নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

চারাগাছ ক্রমশ বড় হচ্ছে.....

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৫৪




দীর্ঘ দিন ব্লগে নাই। ফেসবুক ডিয়েক্টিভ।কোন কিছুই ভালো লাগে না। মানসিকভাবে স্বস্তিবোধ করছি না। বাবুর অসুস্থতা , চাকুরীর পাশে রোজগারের আরেকটা রাস্তা বের করতে পারিনি, আব্বা বিছানায় উঠে বসার শক্তি নেই আর। সব মিলিয়ে ভীষণ মানসিক চাপে থাকি। ব্লগ ছেড়ে থাকতে কষ্ট হয় খুব। অনেক ব্লগার আমাকে খুঁজছেন। আমিও মিস করেছি। বাবা, ছেলে, শৈশব নিয়ে খুব লিখতে ইচ্ছা হলেও মাথায়
কিছুই আসে না আর।


ডাক্তার নুরুন্নাহার ফাতেমা গতমাসে বাবুর ইকো করলেন। রিপোর্ট গতবারের চেয়ে একটু ভালো। ওর ভাল্বের নালী সরু হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সার্জারী করতে হবে একসময়। ছয় মাস পর আবার টেস্ট করতে হবে।দেখা যাক ডাক্তার তখন কি বলেন।
বাচ্চার হার্টের সমস্যা ধরা পরার পর অতিরিক্ত দৌড়াদৌড়ি করতে দেয়ই না। শুধু মদিনায় গিয়ে কোন বাঁধা দেয়নি। সারা মসজিদে নববী চত্বর দৌড়ে বেড়িয়েছে। নিষেধ করিনি।
ডাক্তারকে বললাম , ওকে বেশি দৌড়াতে দেয় না। সিঁড়ি ভাঙতে দেয় না।
ডাক্তার বললেন, ওর সমস্যা না হলে অসুবিধা নাই। ওকে তো আর স্পোর্টসম্যান বানাবেন না। ফুটবল দিয়ে মাঠে নামানোর দরকার নাই। একটু খেয়াল রাখবেন বেশি হাঁফিয়ে না যায়।



নিহাল সাধারণত হাঁফায় না। মাঝে মাঝে দৌড়ে এসে বলে, বাবা দেখো তো বুকে কোন শব্দ হয় নাকি?
আমি বুকে কান পাতি , শব্দ শুনে। আমার বুকে মোচড় দেয়।

আমি ডাক্তার কে বললাম, ও কি সাইকেল চালাতে পারবে? ওর সাইকলের খুব শখ।
ডাক্তার বললেন, পারবে।
আমি নিহাল কে নিয়ে ডাক্তারের রুম থেকে বের হচ্ছি। বের হতে হতে ছেলেটা বলল, বাবা বাবা আমি কি সুস্থ হয়ে গেছি।
আমি বললাম, তুমি কখোনোই অসুস্থ ছিলা না।
কিন্ত বুকে ধকফক করে যে?
করুক সমস্যা নাই।
বাবা আমাকে কি সাইকেল কিনে দিবা।
হ্যাঁ দেবো।

আজ নিহালের জন্মদিন। চারাগাছ ক্রমশ বড় হচ্ছে। চার বছর কেটে গেল খুব দ্রুত। নিহাল কে এখনো সাইকেল কিনে দেয়া হয়নি। ভেবেছিলাম জন্মদিনেই কিনে দেবো। নিহাল সেই সাইকেলে চেপে বসবে আর আমি ধরে থাকবো। ঠ্যালবো।নিহাল বলবে বাবা আরো জোড়ে ঠ্যালো। আমি ঠ্যালতেই থাকবো আর নিহাল প্যাডেল হাঁকিয়ে এগোতে থাকবো। মাঝে মাঝে ছেড়ে দিয়ে আবার ধরতে যাবো। নিহাল তখন বলবে, বাবার তুমি এতো বোকা। দেখছো না দুই পাশে চাকা লাগানো। আমি তো পড়বোই না।
আমি কিছু বলি না। বারবার ধরতে যায়। নিহাল বলে, বাবা তোমার এতো ভয়।

ব্যস্ত শহরের ফাঁকা রাস্তায় নিহালের সাইকেল চলতে থাকে। মাঝে মাঝে ক্রিং ক্রিং বেল বাজে। আমি বারবার সাইকেল ধরতে যায়। ভুলে যায় যে চাকা লাগানো আছে। নিহাল হা হা করে হাসতে থাকে।
বাবারা ভীষণ বোকা হয় । ভীষণ ভীতু হয়।
হতে হয় হয়তো।






মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২১

সোনাগাজী বলেছেন:



নিহাল'এর রোগটার নাম কি?

