালো লাগে তখন।

৬| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২০

অপু তানভীর বলেছেন: আহা সেই সময়ের প্রেমে পরার অনুভূতি কতই না চমৎকার ছিল ! আমি নিজেও এই রকম অনুভূতির ভেতরে দিয়ে গিয়েছি । সময়ের হিসাবে আপনার থেকে আরও বছর দুয়েক আগেই । সত্যিই সেই সময়ের অনুভুতি গুলো ভাষায় প্রকাশ করা যাবে না । সেগুলো কেবল অনুভব করা যায় ।

কেবল দেখা করার জন্য ঢাকা চলে আসাটা কিন্তু বিশাল ব্যাপার ! আমি সেই সময়ে এমন কিছু চিন্তাও করতে পারতাম না ।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভাইরে আমি ২০০৩ থেকেই ট্রাই মেরেছি। কি আর করা।

আচ্ছা আপনি রেহেনা হে তেরে দিল মে কতবার দেখেছেন?

ভেড়ামারা থেকে ঢাকায় দেখা করতে আসতাম। লুকিয়ে লুকিয়ে অগ্রনীর সামনে ঘুরঘুর করতাম। একদিন গেটে আফরান নিশো কে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম।
নিশো আমাকে দেখে ভেবেছিলাম বোন কে পিক করতে আসছি। কারণ সেও বোনকে নিতে আসতো। আমি ভাবতাম আমার মত প্রেমিকার জন্য অপেক্ষারত।

ধন্যবাদ আপনাকে। আপনার ভার্সিটি চষে বেড়িয়েছি একসময়। হাকিম চত্বরের স্মৃতি ভোলার নয়।

৭| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর লিখেছেন।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
পড়ে তাহলে আরাম পেয়েছেন।

৮| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০৭

মিরোরডডল বলেছেন:




আবার দিলাম।
হুম, নিশ্চয়ই রাজপুত্রের গল্প পড়বো।




০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার একটা গান। বারবার শুনতাম। বন্য রিলিজ পেয়েছিল ২০০৭ তে। এফ এম রেডিওর জোয়ার।
৭ এলিফ্যান্ট রোডের মেয়েটা এক গানটা ডেডিকেট করতো।

আরেকটা গান খুব ভালো লাগতো। বিষন্ন হতাম খুব।

৯| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৯

শার্দূল ২২ বলেছেন: এ্যলিফেন্ট রোড ছিলো আমার জীবনের খুব দামি একটা অধ্যায়। বাটা সিগন্যাল মোড় থেকে ইষ্টার্ন মললিকা পর্যন্ত এই যায়গাটা আমার শৈশব কৈশর স্মৃতি একাকার।

গানটা শুনলাম , অনেক সুন্দর, মিরোরডডল এর গানটাও চমৎকার, ওনার গানের চয়েস ভালো, ওনার আরও কিচু গান আমি শুনেছি, ।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনাকে আমার ব্লগে খুব কম দেখা যায়। এলিফ্যান্ট রোডের টানে আপনাকে আজ পেয়েছি। ভালো লাগছে। ইস্টার্ন মল্লিকার পাশের জায়গাতে আগে সোম কম্পিউটার ছিল। মানে তখনো ইস্টার্ন মল্লিকা গড়ে উঠেনি। সোম কম্পিউটারের সুমন পাটোয়ারী আসতেন। তখন উনি গেম রিভিউ দিতেন।
এখন যেখানে সুবাস্তু সেখানে ডেলী ফ্রান্স নামে একটা ফার্স্ট ফুডের দোকান ছিল। এমন ভালো খাবার কোথাও খাইনি। এখানে ককটেল খেতাম। ককটেল এখন কেউ খাই কি? কোকাকোলা, স্প্রাইট আর ফান্টার দারুণ মিশ্রণ।


মিররডডল দারুন সব গান শোনেন। ঠিক বলেছেন।
ভালো থাকবেন। হয়তো ৭ এলিফ্যান্ট রোডের মাথায় কিংবা তেলের মিলের গলিতে দেখা হয়ে যেতে পারে একদিন।

১০| ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ কবি।

১১| ০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রিয়জনের জন্য অপেক্ষায়ও রোমাঞ্চ কাজ করে।

০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠিক বলেছেন। উৎকন্ঠা আর একেক পর এক সিগারেট ধরানোর সময় গুলো হারিয়ে গেছে।

১২| ১০ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

মিরোরডডল বলেছেন:




শার্দূল ২২ বলেছেন: এ্যলিফেন্ট রোড ছিলো আমার জীবনের খুব দামি একটা অধ্যায়। বাটা সিগন্যাল মোড় থেকে ইষ্টার্ন মললিকা পর্যন্ত এই যায়গাটা আমার শৈশব কৈশর স্মৃতি একাকার।

তাহলে শার্দূল নিশ্চয়ই ঘটি-গরমের সাথে পরিচিত।
প্রতিদিন সন্ধ্যায় লাল ড্রেসাপে কার্টুন সেজে বাসার সামনে ঘুরে ঘুরে ঘণ্টা বাজিয়ে, চিড়া-চানাচুর মিশিয়ে ভাঁজা ঝালঝাল ঘটি-গরম বিক্রি করতো। সেইদিনগুলো এখন শুধুই স্মৃতি। অফকোর্স সুইট মেমরি।

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঘটি গরমের আইডিয়া কি প্যাকেটজাত পণ্য বিক্রেতারা কি পায়নি?
ভীষণ অভিমানে ঘটি গরম ওয়ালারা আর রাস্তায় নামেন না।

১৩| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১৭

চারাগাছ বলেছেন:
মল্লিকা সিনেমা হল ভেঙ্গে শপিং কমপ্লেক্স।

"এই পার্ক আর বেশিদিন থাকবেনা,
তৈরি হবে সুপার বাজার;
চুন সুরকি বালি উড়ে উড়ে এসে বসে,
দুটো কাধে-
খোয়ে গেছে দুটো জামার কলার।"

গানটা শুনেছেন নিশ্চয়ই। আপনার মত লিখতে পারলে আমিও এই গান নিয়ে একটা পোস্ট দেয়ার চেষ্টা করতাম।
আমার বেশ কিছু পোষ্টে গানের সংযোগটা ভালো লাগে। সাত এলিফ্যান্ট রোডের মেয়েটা কে নিয়ে আরো গানের পোষ্ট নিশ্চয়ই পাবো?



