নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নডানা১২৩

স্বপ্নডানা১২৩ › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট সন্তানকে মোবাইল ফোন দেননি অথচ ভীড়ে হারিয়ে গেলে কী করে চট করে যোগাযোগ করবে কিংবা কোন বিপদ হলে কীভাবে জলদি SOS পাঠাবে ?

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৮

এর সহজ সমাধান হতে পারে নীচের ছবিটার মত বাচ্চাদের একটি ট্র্যাকার ওয়াচ ।



এই ধরণের ঘড়ির বিজ্ঞাপন আরো আগে অনলাইন বেচাবিক্রির সাইটে দেখেছিলাম কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকা দাম উল্লেখ ছিল । দিন কয়েক আগে হঠাৎ আজকের ডিল ডট কমে দেখি দাম দেখাচ্ছে সতেরশো পঞ্চাশ । তাই দেখে অর্ডার দিলাম । চেক না করেই ডেলিভারিম্যান থেকে নিয়ে নিলাম। তারপর বাক্স খুলে ঘড়ির পাওয়ার বাটন চাপলাম । অন না হওয়াতে ঘাবড়ালাম হাল্কিস । বেকার জিনিস ধরায় দিল নাকি ! এরপর ইউএসবি পোর্ট দেখে বুঝলাম চার্জ দিলে কাজ হতে পারে । বেশ কিছুক্ষণ চার্জ দেবার পর ঘড়িতে জীবনের স্পন্দন শোনা গেল । তারপর নির্দেশিকা অনুযায়ী সব কিছু করলাম । কিন্তু গুগল ম্যাপে ঘড়িটা লোকেট করাতে পারলাম না । তখন গুগ্লাইলাম । বুঝা গেল, ঘড়িটা যেহেতু টুজি নেটওয়ার্কে কাজ করে সেহেতু ঘড়িতে টুজি ইন্টারনেটের সিগন্যাল E (edge) আসতে হবে



যেহেতু ঘড়িতে সিম ব্যবহার করতে হয় , তাই বলে এটি দিয়ে মোবাইল ফোনের মত বাচ্চা যাকে ইচ্ছা তাকে ফোন করতে পারবে না । আপনি যে যে নাম্বার নির্দিষ্ট করে দিবেন, বাচ্চা ঘড়ির বাটন চেপে সেই সেই নাম্বারে জরুরী প্রয়োজনে যোগাযোগ করতে পারবে, এর বাইরে অন্য সে ফোন করতে পারবে না। আর আপনি একইসাথে মোবাইল ফোনে এপ্স এর মাধ্যমে ঘড়ি পরা বাচ্চার অবস্থান ম্যাপে দেখতে পারবেন ।

কী কী করবেন ঃ
 বাচ্চার ট্র্যাকার ঘড়িতে যেই সীম দেবেন তাতে ত্রিশ দিনের একটা ডাটা প্যাক ভরুন আর বাড়তি কিছু টাকার ব্যালেন্স রাখুন ।
 গুগল প্লে স্টোর থেকে আপনার সেলফোনে SETracker ডাউনলোড করুন । রেজিস্ট্রেশনের সময় আপনার ঘড়ির ব্যাকসাইড স্ক্যান করুন সেলফোন দিয়ে।



 এপ্স এর ম্যাপের নির্দিস্ট বাটন চেপে ম্যাপে ঘড়িকে কো অর্ডিনেট করুন
 বাচ্চা কোন নাম্বারে এসওএস মেসেজ ও কল দিতে পারবে তা নির্দিস্ট করে উল্লেখ করুন সেটিন্স এ
 ঘড়িটার সাহায্যে বাচ্চা কল দিয়ে বা কল রিসিভ করে কথা শুনতে পারবে ।

উল্লেখ্য যে ঘড়িটাতে edge sign দেখাতে হবে, না হলে ঘড়ির সাথে এপসের মেলবন্ধন হবে না । কিন্তু আমি বাচ্চার ট্র্যাকার ঘড়িতে সীম ভরার পর নেটোয়ার্ক সিগনাল পেলাম , edge sign পেলাম না । গুগল ভরসা । তারপর আমার সেল ফোন থেকে নীচের মেসেজগুলো কিডস ট্র্যাকার ওয়াচে থাকা সীমের নাম্বারে প্রেরণ করে ঘড়িতে edge sign আনতে এবং ম্যাপে ঘড়ির লোকেশন প্রদর্শন করাতে পেরেছিলাম ।

