নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন...

২২ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৪৫



আমাদের এখানে তখন বিয়ের ভিডিওর চল শুরু হয়েছে। দেখতে সিনেমার মত লাগতো। দৃশ্য অনুযায়ী গান সংযোজন করা থাকতো।
এই যেমন বৌকে যখন সাজানো হচ্ছে তখন আরতি মুখোপাধ্যায়ের ---

"তোমার মনের মত করে,
আমায় তুমি সাঁজিয়ে নাও।"

আবার যখন বরযাত্রী আসবে তখন কিশোর কুমার গেয়ে ওঠেন ---

"বহুদূর থেকে এ কথা,
দিতে এলাম উপহার।"

কিংবা ধরুন যখন মেয়ে কে বিদায় দিচ্ছে তখন বাবা মান্না দে কাঁপা কাঁপা কণ্ঠে গেয়ে উঠতেন ---

"তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে
যাকে নিয়ে স্বপ্ন আমার ঝড়তো দু'চোখ বেয়ে।"

মনে আছে সেই মূহুর্তের ভিডিও দেখতে দেখতে সবাই কেঁদে ফেলতো । এখন সময় পাল্টে গেছে এইসব গান হয়ত আর চলে না। নব্বই দশকের আবেগটাই ছিল অন্যরকম ।

আমাদের সেই সময়কার ঈদ গানটাও অন্য রকম ছিল। ঈদের চাঁদ দেখা গেলে ফেরদৌসি রহমান গেয়ে উঠতেন,
'ও মন রমজানের ঐ রোজার শেষে।'
এখন নজরুল বাজলেও ফেরদৌসি রহমান বাজেন না। আর এখনকার গাওয়া ঈদের গান শুনতেও ইচ্ছা হয় না। কেমন যেন দরদ ছাড়া গেয়ে দেয়।
দিন কে দিন দরদটাও যেন কমে যাচ্ছে। শুধু ঈদের গানে নয় সবখানে।

"আজ ঈদ মদিনার ঘরে ঘরে আনন্দ। "
ছোটবেলায় পড়েছিলাম। ঈদে সবচেয়ে সুন্দর দৃশ্য ভেসে উঠে যেন। ঈদটা আসলে অনুভবের ব্যাপার ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন ঈদের নামাজের মোনাজাত শেষে অনেকক্ষণ অপেক্ষা করতাম , অনেক মানুষের সাথে কোলাকুলি করার জন্য। এখন সেই কোলাকুলির রীতি পাল্টে গেছে। নামাজ শেষে কেউ আর দাঁড়াতে চায় না। যে যার মত বাড়ি ফেরে।
নতুন লুঙ্গি পরে, সেই লুঙ্গির সিল ছাপ্পড় না তুলেই ঈদগাহ মাঠে ফরফর শব্দ হেঁটে আসা মানুষ গুলোকে মিস করি খুব। বড় হয়েছি তো কি হয়েছে। নতুন লুঙ্গি ব্যাপারটাই তাদের কাছে আলাদা ছিল।


আর বেশি কিছু লিখবো না। ছেলেটা পাশে ঘুমাচ্ছে। ঈদ বুঝতে শিখছে। বুঝতে শিখছে বলেই হয়ত রাত আড়াইটাই ঘুমালো। ছোটবেলায় আমরাও ঘুমাতাম না। আমাকে বললো, বাবা হাতে রঙ দিয়ে দাও।
আমি হাতে মেহেদী দিয়ে সূর্য এঁকে দিলাম। সকালবেলায় যখন জাগবে, তখন দেখবে ঐ সূর্য টা লাল টকটক করছে।
এই লাল টকটকে সূর্যের মানে একদিন বুঝবে ঠিকই। বুঝবে লাল টকটকে সূর্যটাই শৈশব।
বুঝবে ছোটবেলার লাল সূর্যটা বড় হলে কেমন ফিকে হয়ে যায়।












মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৫৫

রানার ব্লগ বলেছেন: আমাদের সময় ঈদ এলে সবার মুখে একটা তৃপ্তির হাসি থাকতো। কি হিন্দু কি বৌধ্য সবাই একটা মিস্টি হাসি বিনিময় করতো। এখন আর সেই হাসি দেখতে পাই না। মানু্ষের মাঝে মেকি কেনকাটার রোল পরে আছে কেউই মনের আনন্দে কিনছে না। যান্ত্রীক এক জীবন।

২২ শে এপ্রিল, ২০২৩ ভোর ৪:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমাদের সময়কার ঈদ নিয়ে অনেক কিছু লেখা যেতো। সেই অনেক কিছু এখন আর আমাকে ঘুমাতে দিচ্ছে না।
আমরা ভুল পথে এগুচ্ছি। শো অফটা বেশি হয়ে যাচ্ছে আর শো অফের ক্ষেত্রও অনেক।

