নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
ইদানীং ব্লগে হাজিরা দেয়া হচ্ছে না। গতরাতে বেশ কিছুক্ষণ ছিলাম। এমনিতেই ব্লগে সময় দিচ্ছি না তারপর আবার মোবাইল ভার্সনে ব্লগিং পোষায় না। মোবাইল ভার্সনে এক্সেস করতে হচ্ছে, ফুল ভার্সনে কোন ভাবেই যেতে পারছি না। গতকাল ফুল ভার্সনের পোষ্টের লিঙ্কে ক্লিক করলে ফুল ভার্সনে যাওয়া যাচ্ছি , আজ দেখছি সেভাবেও সম্ভব হচ্ছে না।
এটা কি আমারই সমস্যা নাকি সবাই এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন?
আজ সম্ভবত এবারের মত শেষ সেহেরী খেয়ে ফেললাম। আগামীকাল শেষ ইফতার। আকাশে নতুন চাঁদ জ্বলজ্বল করতে। কিন্তু ছোটবেলার মত চাঁদ দেখার উৎকন্ঠা কিংবা প্রতিযোগিতা থাকবে না।
ঈদের চাঁদ দেখা আর ছোটবেলার ঈদ নিয়ে কিছু লিখতে চেয়েছিলাম। আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ- সংবাদ পত্রের শিরোনামটাতে ইদানীং শরীরে শিহরিত তোলে না ঠিকই কিন্তু সেই সময়টাকে অনুভব করি ভীষণ।
অনুভব অনুভূতির শিহরণ টাইপের কিছুই ব্লগে পোষ্ট করা গেল না। ভীষণ ইচ্ছা ছিল।
ইচ্ছা ছিল ঈদের সাবান নিয়ে লিখি। আব্বা ঈদে তিন রকম সাবান কিনতেন। মেয়েদের জন্য কেমি, নিজের জন্য ইম্পেরিয়াল লেদার এর লাল রঙের প্যাকেট টা, আর আমার জন্য কিনতেন যে সাবানটা সেটার নাম গত তিনবছর ধরে মনে করার চেষ্টা করছি। মনে করতে পারছিলাম না বলে গত তিন বছর ধরে ঝুলে ছিল লেখাটা। শেষমেষ ভাবলাম সাবানের নাম বাদেই চালিয়ে দেব। ছোটবেলার অনেক কিছুই আমার মনে থাকে। কিন্তু এই সাবানের নামটা আর মনেই হলো না। অথচ ঈদের সকালে এই সাবানটা নাকের কাছে ধরতাম। গন্ধ নিতাম। চাচাত ভাইদের সাথে সাবানটা ভাগাভাগি করতাম। জেনেছিলাম ঈদ মানে ভাগাভাগি। আনন্দের ভাগাভাগি, সাবানের ভাগাভাগি, দুধ সেমাইয়ের ভাগাভাগি কিংবা ৭ টাকা দামের একটা কাঁচের বোতলের মিরিন্ডার ভাগাভাগি।
কতকিছুই মনে রইলো কিন্তু সেই ভাগাভাগি করে মাখা সাবানটার কথা কোন ভাবেই মনে রইলো না।
তবে এইবার ঈদে একটা লাল প্যাকেটের ইম্পেরিয়াল লেদার সাবান কিনবো ভেবেছি। ঈদের সকালে নাকের কাছে ধরবো, গন্ধ নিবো, গায়ে মাখবো।
দেখবো আব্বা আব্বা ভাব আসে কিনা। কারণ সাবানটাতো আব্বা মাখতেন। বাবা হয়েছি গত তিন বছর হলো। 'আব্বা' হতে পেরেছি কি?
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এখন পারছি ।
আপনাকেও ঈদের শুভেচ্ছা।
২| ২১ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:৫৫
কামাল১৮ বলেছেন: আমি মোবাইল থেকে ব্লগে লিখতে পারি না।লেপটপ থেকেও পারি না।কম্পিউটার থেকে তো পারিই না।একমাত্র আইপেড থেকে পারি।তবে এখানে মোবাইল থেকে ফুল ভার্সন দেখা যায়।
বাবার ব্যবহার করা সাবান গায়ে মাখলে পুরনো সাবানের কথা মনে পরতেও পারে।ঈদের শুভেচ্ছা।
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কোন কারণে বাবার ব্যবহার করা সাবান ব্যবহার করতে পারিনি এই ঈদে। আপনার ফর্মুলা কাজে লাগতে পারে।
ভালো থাকবেন। ঈদের শুভেচ্ছা আপনাকেও।
৩| ২১ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:০৩
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,
সাধারণত মোবাইল থেকে ব্লগে ঢুকিনে কিন্তু কিছুদিন আগেও মোবাইল থেকে সামুর ফুল ভার্সনে ঢুকতে পেরেছি। গত ক'দিন থেকে আর মোবাইল থেকে ফুল ভার্সনে ঢোকা যাচ্ছেনা। এইমাত্রও চেষ্টা করে দেখলুম- যাচ্ছেনা।
ঈদ শুভেচ্ছা।
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এখন পারছি ।
রিইনস্টল করেছি।
৪| ২১ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৭
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক! শুভকামনা।
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি কেমন আছেন?
