নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ফিউনারেল এর সুর বাজছে কেন ? ব্লগাররা কি সামুর শেষকৃত্য অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ?

০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৩




ব্লগার হামা ভাইয়ের পোষ্টের পর অনেকেরই দ্বিধায় ভুগছেন। অনিশ্চয়তায় আছেন সামু হয়তো বন্ধ হয়ে যাবে। হামা ভাই শুধু মাত্র আশঙ্কা করেছেন সেই সাথে কিছু কারণ উল্লেখ করেছেন। সামুকে নিয়ে যারা চিন্তিত ছিল তাদের মনে আশঙ্কাটা আরো দৃঢ় ভাবে জমাট বেঁধেছে , সেই সাথে সংক্রমিত হচ্ছে অতি দ্রুত।
সামু আমার জীবনে বড় একটা ভালোবাসার জায়গা। পরিবার , অফিস আর সামু এর বাইরে দৈনিক বিচরণ খুব কম। ব্লগিংয়ে ১৩ বছর হতে চললেও , এক্টিভিটিজ খুব একটা নেই বললেই চলে। ২০১১ তে রেজিট্রেশন করলেও সক্রিয় ছিলাম না লেখায় আর মন্তব্যে। এরপর তো ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত নির্বাসনে ছিলাম বেশ কিছু কারণে। ফিরলাম ২০১৮ তে আমার স্কুলের শৈশব স্মৃতি নিয়ে। সেই থেকে কিছুটা সময় দেয়ার চেষ্টা করতাম। যদিও সেই সক্রিয়তা সামুর প্রতি ভালোবাসার বিচারের মানদণ্ড হতে পারে না।

২০১৮ সালের পর থেকে ধীরে ধীরে পরিচিতি পেলাম কারো কারো কাছে। এরপর যখন নিয়মিত হচ্ছি তখন হুট্ করে সামুতে ঢুকতে পারলাম না। সরকার থেকে বন্ধ করে দিলো। ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুরে ঠিক ২১ দিন পর যখন সামুতে ঢুকতে পারলাম তখন উচ্ছ্বাসটা ছিল ঠিক বাঁধ ভাঙা আওয়াজের মত ! সত্যিই তাই।

আবার ফিরে আসা আবার ভরপুর ! কতইনা অদ্ভুত সময় গেছে সামুতে। ব্লগে হটাৎ করেই ফিউনারেল এর সুর বাজছে। জানি না হয়তো ব্লগাররা সামুর শেষকৃত্য অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। অথচ ব্লগারের কলতানে মুখরিত হওয়ার কথা ছিল সামুর বাগিচা। মাত্র ২৯ জন কে অনলাইনে দেখেছিলাম। প্রথম যখন সামুতে আসতাম তখন এই হিসাব গুলো মাথায় আসতো না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ২৯ শুধু মাত্র সংখ্যা নয়! ভালোবাসা , আবেগ , স্বপ্ন আর শঙ্কার আশঙ্কাও বটে।
সামুর বাগিচায় কাজের ফাঁকে উঁকি দিয়েছি খুব। কর্পোরেটে বাধা নিষেধ , ব্যস্ততা , জবাবদিহিতা কত কিছুই না উপেক্ষা করেছি । অফিসে ব্যারিকেডের মুখেও পড়েছি। এক্সেস করতে পারতাম না। তবুও মন পরে থাতো । এই মন কোন ব্যারিকেডের ধার ধারে না। অফিসে সামহোয়্যার ইন ব্লগের ব্লগ ডে র সুভেনির হিসেবে পাওয়া মগটা আমার ডেস্কে রাখা আছে। বলেছি আমি সামহোয়্যার ইন এর ব্লগার।

আজ অদ্ভুত এক মনমরা অনুভূতির জন্ম দিচ্ছে। অদ্ভুত মনখারাপের উপলব্ধি। কখনো এভাবে ভাবিনি। সামুর মানুষ গুলোকে খুব অনুভব করতাম হয়তো !!

আজ সকলে এক পশলা বৃষ্টি হয়ে গেল । নাম মাত্র বৃষ্টি । সে বৃষ্টি কোন সুবাতাস বয়ে আনেনি। ১০ তলার জানাল দিয়ে এক ফালি নীল আকাশ উঁকি দিচ্ছে। আমার এই শহর রং বদলায় , রং বদলায় আকাশ। শরৎ আসে , শরৎ যায়। এই কাল বদলের নিয়মে চেনা মুখগুলো খুব কি অচেনা হতে পারে ?