> pw,123456,ts#

>> pw,PASS,time,hour.minute. second,date,year.month.date#

Example — setting of time 08:46:40 and date 09.11.2001: pw,PASS,time,8.46.40,date,2001.09.11#


>>> pw,PASSWORD,cr#

এতে কাজ না হলে নীচের লিঙ্কে বিস্তারিত দেয়া আছে, ভিন্ন উপায় আছে, পড়ুন
https://findmykids.org/blog/en/setting-of-gps-watch-for-kids-using-sms-commands

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোন বিপদ হলে কীভাবে জলদি আপনাকে SOS পাঠাবে ?
........................................................................................ বাচ্চারা কি পাঠাতে পারবে ?

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪০

স্বপ্নডানা১২৩ বলেছেন: হ্যা ট্র্যাকার ঘড়িটির এসওএস বাটনটি কিছুক্ষণ চেপে থাকলে আপনার নির্দিস্ট করা মোবাইল নাম্বারে মেসেজ ও কল চলে যাবে । পাশাপাশি অন্য আরেকটা নাম্বারে কল করতে পারবে । এই ঘড়িতে কল করা ও কল রিসিভ করা যায়

আর হ্যাঁ বাচ্চা কল করতে পারবে আপনার নির্দিস্ট করা নাম্বার গুলোতে । অন্য নাম্বারে নয় ।

২| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৪

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: এই ঘড়ি সম্পর্কে আগে শুনেছিলাম কিন্তু ডিটেইলস কিছু জানতাম না। আপনার পোস্টের মাধ্যমে কিছু জানলাম।
শুভকামনা রইলো। :)

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৫

স্বপ্নডানা১২৩ বলেছেন: কিছুটা জানাতে পেরে ভাল লাগছে ।

শুভকামনা অবশ্যই জরুরী । কারণ চাইনিজ হলেও ব্র্যান্ড হলে অনেকদিন টেকে । আর এতো নন ব্র্যান্ড চাইনিজ। কদিন টেকে কে জানে ! তাই শুভকামনা অবশ্যই জরুরী

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৮

স্বপ্নডানা১২৩ বলেছেন: স্রাঞ্জি সে বলেছিলেন যে আমি নাকি সেফ হব না । আলহামদুলিল্লাহ, এগারো/বারো দিনের মাথায় সেফ করার জন্য মাননীয় মডু সাহেবকে অন্তরের গভীরতম পাদদেশে প্রবাহিত স্বচ্ছ সলিলা থেকে একরাশ পানির ঝাপটা রহিল ।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৮

কাওসার চৌধুরী বলেছেন:



দারুন একটি বিষয়ের আলোকপাত করেছেন। এটি দিয়ে বাচ্চাদের ট্রেকিং করতে পারলে তো দারুন হবে। ভীড়ের মধ্য বাচ্চারা সহজে হারিয়ে যাবে না। হয়তো ভবিষ্যতে মানুষ এই ঘড়ি ব্যবহারে উৎসাহ পাবে।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৯

স্বপ্নডানা১২৩ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। এই ভীড়ের শহরে এটা কাজে আসবে।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিরাট ঝামেলার কাজ। ট্রাকারটতিতো খোয়া জেতে পারে।
সব চেয়ে ভাল হয়, বাচ্চাকে নিজের মোবাইল নাম্বারটি মুখস্ত করিয়ে দিন। অথবা একটা কার্ডে লিখে তার পকেটে রেখে দিন।
বাচ্চাকে বলুন সে হারিয়ে গেছে এমন মনে হলে কাউকে রিকোয়েস্ট করে এই নাম্বারে যেন কল দেয়।
সে থাকবে লোকসমাগম আছে এমন স্থানে, নির্জনে যাবেনা। কেউ পেরেন্টস কে খুঁজে দিবে বলে অন্য দিকে নিতে চাইলে যাবেনা।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২