ঈদের শুভেচ্ছা।
৫| ২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: মোবাইল থেকে সামু ব্যবহার করা যন্ত্রনা।
ল্যাপটপ ছাড়া আরাম নাই।
সাবান মাখুন। আতর মাখুন। ইদ মোবারক।
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সাবান আতর মাখা শেষ। ঈদো শেষ।
শুভেচ্ছা।
৬| ২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৫
রাফখাতা- অপু তানভীর বলেছেন: আমার কয়েকদিন এই সমস্যা হয়েছিল। এখন আবার ঠিক হয়ে গেছে। এই ফুল ভার্শন থেকে মন্তব্য করছি।
আপনি অন্য ব্রাউজার নামিয়ে চেষ্টা করতে পারেন।
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এখন ঠিক আছে। রিইনস্টল করেছি।
৭| ২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: ব্রাউজার রিইনস্টল দিন অথবা আপডেট করেন। আমার গত ৩ দিন একই সমস্যাটা হয়েছিল। ব্রাউজার আপডেট দিসি। গতকাল দুপুর থেকে ঠিক হইসে। এখন ফুল ভার্সনে। মোবাইল ভার্সন থেকে ব্লগিং করার চেয়ে না করা উত্তম।
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার কথা মত কাজ হয়েছে। ধন্যবাদ।
ঈদের শুভেচ্ছা।
৮| ২১ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৬
শূন্য সারমর্ম বলেছেন:
ফুল ভার্সন সমস্যা সমাধান দিচ্ছে,সাবানের নাম কেউ দিচ্ছে না।
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ওটা আর মনে হবে না।
৯| ২২ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:০৫
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ক্রোম দিয়ে তো এখন পর্যন্ত আসা যাচ্ছে না, আপডেট দিলাম কাজ হচ্ছে না।
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রিইনিস্টল করুন।
১০| ২৩ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫১
খায়রুল আহসান বলেছেন: আমি সোয়া তিন বছরের নাতিকে নিয়ে ছাদে উঠেছিলাম চাঁদ দেখতে ও দেখাতে। কিন্তু ও নীড়ে ফেরা উড়ন্ত পাখি দেখেই বেশি উল্লসিত হচ্ছিল, চাঁদের প্রতি তার তেমন কোন আগ্রহ ছিল না। উড্ডীয়মান প্লেন দেখেও সে উৎফুল্ল হচ্ছিল। আকাশ মেঘাচ্ছন্ন থাকাতে শেষ পর্যন্ত চাঁদ দেখা হয়নি।
শতকরা ৯৫% ক্ষেত্রে আমার ব্লগিং করা হয় ল্যাপটপ থেকে। তাই অভিজ্ঞতা নেই বলে মোবাইল থেকে ফুল ভার্সনে যাবার ব্যাপারে কিছু বলতে পারছিনা।
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
স্যার, ফুল ভার্সন ব্যাপার টা পোষ্ট লেখার উসিলা মাত্র। মূল ব্যাপারটা ছিল অন্যখানে। সাবানের নামটা কোনভাবেই মনে করতে পারিনি।
আপনার নাতি আর আমার ছেলের বয়স এক। আপনাদের সময়টা ভালো কাটুক।
১১| ২০ শে মে, ২০২৩ রাত ১:৩১
চারাগাছ বলেছেন:
আপনার পোস্টের মুল বক্তব্য কি ছিল?
মোবাইল ভার্সন নাকি সাবান?
চাইলে সাবান নিয়ে আলাদা পোষ্ট দেয়া যেতো না?
০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: যেতো।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০২৩ ভোর ৫:২০
আমি সাজিদ বলেছেন: মোবাইল থেকে ফুল ভার্সনে যেতে পারছি। ঈদ শুভেচ্ছা।