নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

তিনটে মোমবাতি ত্রিভুজ হয়ে জ্বলছে ......

০৫ ই জুলাই, ২০২৩ রাত ৩:৪৯






দরজার ওপাশে ছায়া
এপাশে প্রজ্বল্যমান মোমবাতি
বাতাসে মৃদু কম্পমান অগ্নি শিখা
নিভতে নিভতে দারুন তোড়ে জ্বলে উঠে বারবার।

প্রাগৈতিহাসিক উপমা , নভস্থল থেকে আগত বার্তা
প্রাচীন প্রস্তর যুগ থেকে নিওলিথিক
দরজার ওপাশের অশরীরী ছায়া
বরাবরের মত দাঁড়িয়ে ,
প্রবেশের অপেক্ষায়।

তিনটে মোমবাতি
ত্রিভুজ হয়ে জ্বলছে
দোদুল্যমান শিখা আভা ছড়ায়
অন্ধকার ভেদ করা রক্তাক্ত সূর্যের আলো
কিছুক্ষনের মধ্যে আছড়ে পড়বে পৃথিবীতে।

দরজার ওপাশে অশরীরী ছায়া
দোদুল্যমান মোমবাতি
রক্তাক্ত সূর্যের আলো
অন্ধকারভেদ করে আলোর চিল
কিসের বার্তা শোনায় ?





ছবি : ইন্টারনেট

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- খুবাই কঠিন কবিতা।

১০ ই জুলাই, ২০২৩ রাত ২:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হুদাই লেখা কবিতা।

২| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: কবিতা আমি বুঝি। যে কবিতা পড়ে আরাম পাই সেটাই আমার কাছে ভালো কবিতা।

১০ ই জুলাই, ২০২৩ রাত ২:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই কবিতায় আরাম পাওয়ার কথা না।

৩| ২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: এ কবিতাটি পাঠকেরা নিজ নিজ ব্যাখ্যায় বুঝে নেবে। মোমবাতির ত্রিভুজ হয়ে জ্বলা, অন্ধকার ভেদ করে আসা আলোর চিল, দরজার ওপাশে ছায়া, ইত্যাদি শব্দচিত্রগুলো অনুপম হয়েছে।
পোস্টে দ্বিতীয় প্লাস। + +

০৫ ই এপ্রিল, ২০২৪ ভোর ৪:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মাথায় আরো পরিষ্কার ভাবনা ছিল।
সেটা লেখাই আনতে পারিনি ঠিকমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.