সামু হারিয়ে যাবে চিরতরে ভাবতে খুব কষ্ট হয়। কাভা ভাইয়ের মন্তব্যে কিছুটা আশার আলো দেখতে পেলাম। মনে হলো এক পশলা বৃষ্টি হয়তো খুব জলদি মাটিতে আছড়ে পড়বে। মাটির গন্ধ ছড়াবে কিছুটা হলেও। হয়তো নতুন একটা উপলক্ষ্য আছে সামুর ব্লগারদের জন্য। আপাতত শেষকৃত্য নয় প্রিয় ব্লগার , আয়োজন হোক উৎসবের .......



মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৯

অপু তানভীর বলেছেন: ভয় নেই । এখনই বন্ধ হয়ে যাচ্ছে না । তবে এক সময়ে বন্ধ হবে এটা হয়তো বলা যায় । ইন্টারভিউয়ে মডারেটর সেই ইঙ্গিতই দিয়েছেন । কিন্তু সেই সাথে এটাও পরিস্কার যে ব্লগের সব লেখা হারিয়ে যাবে না । এটা আর্কাইভ হিসাবে থাকবে । আমরা পোস্ট পড়তে পারব তবে আর লগইন, পোস্ট কিংবা মন্তব্য আর করা হবে না হয়তো !

০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগের লেখা গুলো তখন কপি করবো কিভাবে?
আমার কাছে কোন ড্রাফট নেই। ৯০ ভাগ সরাসরি পোস্ট করা।

যাইহোক যেইদিন দেরি আছে।
আপাতত ডিসেম্বরের আয়োজন নিয়ে ভাবা যায়। কাভা যেমনটা বলেছেন।

২| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:০০

হাসান মাহবুব বলেছেন: বিষাদ সুন্দর। আমার পোস্টের কল্যাণে অনেকের সামুর প্রতি অনুরাগ পুনঃপ্রকাশিত হতে দেখলাম। ব্লগের সাম্প্রতিক পরিস্থিতির জন্যে এটা খুব দরকার ছিল।

০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগের বর্তমান পরিস্থিতে পুরোনোরা ফিরলে ভালো লাগবে।
আপনাকে ধন্যবাদ হামা ভাই। আপনার পোস্ট ফলপ্রসূ হোক।

৩| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:০৪

নতুন বলেছেন: কম্পিউটারে বসলে আসে সামু, তারপরে অনলাইন পত্রিকা, ফেসবুক, ইমেইল এসব একে একে অপেন করি।

অফিসে আসলেও তাই। প্রতিদিনের কাজের অংশ হয়ে গেছে ব্লগ।

সামু বন্ধ হতে দেওয়া যাবেনা।

জাদিদ ভাইকে বলবো ব্লগ চালাতে কি কি খরচ ব্লগারা সাহাজ্য করতে পারে সেই বিষয়ে লিখতে।

ব্লগাররা মিলে একটা সমাধান বের করা যাবেঃ।

একটা ফি চালু করা যেতে পারে। অনেক অনলাইন পত্রিকাই ফ্রী এবং পেইড ভারসন আছে।

০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সামু বন্ধ হতে দেওয়া যাবেনা।
এটাই প্রতিজ্ঞা।

৪| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১৯

শায়মা বলেছেন: সামু বন্ধ হতে এখনও অনেক দেরী আছে। যেভাবে হরষে বিষাদে আড্ডায় কলোরোলে গুজবে সুজবে সামু চলছে তাতে বন্ধ হয় কার সাধ্যি? যতদিন এই কলোরোল থাকবে ততদিন সামুও বেঁচে থাকবে।

০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কাভা কিন্তু ডিসেম্বরের আয়োজনের কথা বলেছেন !

৫| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৪৪

সায়েম মুন বলেছেন: যাক অনেকটা আশার আলো দেখা যাচ্ছে। সামু চিরজীবি হোক।

০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি আর ব্লগ ছেড়ে যাবেন না। কোন ভাবেই না।

আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি .... কার তাতে কি?

