নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কান্না গুলো কোথায় যেন আটকে আছে...

১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১০

আব্বা নেই। আব্বা একদিন থাকবেন না তখন কি করবো? কার হাত ধরে হাঁটবো? কে পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে?
এইসব ভেবে ছোটবেলা থেকেই অনেক কেঁদেছি।
আব্বা আজ নেই। সত্যিই নেই। কান্নাগুলো কোথায় যেন আটকে আছে। দেখতে দেখতে তিন দিন চলে গেল। এখোনো হুহু করে কাঁদতে পাড়লাম না। কিন্তু আমার কান্নার খুব দরকার।

মাঝে মাঝে পুরনো কথা মনে হচ্ছে। এই যে রেললাইন পার হচ্ছি , এই যে হোঁচট খাচ্ছি , এইযে আব্বা শক্ত করে হাতটা ধরছেন। সবকিছু। সবকিছুই মনে হচ্ছে। আচমকাই চোখ ভিজে উঠছে। এটুকুই। আমি আমার ছেলের হাত ধরে হেঁটে বেড়াই। গোসল করাই।
গা মোছাই। ছেলেটা বলে, বাবা তুমি যখন দাদার মত মারা যাবা আমি তখন খুব কাঁদবো।
আমি ছেলেকে জড়িয়ে ধরি। কিন্তু কান্না আসেনা।

আমার হুহু করে কান্নার দরকার।কান্না গুলো কোথায় যেন আটকে আছে...

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩২

আমি সাজিদ বলেছেন: সান্ত্বনা দেওয়ার কোনও ভাষা পাচ্ছি না ভাই। স্রষ্টার সান্নিধ্যে উনি ভালো থাকুন এই কামনা করি। আল্লাহ ভরসা।

২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সান্ত্বনা দেওয়ার তেমন কিছু নেই।
আমি শক্ত আছি। কিভাবে আছি জানিনা।
মাঝে মাঝে মাথা এলোমেলো লাগছে। ফুঁপিয়ে কাঁদতে ইচ্ছা হচ্ছে।
কান্না চাপা আছে।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: আল্লাহ আপনাকে ধৈর্য ধরার শক্তি দান করুক!

২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মনে হচ্ছে আল্লাহ আমাকে শোক হজম করার অনেক শক্তি দিয়েছেন।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহি ইয়ারহাম। আল্লাহ আপনার বাবাকে জান্নাতের উচ্চু মাকাম দান করুন। ধর্য ধারণ করুন, ভেঙ্গে পড়বেন না শুধু দোয়া করে যাবেন এখন এ ছাড়া কিছুই পৌছাতে পারবেন না বাবার কাছে।

২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কি কি দোয়া পড়তে হবে ?
জান্নাতে একসাথে হাঁটতে চাই , হাঁটতে হাঁটতে হোঁচট খেতে চাই।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: সৌরভ।
আপনি বুঝবান মানুষ। বিচক্ষন মানুষ। তাই আমি আপনাকে শ্বান্ত্বনার কোনো কথা বলব না।

আপনার যে অনুভূতি, সেই অনুভূতি আমি একদম টের পাচ্ছি।

২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি আপনার সাথে কথা বলতে চাই। কিন্তু যোগাযোগের মাধ্যম হারিয়ে ফেলেছি।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৫

মায়াস্পর্শ বলেছেন: আল্লাহ আপনার মৃত বাবাকে ভালো রাখুন,আপনাকে এবং পরিবারের বাকি সবাইকে ধৈর্য্য ধরার ক্ষমতা দান করুন ।

২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমার আব্বা ভীষণ ভালো মানুষ ছিলেন। উনি যেন ভালো থাকেন।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১১

জুল ভার্ন বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা।

১৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ১৯৭১ সালের ২৩ মার্চ , পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস।
ঠিক যেখানে দাঁড়িয়ে আব্বা স্বাধীন বাংলার পতাকা তুলে ছিলেন ঠিক সেখানেই তাঁকে রাখা হয়েছিল জানাজার জন্য।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১২

কিরকুট বলেছেন: বাবার না থাকা টা পৃথিবীর সকল সন্তানের জন্য গভীর বেদনাদায়ক। ধৈর্য ধরুন। পৃথিবীর সকল অসৌজন্যতার মুখোমুখি হবার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। নিজের একান্ত আত্মীয় স্বজন কে বদলে যেতে দেখতে পারেন। কষ্ট পাবেন না। আপনার বাবার আত্মা শান্তি পাক।

২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভয়ঙ্কর সত্যটা জানিয়েছেন। আমি প্রস্তুতি নিচ্ছি।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আপনার আব্বার রূহের মাগফিরাত কামনা করছি।
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা।

২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২০

শায়মা বলেছেন: বাবার রুহের মাগফিরাত কামনা করছি ভাইয়া। সান্তনা দেবার ভাষা জানা নেই।

২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

অন্তত একজন একটু পিঠে হাত বুলিয়ে দিক। মাথার পেছনে নেড়ে দিক।
যে দিতো সে নেই।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:১৩