০৮ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অসুখের নামটা এইমূহুর্তে বলতে পারছি না।

ওর বাল্বের রক্তনালী সরু হয়ে যাচ্ছে। যতসরু হবে ততো সমস্যা হবে।
সেক্ষেত্রে বেলুন সার্জারী করে সরু ভাল্বটাকে একটু মোটা করে দেয়া হয়। কিন্তু সমস্যা হচ্ছে ভাল্বে লিকেজ থাকায় সেটা করা সম্ভব হবে না রিস্কি হয়ে যাবে। তাই ডাক্তার বেলুন সার্জারিতে যেতে চাচ্ছেন না।

এই সমস্যার সমাধান হচ্ছে সার্জারী করে ভাল্ব বদলে দেয়া। সমস্যা বেশি হলে ডাক্তারের ভবিষ্যত প্ল্যান তেমনই। ওর বয়স কম। এই বয়স আর সমস্যার প্রকটতার উপর ডাক্তারের প্ল্যান নির্ভর করছে।
এই সমস্যা ঔষধে নিরাময় হয় না। শেষমেশ সার্জারী প্রয়োজন অনুযায়ী।


ধন্যবাদ আপনাকে।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৪৫

কামাল১৮ বলেছেন: অনেক বাচ্চাই এখন হার্টের সমস্যা নিয়ে জন্ম নিচ্ছে।এটা অমন কঠিন কিছু না।আশা করি চিকিৎসায় সেরে যাবে।

০৮ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শ্রদ্ধেয় সোনাগাজীর মন্তব্যে আমি সংক্ষেপে জানিয়েছি। আসলে ঔষধে এই সমস্যার নিরাময় হয় না।
আশা করবেন সার্জারিতেও যেন যেতে না হয় কোনদিন।

আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থতা কামনা করি।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:১০

শ্রাবণধারা বলেছেন: আপনার ছেলের জন্য অনেক অনেক আদর আর দোয়া রইলো।
সে খুব তাড়াতাড়ি সম্পুর্ণ সুস্থ হয়ে যাবে এই কামনা করি।

০৮ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
আর কদিন পরে ও ব্লগিং করবে আশাকরি।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৩

নজসু বলেছেন:


দোয়া রইলো ভাই।

০৮ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনি ভালো থাকবেন সতত।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৫

নয়ন বড়ুয়া বলেছেন: নিহালের জন্য অনেক আর্শিবাদ। সুস্থ হয়ে উঠুক। বাবার স্বপ্ন পূরণ করুক...
জন্মদিনের শুভেচ্ছা নিহালের জন্য...

০৮ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ। বাবার স্বপ্ন নিশ্চয়ই পুরণ হবে। চেষ্টা করছি।
ভালো থাকবেন আপনি।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৮

সোনালি কাবিন বলেছেন: শুভেচ্ছা রইলো।

০৮ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: নিহাল অবশ্যই সুস্থ হবে।
আমার পরিচিত এক ছেলের হার্টে সমস্যা ছিলো। সে এখন সুস্থ। সাঁতার কাটছে। স্কুলে যাচ্ছে। ফুটবল খেলছে।

নিহাল ভালো থাকুক। সুস্থ থাকুক।

০৮ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এটাই কাম্য।
তবে নিহালের সমস্যাটা একটু ভিন্ন।
আপনি ভালো থাকবেন রাজকন্যা, রানীদের নিয়ে।

ধন্যবাদ ভাই।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫২

করুণাধারা বলেছেন: শুভ জন্মদিন নিহাল! ছোট্ট চারাগাছ হয়ে উঠো বিশাল মহীরুহ, যেন তোমার ছায়ায় সকলের প্রাণ জুড়িয়ে যায়।

গতকাল রাত বারোটার দিকে কি কারনে জানিনা, খুব পটকা ফুটতে লাগলো। তখন হঠাৎ করে আমার মনে পড়ল, আপনি একবার পোস্ট দিয়েছিলেন পয়লা জানুয়ারিতে, পটকা বাজি এইসবের শব্দে নিহাল কেমন ভয় পেয়েছিল... খুব কাকতালীয়ভাবে, সকালে উঠে দেখি নিহালকে নিয়ে পোস্ট দিয়েছেন!! ধন্যবাদ। আসলে নিহালের কথা মনে পড়ে। ওর জন্য দোয়া করি। ইনশাল্লাহ নিহাল সুস্থ হয়ে উঠবে। ‌

আপনার খারাপ সময়ের কথা জেনে খারাপ লাগলো। যদিও জানি জীবনে এমন খারাপ সময় সকলেরই আসে, তারপর চলেও যায়। আপনারও কাটবে‌। তবে এই সময় সুস্থ থাকা খুব দরকার, মন ভালো রাখা দরকার। মাঝে মাঝে ব্লগে আসলে হয়তো ভালো লাগবে, তাই মাঝে মাঝে আসবেন। আর ঘুমটা নিয়মিত করা দরকার। আড়াইটা পর্যন্ত জেগে থাকা কোন ভালো কিছু নয়।

শুভকামনা রইল অনেক।

২৪ শে জুন, ২০২৪ দুপুর ২:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রতিদিন নিহাল কে নিয়ে গল্প তৈরী হয়। লিখা হয়না। ইদানিং সে নিজেই লিখতে পারে। ছবি আঁকতে পারে। আল্লাহর কাছে চাইতে পারে।