৬| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সামু বন্ধ হবে না ইংশাআল্লহ

০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এটাই চাওয়া।

৭| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:২৮

জাহিদ অনিক বলেছেন: খারাপ না তো! একটা করুণ সুর বেজে উঠেও যদি আবার উদ্বলিত ও উদ্বেলিত হই! হলাম না হয়!
সামু থাকবে আরও অনেক দিন!

০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনিও সুর তুলুন কবিতায় প্রিয় কবি।

৮| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: দমেমিলে কাজ করি তাহলেই ভয় নেই
জয় হোক ব্লগিং এভাবেই চিরদিন----------------

০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
১০ জন এক মতে আসা কঠিন কাজ বটে।
ধন্যবাদ আপনাকে।

৯| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:২৭

নূর আলম হিরণ বলেছেন: সামুকে বন্ধ হতে দেওয়া ঠিক হবে না।

০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একেবারেই ঠিক হবে না হিরণ ভাই।

১০| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৩

ধূম্র ধূম্রাট বলেছেন: সামু বন্ধ হবি নে যদি সামুর ব্লগাররা আবার এসে এই ব্লগকে সমৃদ্ধ করে তো । কারণ যত এর প্রসার বাড়বি এর স্থায়ীত্ব তত বাড়বি এইটে বলাই যায় !

০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সামু সময় যথেষ্ট প্রসারিত ছিল।
সময়ের ব্যবধানে আজ এই অবস্থা।
দুঃখজনক।
তবে আপনার কথা ঠিক , পুরোনোরা ফিরে এলে অবশ্যই নতুন কিছু হবে।

১১| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


শেষকৃত্য সহজে আসবে না,ব্লগারেরা অবগত হয়েছে তাই নিজেদের তাগিদেই টিকিয়ে রাখবে।

০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার কি মনে হচ্ছে ?
আগামীতে ১০০+ ব্লগার অনলাইনে থাকবে নিয়মিত।
দিনে ৩০ টা পোস্ট আসবে।
এমন কিছু ?

১২| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৬

দি এমপেরর বলেছেন: টেনশন নিয়েন না। দিল্লি হনূজ দূর ‌আস্ত।

০৮ ই জুলাই, ২০২৪ সকাল ১০:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দেখা যাক !

১৩| ০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


১০০+ ব্লগার ও ৩০+ পোস্ট থাকবে না। তবে হুট করে ব্লগ উধাও হবে না, উধাও হবার আগে ব্লগারেরা বুঝতে পারবে।

০৮ ই জুলাই, ২০২৪ সকাল ১০:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হুট্ করে ব্লগ উধাও হচ্ছে না আশাকরি।

১৪| ০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:০১

খনাই বলেছেন: অপু তানভীরের নেয়া মডারেটর কাল্পনিক ভালোবাসার ইন্টরভিউয়ের পর থেকেই মনে হচ্ছে খুবই পেসিমিস্টিক আমাদের ব্লগাররা (অল্প ক'জনই বাদ থাকবে এই অবজারভেশন থেকে) । জানা নিজে ফান্ড করে ব্লগ এতদূর এনেছে। তাই যদি কোনো ইনস্টিটিউশনাল সাপোর্ট না থাকে তাহলে এক সময় ব্লগের চলার পথের শেষ হবে। কিন্নরী নিশ্চই জানার মতো নিজের খেয়ে বনের মোষ তাড়াবার দায়িত্ব নিজের ঘারে নেবে না। তাছাড়া জানার শারীরিক অসুস্থ্যতার নিউজটা শুনেই কিছুদিন আগের থেকে এই শংকাটার কথা অনেকবারই মনে এসেছে। কিন্তু তাহলে ব্লগ নিয়ে কি করার আছে সেটা ভাবার দরকার ছিল। সেটা ভাবার কাজটা কিন্তু কেউ করেনি। হাসান মাহবুবের মতো পুরোনো ব্লগারের লেখাতেও শুধু হা হুতাশ দেখে প্রচন্ড হতাশ হয়েছি। যাহোক,আমাদের ব্লগের একটা ফেসবুক গ্রুপ আছে। ব্লগ না থাকলে সেটা কে কি আরো একটিভ করা যায়? পুরো খোলনলচে তো বদলে ফেলার দরকার নেই । ব্লগের নর্ম, স্ট্রাকচার মেইনটেইন করে সামু নামে, একই লোগো ব্যবহার করে (অবশ্যই জানার মতামত নিয়ে) কি আমরা ফেসবুক গ্রুপটা চালাতে পারি না ? এখন তো অনেক ফেসবুক বেইসড সাহিত্য গ্রুপও আছে যাতে লাখেরও বেশি সদস্য। সেগুলো যদি ভালোভাবে চলতে পারে তবে আমাদের ফেসবুক গ্রুপটাও চলতে পারবে নিশ্চই। জাদিদ এ নিয়ে কি কিছু ভাবছে জানতে পারলে ভালো হতো। যাহোক, সবাই ভালো থাকুন।