খায়রুল আহসান বলেছেন: আপনার বহু লেখায় আপনার বাবার প্রসঙ্গ এতবার ঘুরেফিরে এসেছে যে সেগুলো পাঠ করে আপনার পাঠকদের মনেও আপনার বাবা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে গেছে। একজন শিক্ষক হিসেবে তিনি বহু মানুষের নিকট যুগ যুগ ধরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন। এমন একটি জনকল্যাণমূলক পেশায় নিয়োজিত থেকে তিনি আপনাদের লালন করেছেন। আপনি আপনার পিতার একজন স্নেহধন্য সন্তান ছিলেন; আবার আপনি নিজেও আপনার আপন সন্তানের প্রতি একজন স্নেহশীল পিতা। স্নেহের এই কোমলতা আপনাদের মাঝে বংশপরম্পরায় প্রবাহিত থাকুক, এই কামনা করছি।
হৃদয়-মথিত কান্নাগুলো এখন হয়তো কোথাও আটকা পড়ে আছে, তবে নিশ্চয়ই নিভৃতে কোন একদিন সেগুলো বেরিয়ে আসবে। আপনার অশ্রু হবে আপনার প্রয়াত বাবার জন্য বিশুদ্ধতম দোয়া ও প্রার্থনা। তখন আপনি অনেকটা হালকা বোধ করবেন।
আপনার মাথার ওপর থেকে বাবার স্নেহের হাত চলে গেছে চিরতরে। এখন ছেলের হাত আঁকড়ে ধরুন, তার মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিন। আপনার মত সেও একদিন আপনাকে নিয়ে লিখবে।
আপনার প্রয়াত বাবার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে শান্তির কবরে পরিণত করে দিন, তার জীবনের সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে তাকে পরকালে জান্নাত নসিব করুন!
দিশেহারা এ সময়ে আপনার মনের শান্তি কামনা করছি।

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি এখনো কাঁদতে পারিনি। খুব কষ্ট লাগছে। হুহু করে কাঁদা দরকার।
সময় শৈশব খান খান হয়ে গেছে।

১১| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০

কিরকুট বলেছেন: লেখক বলেছেন:
ভয়ঙ্কর সত্যটা জানিয়েছেন। আমি প্রস্তুতি নিচ্ছি।


নিজে এই প্রক্রিয়ার মাঝ দিয়ে যাচ্ছি সেই ২০০৮ থেকে ।

১২| ২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

মিরোরডডল বলেছেন:





অনেক অপূর্ণতা পূরণ করা যায় কিন্তু বাবা মায়ের কোন বিকল্প নেই।
এটা একবার চলে গেলে সারাজীবন অপূরণীয় হয়ে থাকে।

প্রিয় ইভান, নিজের বাবার কাছ থেকে যা কিছু পেয়েছে, আজ নিজের ছেলেকে সেটা দিবে।
বাবাকে নিয়ে যা কিছু স্বপ্ন ছিলো যেটা হয়ে উঠেনি, সেটাও ছেলেকে নিয়ে করবে।
I would say, you are very lucky to have your son.
ছেলের মাঝে বাবাকে পাবে, অনেকের সেটাও নেই।

চোখে পানি না এসেও কান্না হয়, সেটা বোবা কান্না।
আশা করি সময়ের সাথে, বুকের চাপা কষ্ট হালকা হয়ে যাবে।


২২ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নিহাল পৃথিবীর শ্ৰেষ্ঠ দাদা কে হারিয়েছে।
আব্বা যখন কথা বলতে পারতেন তখন দাদু ভাই দাদু ভাই করে কাঁদতেন।
আমার চেয়ে নিহালের ইমোশন আলাদা। সেই গল্প আরেকদিন বললো।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

মিরোরডডল বলেছেন:





কিরকুট বলেছেন: বাবার না থাকা টা পৃথিবীর সকল সন্তানের জন্য গভীর বেদনাদায়ক। ধৈর্য ধরুন। পৃথিবীর সকল অসৌজন্যতার মুখোমুখি হবার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। নিজের একান্ত আত্মীয় স্বজন কে বদলে যেতে দেখতে পারেন। কষ্ট পাবেন না।

কথাটা ভীষণ সত্যি।

বাবার যখন ক্যান্সার, তখন প্রথমবারের মতো আমার ইনসোমনিয়া হয়।
দিন মাস বছর সারারাত একটু ঘুমাই না। রাত জেগে বসে থাকি আর ভাবি কখন যেন সেই মুহূর্ত আসবে, বাবা চলে যাবে।
কেমন হবে সেই সময়টা, তারপরই বা কি হবে!
একটা আতংক আর অজানা ভয় তাড়া করে, বাবাহীন জীবন কেমন হবে।

তারপর এলো সেই মুহূর্ত, দ্যা মোমেন্ট বাবা চলে গেলো, বুকের ভেতর থেকে যেন কিছু একটা ছিঁড়ে গেলো।
জীবনে প্রথম পাশে দাঁড়িয়ে কবর খোঁড়া দেখলাম।

বাবা বেঁচে থাকতে অনেকসময় একটু অভিযোগ ছিলো, বাবা মানুষকে ভালোবেসে এতো বেশি মানুষের জন্য করতো, তাই পরিবারের প্রতি মনে হয় কিছুটা উদাসীন। কিন্তু যখন ঈদগাহ ময়দানে বাবার জানাজায় গেলাম, তখন দেখলাম যতদূর চোখ যায় হাজার হাজার মানুষ আর মানুষ! জীবনশেষে হয়তো এটাই প্রাপ্তি, মানুষের ভালোবাসা।

কিন্তু সময়ের সাথে সাথে কোথায় চলে গেলো সব!
পরিবারটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে গেলো।
বাবারা হচ্ছে বটবৃক্ষ।
আজ বটবৃক্ষ নেই, সেই ছায়াও নেই।


২২ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

বাবাহীন জীবন কেমন হবে ভেবে অনেক রাত কেঁদেছি।
বিষণ্ণ থেকেছি। সন্ধ্যায়কালীন বিষণ্নতা গ্রাস করেছিল প্রতিনিয়ত। আমি এর উৎস ধরতে পারছি।

খুব দ্রুত একজন মনোরোগ ডাক্তার দেখাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.