আপনি ভালো থাকবেন করুণাধারা আপা।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৩

চারাগাছ বলেছেন:
আমাকে শিরোনামে রেখেছেন দেখে ভালো লাগলো। আরো ভালো লাগলো আপনি ফিরে এসেছেন।
আমি, মিরোর, খাইরুল স্যার সহ অনেকে আপনাকে খুঁজছেন। আপনার পোষ্ট গুলোতে চোখ বোলালে বুঝতে পারবেন। আশাকরি মানুষের স্নেহ ভালোবাসার মূল্য দেবেন।
ভালো থাকুন। সোনাগাজী নিহালের অসুখের ডিটেলস জানতে চেয়েছেন। আশাকরি জানাবেন।
আপনার ছানার সুস্থতা কামনা করি।
জন্মদিনের শুভেচ্ছা। শুভকামনা।
ওকে একটা সাইকেল কিনে দেবেন কষ্ট করে হলেও। বাপছেলের মুহুর্ত ভালো কাটুক।

ছবিটা নিহালের কর্ম?

২৪ শে জুন, ২০২৪ দুপুর ২:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

খুব জলদি সাইকেল কিনে দেব। সামনের মাসে বাবুর টেস্ট। দেখা যাক রিপোর্ট কেমন আসে।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

তেলাপোকা রোমেন বলেছেন: আলো আসুক। শোক মুছে যাক।

২৪ শে জুন, ২০২৪ দুপুর ২:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আলো নিশ্চয় আসবে।
ভালো থাকবেন আপনি।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: নিহাল সুস্থ হতে চায়। সাইকেল চালাতে চায়। মনের ইচ্ছাশক্তি অনেক বড় একটা শক্তি। ওর তা আছে। আমার স্ত্রীরও হার্ট অনেক দুর্বল। অল্পতেই হাপিয়ে যায়, জোরে শব্দ সহ্য করতে পারে না। আশা করি নিহাল অবশ্যই অতি দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে যাবে।

২৪ শে জুন, ২০২৪ দুপুর ২:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার স্ত্রীর হার্টে কি সমস্যা ?
ডাক্তার কি বলে ?
সুস্থতা কামনা করি।
আপনিও ভালো থাকবেন।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৮

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ ,




চারাগাছ ক্রমশ যখন বড় হয়ে উঠছে তখন হতাশা আর বিষাদগ্রস্থতা ঝেড়ে ফেলুন। চারাগাছটি মহীরুহ হয়ে উঠবেই আপনার স্পর্শে।

নিহাল এর জন্মবার্ষিকীতে শুভেচ্ছা অফুরান।

২৪ শে জুন, ২০২৪ দুপুর ২:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার আশা জাগানিয়া !
ভালো থাকবেন স্যার।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৩৫

নিবারণ বলেছেন: মন্ডা খারাপ হইয়া গ্যালো। নিহাল বাজানের সুস্থতার জইন্য দোয়া রইল।

২৪ শে জুন, ২০২৪ দুপুর ২:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে ?
আপনার লেখা প্রথম পাতায় যায় ?

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৫২

মিরোরডডল বলেছেন:




নিহাল বাবাটার জন্য অন্তর থেকে শুভকামনা, ভালো হয়ে উঠবে।

আমাদের রাশান রাজপুত্র ইভানকে এতদিন পর দেখে ভালো লাগলো।
বুঝতে পারছি, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।

সময় করে মাঝে মাঝে এভাবে এসে ঘুরে যাবে।
আপডেট দিয়ে যাবে।

বাবা ছেলে সবাই ভালো থাকুক।

২৪ শে জুন, ২০২৪ দুপুর ২:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ধন্যবাদ জানাই আলিওনুশকা বোন!
দিন একেবারে খারাপ যাচ্ছে না।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৭

খায়রুল আহসান বলেছেন: নিহাল এর জন্য অনেক অনেক আদর আর দোয়া রইলো। চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, এটা ভালো কথা। আরেকটু বয়স বাড়লেই ও এ রোগ থেকে মুক্তি পাবে বলে আশা ও দোয়া করি। ছোট চারাগাছটা একদিন এক বিশাল মহীরুহ হয়ে উঠবে।

নিহাল এর জন্মবার্ষিকীতে অনেক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি।

শ্রাবণধারা, করুণাধারা, চারাগাছ, আহমেদ জী এস ও মিরোরডডল এর মন্তব্যগুলো ভালো লাগল।

২৪ শে জুন, ২০২৪ দুপুর ২:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আগামী আগামী মাসে নিহালের টেস্ট আছে। দেখা যাক রিপোর্ট কেমন আসে।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪৬

চারাগাছ বলেছেন: আপনার উচিত সময় করে সকলের মন্তব্যের জবাব দেয়া।
জানিনা কেমন আছেন আপনারা।

২৪ শে জুন, ২০২৪ দুপুর ২:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দিয়েছি।
আপনার , রাজীব নুর , গোফরান , সারমর্মের খোঁজ নাই।
খারাপ লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.