০৮ ই জুলাই, ২০২৪ সকাল ১০:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সামু ছাড়া আমার কোন অনলাইন সোশ্যাল এক্টিভিটিস নেই।
ফেসবুক থেকে শুরু , সেই ফেসবুক ছেড়েছি।
ব্লগ বন্ধ হলে সাময়িক অসুবিধা হলেও মানিয়ে নিতে পারবো। অনেকেরই নিজস্ব সাইট আছে।

১৫| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



এটা একটা সু উদ্দেশ্য প্রনোদিত সাবধানবাণী ।
লিখে রাখতে পারেন , এ ব্লগ কোনদিন বন্ধ হবেনা
বরং দিনে দিনে আরো শক্তিশালী হবে :)
বলা হয় মৃত্যু আলো নিভিয়ে দেয় না ;
এটা শুধুমাত্র নির্বাণ করা হয়, তবে
সামুর বিদায় ঘন্টা বাজবেনা ।
সামুর আলো জ্বলবে চারিদিকে
যুগ হতে যুগান্তরে, কাল হতে
কালান্তরে ।
শুভেচ্ছা রইল

০৮ ই জুলাই, ২০২৪ সকাল ১০:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এমনটা না হলে আপনাদের অনুভব করবো ভিতরে ভিতরে।

১৬| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪২

নিমো বলেছেন: বাংলা ব্লগ ছিল সময়ের দাবির necessary evil, যা সময় ফুরালে নিজেও ফুরিয়ে যাবে। এটা নিয়ে এত মাতামাতিরতো কিছু দেখি না।

০৮ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সময়ের তাগিদে বাংলা ব্লগের জন্ম হলেও নিজেই একটা তাগিদ বোধ করি।
সেই তাগিদটা অনেকবার হয়তো প্রকাশ পেয়েছে লেখায় । সামু না থাকলে হয়তো বাস্তবে কোন প্রভাব পড়বে না। মানিয়ে নেব একসময়।

'আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......'
সামু ব্লগ আমার অনেক স্মৃতিবহন করে। সেই মানুষগুলোর সাথে দেখা হতো সেই মানুষ গুলোর সাথে আর কোনদিনই দেখা হবে না।
মাতামাতিটা সম্ভবত সেই কারণেই।

ধন্যবাদ নিমো।



১৭| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ১১:০১

শেরজা তপন বলেছেন: ব্লগার নিমোর কথায় সহমত। কোনকিছুই চিরন্তন নয়। ব্লগ চিরতরে বন্ধ হবার আগেই আমরা কতজন অক্কা পাব কে জানে! :(

০৮ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সামু ব্লগ আমার অনেক স্মৃতিবহন করে। সেই মানুষগুলোর সাথে দেখা হতো সেই মানুষ গুলোর সাথে আর কোনদিনই দেখা হবে না। কি ভয়াবহ।

১৮| ০৮ ই জুলাই, ২০২৪ রাত ২:২২

বিডি আইডল বলেছেন: সামু ব্লগ না বা না থাকায় কিছু এসে যায় না। বাংলা অনলাইন কমুউনিটিতে এর প্রয়োজনীয়তা ফুরিয়েছে আরো ১০-১২ বছর আগে। আমাদের আর্কাইভ গুলা দেখতে মাঝে মাঝে আসা ছাড়া এই সাইটের আর কোন ব্যবহার এই সময়ে আর নেই।

০৮ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই যে আপনি দিনে ১২-১৪ ঘন্টা ব্লগিং করতেন একসময়। এখন আর করেন না । ব্যস্ত হয়ে পড়েছেন। এখন জীবন থেকে ১ ঘন্টা নিজের জন্য বের করাও দুরহ হয়ে পড়ে। এখন ১২-১৩ ঘন্টা অন্যখানে দেন। সবই সময়ের প্রয়োজনে , সময়ের তাগিদে।




আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.