স্বপ্নডানা১২৩ বলেছেন: বাচ্চা হারিয়ে গেছেমনে করলে সে এসওএস বাটন চাপলে সাথে সাথে প্যারেন্টের মোবাইলে কল ও মেসেজ চলে যাবে। প্যারেন্টস চাইলে তারা নিজেরাও বাচ্চাকে কল করতে পারবে। সেসাথে আপনার সুন্দর সাজেসন এক্সটা অপশন হিসেবে তো থাক্লোই।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: সেফ পরবর্তী দারুন পোস্ট দেবার জন্য আপনাকে একটা ধন্যবাদ দেয়া যেতে পারে। বেশ দরকারী পোস্ট বৈকি।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১১

স্বপ্নডানা১২৩ বলেছেন: আনন্দিত হলাম অনেক।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২

সুমন কর বলেছেন: আগে জানা ছিল না, তাই শেয়ার করার জন্য ধন্যবাদ। বাচ্চাদের চোখের আড়াল করলেই বিপদ............

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

স্বপ্নডানা১২৩ বলেছেন: আমি মনে করি জিনিসটা উপকারী হবে

৮| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার লাগবে। এতো বড় হয়ে গিয়েছি তবুও ভয় করে একা বের হতে।

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

স্বপ্নডানা১২৩ বলেছেন: আপনি যেহেতু বড়, আপনার এন্ড্রোয়েড ফোন থাকার কথা। সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে জিপিএস ট্রাকার নামিয়ে বাসার কারও এন্ড্রোয়েড মোবাইলের সাথে ট্যাগ করে নিন।

৯| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:


বাচ্চাদের জন্য ভাল একটা জিনিশ । তবে আমার কথা হচ্ছে কত দিন টিকবে । কারন বাংলাদেশের অনলাইন কেনা কাটার উপর ভরসা কম ।

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

স্বপ্নডানা১২৩ বলেছেন: কত দিন টিকবে দেখা যাক ।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার দেখা ভোট : জনগনের ভাবনা
................................................................................................
কিছুক্ষন আগেই সংবাদ এলো ২/১ জনের প্রান গেল , ব্যালট বক্স ছিনতাই হলো,
পুলিশের ঘুম হারাম হলো । কেন এই সহিংসতা ???
..................................................................................................
আমার ব্লগে আসুন "ভোট দিন "

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

স্বপ্নডানা১২৩ বলেছেন: গিয়েছি আপনার পোস্টে

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

ওমেরা বলেছেন: অক্টোবরের পোষ্ট আমার কমেন্ট নেই কেন !
আমার যেহেতু বাচ্চা নেই তাহলে আমি বাচ্চা কিন্ত বড় বাচ্চা আমাি হারাব না কখনো ! ইনশা আল্লাহ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

স্বপ্নডানা১২৩ বলেছেন: আপনার কমেন্ট পড়ে মজা লাগল ।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০

ওমেরা বলেছেন: সচেতনমূলক পোষ্টের জন্য ধন্যবাদ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৪

স্বপ্নডানা১২৩ বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ উৎসাহের জন্য ।

১৩| ২১ শে জুন, ২০১৯ রাত ৮:৫৬

খায়রুল আহসান বলেছেন: একটি জনসচেতনতামূলক পোস্ট, আমি নিশ্চিত, এর দ্বারা অনেকেই উপকৃত হবেন।
পোস্টের জন্য ধন্যবাদ এবং নিরাপদ ঘোষিত হবার জন্য আন্তরিক অভিনন্দন!
শুভ হোক, আনন্দময় হোক আপনার ব্লগযাত্রা!!!

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩৫

স্বপ্নডানা১২৩ বলেছেন: আরো একটা জিনিস আবিস্কার করলাম । যদি আপনার কল কেউ না ধরে তাৎক্ষনিক ভাবে , সেক্ষেত্রে পাওয়ার বাটন চেপে ধরে কথা রেকর্ড করা যায় । পাওয়ার বাটন ছেড়ে দিলে সেই রেকর্ড মূল অভিভাবকের ফোনে চলে যাবে । সেক্ষেত্রে এপস এ লগিন থাকলে অভিভাবক সেই রেকর্ডে একসেস পাবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.