@মিরোরডডল,
ঘটি গরম বিক্রেতাকে ১৯৯৯ এর পরে হয়তো আর পাওয়া যায়নি। ৯০ দশকে অনেক কিছুর সমাপ্তি ঘটেছে।
আমি লিখতে পারিনা। লিখতে পারলে ৯০ দশক নিয়ে লিখতাম।


ফুয়াদের রি ইভুলেশনের একটা গান দিলাম। চন্দিমা সুপার আর নিউমার্কেটের দোতলায় গানের দোকানে খুব বাজতো।



২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দুটো বন্ধু আমার অনেক প্রিয় গান। 'অনেকদিন পর' অ্যালবাম
টা আমাকে কাঁদায়।

আমার ধারণা আপনি দারুণ লিখিয়ে। কিন্তু লিখছেন না।


আপনি কি এলিফ্যান্ট রোডের লোক? নিউমার্কেটে আনাগোনা ছিল বেশ। বোঝা যাচ্ছে।
সিডির দোকান আর নেই। তাই আর গান বাজে না।

অনিলার গাওয়া গানটা দারুণ। উনি আমার পছন্দের শিল্পী।

১৪| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:১৭

মিরোরডডল বলেছেন:



চারাগাছ বলেছেন:
আমি লিখতে পারিনা। লিখতে পারলে ৯০ দশক নিয়ে লিখতাম।


কে বলেছে লিখতে পারেনা! আমিতো দেখি ভালো লেখে। শুরু করা হোক, স্মৃতিচারণ পোষ্ট খুব ভালো লাগবে পড়তে।

শেয়ার করা মিউজিকটা শুনেছি। ফুয়াদের করা এই গানটাও ভালো লাগে।

অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ





২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তোর জন্য আমি বন্য!!

আরেকটা পোস্ট রেডি করবো ভাবছি।


নিন এই অ্যালবামের একটা গান।
লিজেন্ড নিলয় দাসের গানটা এলিটা খারাপ গায়নি।

১৫| ১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩২

শার্দূল ২২ বলেছেন: @মিরোরডডল হুমমমমমমম অনেক বেশি, আমার এমন সব খাবারের প্রতি লোভ বেশি, স্ট্রিট ফুড আর আম্মুর মার সমান তালে খেয়েছি জীবনে।

সত্যি আমাদের অতীত অনেক সুন্দর ছিলো, আধুনিকতা হাতে হাওয়াই মিঠা ধরিরে অনেক শক্ত কঠিন সুন্দর কেড়ে নিয়ে গেছে। হুমায়ুন আযাদ বলেছিলো আমি হিংসে করি নতুন প্রজন্মকে, আর আমি বলি আমার দুঃখ লাগে নতুন প্রজন্মের জন্য।

জবাবে কিছু গানের লিষ্ট দিয়েন এখানে যদি আবার আসেন।

ভালো থাকবেন।

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শার্দূল সম্ভব হলে আপনার জন্য একটা পোষ্ট লিখবো। এই পোষ্টে দারুণ সময় দেয়ার জন্য।

১৬| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৪

মিরোরডডল বলেছেন:




প্রিয় গানের লিস্ট অনেক বড়। কোনটা রেখে কোনটা দেই। তাই কিছু গানপোষ্টের লিংক দিলাম।
যেখানে অনেক গানের মেলা। সময় করে শুনবে।

লাস্ট উইশে যে গানগুলো শুনতে চাই, তার অনেকগুলো এখানে আছে।

কোন গানের লিংক ওপেন না হলে জানাবে, আলাদা করে দিবো, অনেক সময় লিংক কাজ করেনা।

এখানে আছে অসংখ্য প্রিয় গজল, আমার রাতের সঙ্গী।

শার্দূলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানে একটা গান দিয়ে যাই, আমার অলটাইম ফেবারিট।

as I lost your love
the music played




২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমাকে ইউটিউব লিঙ্ক এড করার উপায় শেখানোর জন্য কোন ধন্যবাদ কি দিয়েছি কখনো?

১৭| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:২১

মিরোরডডল বলেছেন:




এটার জন্য ইভানকে ধন্যবাদ দিতে হবে!!!!
আমিওতো একসময় কারও কাছ থেকেই শিখেছি :)

থ্যাংকস এলিটার গানটার জন্য। নিলয়ের একটা গান দিয়ে যাচ্ছি।




১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন; soft story, কোমল প্রেমের কোমল স্মৃতিকথা।
"আমি নিজের সাথেই গল্প করি" - সেটা আপনার গল্প পড়লেই বেশ বোঝা যায়।
"কেউ কেউ সেই গল্পে কান পাতে। এটাই অনেক" - কেউ কেউ নয়, অনেকেই; কারণ গল্পগুলোতে একটা সার্বজনীন আবেদন (common denominator) থাকে। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.