নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো ?

২০ শে জুন, ২০২৩ রাত ৩:০২



কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো ?
________________স্বপ্নবাজ সৌরভ

যেদিন কবি মারা গেলেন
সেদিন সূর্যটা পূর্ব দিকেই উঠে ছিল
এবং বেলাশেষে হেলে পড়েছিল পশ্চিমে
বলতে গেলে নিয়মের কোন হেরফের ঘটেনি।

যেদিন কবি মারা গেলেন
সেদিন তেমন কোন শোকবার্তা নিয়ে কোন মিছিল আসেনি
তবে কিছু কবি এসেছিলেন
এদিক এদিক পায়চারি করে
ফিরে গিয়েছিলেন যে যার গন্তব্যে।
বেশ্যার দালালেরা দালালির টাকায়
সিগারেট ফুঁকতে দ্বিধাবোধ করেনি ।


না , বাজেনি কোন ফিউরালের সুর
তবে কিছু পাখিরা এসেছিলো শোকসুর নিয়ে
মাতম তুলেছিল খানিকটা , যে যার সাধ্যমত।
নাগরিক পাখি খ্যাত কাক-
কা কা করেছিল সমস্বরে।

যেদিন কবি মারা গেলেন
কবিকে সফেদ কাফনে মোড়ানো হলো
শোয়ানো হলো গুমোট কবরে
এতেও দ্বন্দ দেখা গেলো ,
কেউ বলল কবি ধর্মে ছিলেন না
কেউ বললো ধর্মে ছিলেন
কেউ কেউ আবার বললো -
কবি প্রার্থনারত থাকতেন কবিতায়।


কবির শেষ যাত্রা খুব একটা সুখকর হয়নি
সুখকর ছিলোনা তার পুরোটা জীবন
স্মৃতিচারণ ,অভিমান আর শোধের আগুনে জ্বলেছে শুধু , ভেতরে ভেতরে।
এই শহরে গাছ কাটা হলে কবি মন খারাপ করেছে খুব
পুকুর বোঁজালে বুক ভারী করেছে কষ্টে
কবি কিছু বলেনি , কবিরা কিছু বলেও না
শুধু প্রার্থনারত হয় কবিতায়।

কবি যেদিন মারা গেলেন
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো ?
গুটি কয়েক ছন্নছড়া অক্ষর আর শব্দগুলো
বাক্যে হয়ে মাথাচাড়া দিয়ে উঠেছিল শুধু ।
দিশেহারা , ছন্নছাড়া অগোছালো
যতসব অক্ষর , শব্দ , বাক্যের সেই নিদারুন সন্নিবেশে
জন্ম নেয় একেকটা কবিতা।
লিপিবদ্ধ হয় কবির কলমে , মগজে, মননে
তারায় কৃতজ্ঞ থাকে আজীবন, প্রতিশোধ নেয়

মূলতঃ কবি নয় প্রতিশোধ নেয় কবিতারা !







মন্তব্য ১৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২৩ ভোর ৬:০৮

ফারহানা শারমিন বলেছেন: খুব ভালো লাগলো। প্রিয়তে রেখে দিলাম

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৪:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।

২| ২০ শে জুন, ২০২৩ সকাল ৮:৪৭

শেরজা তপন বলেছেন: বেশ লিখেছেন। কবিরা বড্ড স্পর্শকাতর হয়। আর সেটাকে অনেকে পাগলামী ভাবে।

২৯ শে জুন, ২০২৩ রাত ৩:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হ্যাঁ কবিরা বড্ড স্পর্শকাতর, অভিমানী।
ঈদের শুভেচ্ছা শেরজা ভাই।

৩| ২০ শে জুন, ২০২৩ সকাল ৮:৫২

মিরোরডডল বলেছেন:



খুবই ভালো লাগলো ইভান।
একটা পরিপূর্ণ লেখা পড়লাম।
যত্ন নিয়ে লিখেছে।


বাজেনি কোন ফিউরালের সুর

ফিউরালের সুর বলতে কি বোঝানো হয়েছে?

২০ শে জুন, ২০২৩ বিকাল ৫:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শব্দ হবে funeral।

অনেক ধন্যবাদ মিরোরডডল। এই লেখাটায় যত্ন ছিল আসলেই।
ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

৪| ২০ শে জুন, ২০২৩ সকাল ১০:২২

রানার ব্লগ বলেছেন: কবিদদের শেষ যাত্রা কোনকালেই সুখকর ছিলো না। শোনা কথা রবীন্দ্রনাথের শেষ যাত্রায় বিশৃংখলা এতো তিব্র মাত্রায় ছিলো যে লোকজন নাকি কবির মরদেহের কাছে গিয়ে তার দাড়ি টেনে টেনে ছিড়ে নিয়ে ছিলো।

০৫ ই জুলাই, ২০২৩ রাত ৩:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনিও কবি আপনার শেষ জীবনটা সঠিক হবে না।
মন্তব্যে ভালোবাসা।

৫| ২০ শে জুন, ২০২৩ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৫ ই জুলাই, ২০২৩ রাত ৩:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হ্যা সহজ সরল একবারে।

৬| ২০ শে জুন, ২০২৩ দুপুর ১:৩৬

জটিল ভাই বলেছেন:
প্রান জুড়ালো,
হৃদয় কাড়িলো।

০৫ ই জুলাই, ২০২৩ রাত ৩:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনি কি ব্লগ ছেড়েছেন?

৭| ২৫ শে জুন, ২০২৩ রাত ৩:৪৩

চারাগাছ বলেছেন:
অনেক অভিমান জমে করে রেখেছেন?
অভিমান থেকেই কবিতা।
ভালো লাগলো। নিজেকে আপনার কবিতার কবি ভাবতে ইচ্ছা হচ্ছে।

০৫ ই জুলাই, ২০২৩ রাত ৩:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক। অভিমান থেকেই কবিতা।

৮| ২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: "কবিরা কিছু বলেও না, শুধু প্রার্থনারত হয় কবিতায়" - চমৎকার একটি পর্যবেক্ষণ। সুন্দর কবিতা। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.