ঈদের শুভেচ্ছা জানবেন। পোষ্টে শুভেচ্ছা জানাতে ভুলে গেছি।

২| ২২ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:১৭

এম ডি মুসা বলেছেন: ইদ মোবারক

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হ্যা । আপনাকেও ঈদ মোবারক।

৩| ২২ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৫

শেরজা তপন বলেছেন: ঈদ মোবারক সুপ্রিয় সপ্নবাজ সৌরভ। ভাল থাকুন-শুভেচ্ছা অফুরান।

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভালোবাসা ভাই।

৪| ২২ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৭

জিকোব্লগ বলেছেন:



পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক !!!

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঈদ মোবারক ভাই। কোন রাগ অভিমান রাখবেন না।

৫| ২২ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক সৌরভ ভাই।
ভালোবাসা জানবেন।

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বাড়ি যাবো। ফিরে এসে পোষ্ট দিবো।

৬| ২২ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২০

কামাল১৮ বলেছেন: আর কতকাল একা থাকবো।এই গানটা কখন গাইবে।ঈদের শুভেচ্ছা।

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এটা বিয়ে ভিডিওতে পাবেন না। :)

৭| ২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৮

বিজন রয় বলেছেন: সন্তানের মাধ্যমে নিজেকে চেনা............. দারুন ব্যাপার, দারুন উপলব্ধি।

ব্লগে নিয়মিত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগে মুলত আপনাদের খুঁজতে আসি।
ভালো থাকবেন। কোন একটা নাটকে হুট করে হাজির হবো।

৮| ২৩ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিখেছেন। + +
আপনার লেখায় প্রাণ আছে, একটা অস্পষ্ট কষ্ট আছে আর স্মৃতি? সে তো সব সময়ই ঘুরে ফিরে আসে আপনার লেখায়।
আশাকরি, গতকাল ঈদের দিনটা আপনার ভালো কেটেছে, ভালোবাসায় এবং মায়ায়। আপনার পরিবারের জন্য ঈদ শুভেচ্ছা এবং নিরন্তর শুভকামনা।

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেকদিন পর খুব ভাল একটা ঈদ কেটেছে। আলহামদুলিল্লাহ।
আগামীকাল বাড়ি যাবো। আব্বার সাথে দেখা করতে। ঈদের দিন সকালে খুঁজেছেন পান নি।

৯| ২৩ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: শিরোনামে যা লিখেছেন। নজরুলের গানের লাইন।
দুশমন মনদের আমি ক্ষমা করতে পারবো না।

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একজন দূর্নীতিবাজ কে নিশ্চয়ই আপনি দোস্ত হিসেবে নেবেন না। হাত মিলাবেন না ।
তবে আপনার মনে কেউ আঘাত করলে মাফ করে দিবেন।

১০| ২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: মনে হয়না বাংলাদেশ কোনদিন হিংসা মুক্ত হতে পারবে।

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই পৃথিবীই হিংসা মুক্ত হবে না। আল্লাহ হিংসা দিয়েই পাঠিয়েছেন।

১১| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৭

জিকোব্লগ বলেছেন:



লেখক বলেছেন:
ঈদ মোবারক ভাই। কোন রাগ অভিমান রাখবেন না।

- ব্লগীয় আচরণ থেকে আপনাকে আমার অনেক বেশি ভালো মানুষ মনে
হয়েছে। আপনার মত ভালো মানুষের উপর কেনইবা রাগ অভিমান রাখবো!

ভালো মানুষদের আমি ইচ্ছাকৃত কষ্ট দিতে চাই না। আপনার ব্লগে আমার
কোনো ব্লগীয় আচরণে আপনি মনঃকষ্ট পেলে, আমি ক্ষমাপ্রাথী।

ভালো থাকবেন। অনেক অনেক শুভ কামনা।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ২:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার কাছ থেকে এই ব্লগের অনেকেই কষ্ট পেয়েছে ।
ব্লগীয় সম্পর্কের উপর ভিত্তি করে একজন ব্লগারের সাথে ব্যক্তিগত কারণে ঝামেলাও হয়েছে।

কারো ব্লগীয় আচরণে সাময়িক অভিমান বা রাগ হলে সেটা বেশিক্ষন থাকে না। ভুলে যাই। আমার জীবনে রেগে যাওয়ার রেকর্ড একেবারেই নেই বললেই চলে। খারাপ স্মৃতি আমি মনেও রাখি না।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.