![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দন্ডবিধির ৪৯৭ ধারায় বলা আছে 'যদি কোনো ব্যক্তি এমন কোনো নারীর সঙ্গে তার স্বামীর সম্মতি ছাড়া যৌনসঙ্গম করে এবং অনুরূপ যৌনসঙ্গম যদি ধর্ষণের অপরাধ না হয়, তাহলে সে ব্যক্তি ব্যভিচারের দায়ে দায়ী হবে, যার শাস্তি সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদন্ডসহ উভয় দন্ডে দন্ডিত হবেন। তবে, এরকম ক্ষেত্রে স্ত্রীলোকটি দুষ্কর্মের সহায়তাকারিণী হিসেবে শাস্তিযোগ্য হবে না।’
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫২
স্বপ্নডানা১২৩ বলেছেন: হুম। দোষ বিবেচনা করলে দুজনেই দোষী হওয়া উচিৎ আর এট দোষ বিবেচনা না করলে দুজনের কেউই দোষী না।
২| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০০
উদাসী স্বপ্ন বলেছেন: তাও ভালো শরীয়া আইন দেয় নাই। দিলে তো জান নিয়া টানাটানি
০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯
স্বপ্নডানা১২৩ বলেছেন: ঠিকই বলেছেন
৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দোষ র্নিদোষ , স্হান কাল পাত্র ভেদে ভিন্ন
তাই সকল আইন নিপাত যাক ।
যদি সুষম আইন করা যায় হবে, নইলে
মানব জাতি নিজ বিবেচনায় চলবে
প্রকৃতির মতো !
০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯
স্বপ্নডানা১২৩ বলেছেন: আপনি একটা দামী কথা বলেছেন ঃ যদি সুষম আইন করা যায় হবে, নইলে মানব জাতি নিজ বিবেচনায় চলবে প্রকৃতির মতো !
৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩
উদাসী স্বপ্ন বলেছেন: পরকীয়াটা প্রতারনা কিন্তু ব্যাভিচার করতে গেলেও রিস্ক। কারন মেয়ে যদি দাবী করে বসে তখন ধর্ষন সংক্রান্ত মামলাতে পড়ার ঝুঁকি থাকে। তারওপর স্পেন সুইডেনে নতুন নিয়ম না মানে না। কানাডা ফ্রান্স অস্ট্রিয়াও এরকম আইনের কথা ভাবছে। তাই নারীর ক্ষমতায়নের সাথে সাথে ব্যাভিচারের ধ্যানধারনার পট পরিবর্তন হবে।
বাংলাদেশের এই কনসেপ্ট এখন অনেক পুরোনো এবং কিছু কিছু ক্ষেত্রে সাংঘর্ষিক
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭
স্বপ্নডানা১২৩ বলেছেন: তথ্যবহুল মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
৫| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪
উদাসী স্বপ্ন বলেছেন: তা নতুন পোস্ট কবে আসবে শুনি
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯
স্বপ্নডানা১২৩ বলেছেন:
আচ্ছা, আপ্নে কি তাইওয়ানিজ মুভি who killed cock robin দেখছেন? jotil. ভালভাবে বুঝতে পরপর দুইবার দেখলাম
৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০
উদাসী স্বপ্ন বলেছেন: না দেখি নাই। আজকেই দেখবো তাইলে
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮
স্বপ্নডানা১২৩ বলেছেন: দেখিয়েন। আশা করি, গল্পের প্যাচগোচ উপভোগ্য হবে।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২১
খায়রুল আহসান বলেছেন: ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারী, উভয়েই সমভাবে দোষী।
২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৪
স্বপ্নডানা১২৩ বলেছেন: যেটা একজনের জন্য দোষ বিবেচনা করা হবে , সেটা আরেকজনের জন্য প্রযোজ্য হবে না কেন ?
৮| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫০
খায়রুল আহসান বলেছেন: সমভাবে দোষী হলে সমভাবেই বিচার হওয়া উচিত।
২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০২
স্বপ্নডানা১২৩ বলেছেন: আইনের দৃষ্টিতে সমতা
২৭। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য
২৮। (১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না।
৯| ২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৬
খায়রুল আহসান বলেছেন: সঠিক। স্মরণ করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৭
স্বপ্নডানা১২৩ বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭
আরোগ্য বলেছেন: আমার মতে দোষ দু'জনের শাস্তিও দুজনই পাবে।