নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
১৩ বছরে ব্লগে অনেক কিছু দেখেছি। অনেক ক্যাচাল ফ্যাচাল দেখেছি। সহজ সরল ভাবে থাকবো বলে ক্যাচালে জড়াতে চাইনি। ক্যাচালমুলক পোষ্ট দেইনি। কমেন্ট করা থেকেও বিরত থেকেছি। আমি যেই পোষ্ট গুলো লিখেছি সবই সহজ সরল। তারপরেও বক্র মন্তব্য খেতে হয়েছে। আমার শৈশব বাবা ছেলে নিয়ে লেখা পোষ্ট গুলোতে কারো কারো ভালো না লাগলে এড়িয়ে গিয়েছে অনেকেই।
দেখলাম চাঁদগাজী ব্যান হয়েছেন। সোনাগাজী নিক থেকে ব্লগিং করতে পারবেন না আর। সোনাগাজী ব্লগকে সিরিয়াস ভাবে নিতেন। উনি সকল ব্লগারের সঠিক ভাবে ব্লগিং করানোর দ্বায়িত্ব নিয়েছিলেন। ক্লাসরুমে আড্ডা চললেও ব্লগে আড্ডা উনি গ্রহণ করতেন না। ব্লগে কেউ কারো ভাই বোন ভাবী নানী শাশুড়ি হোক, এই বিষয়েও তার আপত্তি ছিল। তার ব্লগিও চিন্তাধারা সাথে আমার চিন্তাধারা যায়নি। যদিও এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। তারপরেও আমাকে হেয় করে মন্তব্য করেছেন কয়েকবার।
প্রথম প্রথম খারাপ লাগলেও ব্লগ কে সিরিয়াস ভাবে নেয়া বাদ দিয়েছি অনেক আগেই। একসময় অফিস থেকে ব্লগিং করতাম নিয়মিত। সেই অভ্যাস ত্যাগ করেছি। আগে প্রতিদিন একটা করে পোষ্ট লেখার চেষ্টা করতাম। সেই চেষ্টাও বাদ।
চাঁদগাজী নেই। হয়তো অন্য নিকে ফিরে আসবেন। তাতে ব্যক্তিগতভাবে আমার কোন যায় আসবে না। আমি মোটামুটি নিশ্চিত নতুন নিকেও ব্লগিংয়ের সপ্তাহখানেকের মধ্যেই কমেন্ট ব্যানের আওতাভুক্ত হবেন।
ব্লগারার সাজিদ পুরনো ব্লগারের। সহজ সরল একজন বলেই মনে করি। উনি বিদায় পোষ্ট দিয়েছেন। হয়তো ফিরবেন না আর। এই ব্লগ কে আর সিরিয়াসলি না নিলেও একটা টান অনুভব করি। আমার সমস্ত শৈশব আর স্মৃতির এই ব্লগে লিপিবদ্ধ করা আছে। কোন কাগুজে খরচড়া আমার কাছে সংরক্ষিত নেই। ব্লগের প্রতি একটা টান অনুভব করি বলেই হয়তো কেউ চলে গেলে খুব খারাপ লাগে। আমার প্রিয় এক ব্লগার জুল ভার্ন চলে গিয়েছিলেন। আমি পোষ্ট দিয়েছিলাম তাকে নিয়ে। আজ চাঁদগাজী নেই। অদ্ভুত ব্যাপার হচ্ছে কেমন যেন শূন্যতা অনুভব করছি। সেই শূন্যতা থেকেই খারাপ লাগা। এই যে লাগছে।
২| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এভাবেই যদি ব্লগের সদস্যরা ব্লগ ছেড়ে চলে যায়
বলুন কার ভালো লাগবে ???
......................................................................................
এক সময়ে মুসলিম লীগ বা আওয়ামী লীগ প্রবল প্রতাপে জনতার
ভোট নিয়ে দেশ শাসন করছে,
কিন্ত যখনই তারা জনসাধারনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের আখের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে
তখনই তাদের পতন ঘন্টা বেজে গেছে ।
আমাদের সকলের প্রিয় ব্লগে " মুক্ত আকাশ, বাক স্বাধীনতা আর বাধঁ ভাঙার আওয়াজ " কি শুনতে পান ???
৩| ২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫১
মিরোরডডল বলেছেন:
লুক, ইভান বলছে সিরিয়াসভাবে নেয়ার কিছু নেই।
আবার একইসাথে বলছে, কোন ব্লগারের অনুপস্থিতিতে শূন্যতা অনুভব করছে।
সিরিয়াসভাবে না নিয়েই যদি এই অবস্থা হয়, সিরিয়াসলি নিলে কি হতো!!!
আসলে আমরা মানুষ এমনই, আবেগ বেশি।
তাই অল্পদিনের অনলাইনের ইন্টার্যাকশনেও একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব তৈরি হয়ে যায়।
হয়তো এর গভীরতা কম, ভাসা ভাসা ছাড়া ছাড়া কিন্তু তারপরও হয়!
Actually, it's not that bad.
এনিওয়ে, মিহিদানাকে নিয়ে পোষ্ট দিবে কবে?
কতদিন হলো? কেমন হয়েছে এখন?
কি ভাবছে? মিহিদানা কে?
আমাদের ইভান জুনিয়র হচ্ছে একটা প্রিয় রসগোল্লা।
তার ছোট্ট বোনটা তো মিহিদানাই হবে, তাই না?
এটা আমার দেয়া আদরের নাম
৪| ২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:২৪
নান্দাইলের ইউনুছ বলেছেন:
অনেক বছর আগে মোহাম্মদ লোমান নিকে এক জন ছিলেন। তিনি দুবাই থেকে লিখতেন।
শুনেছি- সা কা চৌ কে সমর্থন করে পোস্ট দেয়াতে তাকে আজীবন ব্যান করা হয়্।
সময়টা ছিল আলীগের আমল।
এখন হলে মোহাম্মদ লোমান নিষিদ্ধ হতেন না এটা আমি নিশ্চিত।
সময়ের বাতাসের তালে তালে চলে সবাই। এখন বাংলাদেশের পত্রিকা পড়লেই এটা বুঝা যায়।
এমনকি ব্লগও এর বাইরে নয়।।
৫| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৭
অপু তানভীর বলেছেন: কেউ কেউ আসলেই ব্লগিংটাকে বেশি সিরিয়াসলি নিয়ে নেয়। এটা এখন কেবলই সময় কাটানোর মাধ্যম । আর কিছু না।
৬| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সিরিয়াস নেয়ার কিছু না। সহজ ভাবে নিলেই হয়। তবে চলে যাওয়ার ব্যাপারটায় কষ্ট লাগে
৭| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি আপনার সাথে একমত।
৮| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৬
জটিল ভাই বলেছেন:
কেউ যদি নিজেই নিজের ব্লগ ছাড়ার কারণ হতে আগ্রহী হয়?
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৪৩
কামাল১৮ বলেছেন: আমি যদি ক্যাচাল না করি কারো সাধ্য নাই আমার সাথে ক্যাচাল করে।সে তো আর আমার মাথায় বাড়ি দিতে পারবেনা।কিছু ব্লগারের মৃত্যুর পর সে দিক থেকেও সাবধান আছি।