![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চপিং বোর্ডে সব্জি কাটা আর অফিস এর ডেডলাইন চলছে একই গতিতে। দিনের শুরু সূর্য ওঠার আগে, শেষ কখন জানি না !!!!!
প্রতিদিনের সাংসারিক ডেডলাইন গুলো নিশ্চিন্তে ঘুমায়, কারণ ওরা জানে সময়ের আগে সব তৈরি থাকবে। ফোনের ওপার থেকে কান শুনতে পায়, ‘কালকে গ্রেইড সাবমিসান-এর লাস্ট ডেইট’। অফিসের ডেডলাইন-টাও জানে, ৪৮ ঘণ্টায় তিন ঘণ্টা ঘুমিয়ে গ্রেইড জমা দেওয়ার ইতিহাস, তাই ঔ নিশ্চিন্তে ঘুমায়, ওর কাজটাও সময় মত হবে।
ছোট ছোট মুখ গুলি ভুলে না, ‘মা বলেছিল হোম-ওয়ার্ক শেষে গল্পের বই…… তার আগে না !!!!’ যথারীতি হোম-ওয়ার্ক শেষ হয়, ক্লান্ত চোখ জোড়া ভাবে, ‘তবে একটু জিরোই……’ কিন্তু না…… ছোট এক জোড়া মুখ পছন্দের বই হাতে বলে, ‘তুমি না বলেছিলা গল্প শুনাবা’
গল্প চলে, কিভাবে বীজ থেকে গাছ, আবার গাছ থেকে ফুল…… নতুন জিনিষ জানার বিস্মিত চোখ গুলো দেখে, আমি ভুলে যাই, সাত সকালে সব্জি কাটার ছুরির কল্যাণে, আঙুলের কোথায় যেন একটা চিন চিনে ব্যথা ছিল ????
ডেডলাইন কিন্তু মিস হয়……
ক্লান্ত চোখ মিস করে ঘুমের ডেডলাইন। অসমাপ্ত বই গুলি মিস করে, পড়ে শেষ করার ডেডলাইন। আর…… কি কি যেন হাবিজাবি মাথায় আসে লিখবো বলে…… লেখাটাও মিস করে তার ডেডলাইন………
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯
নির্ভাণা বলেছেন: ধন্যবাদ।
২| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৮
রাজীব নুর বলেছেন: আমাকে কিছু সান্ত্বনার বাণী দিয়ে প্রশান্ত করুন ।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯
নির্ভাণা বলেছেন: বুঝলাম না!! একটু বুঝায় বলেন ভাই………
৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৭
খায়রুল আহসান বলেছেন: ডেডলাইন খুব ভয় পাই। বিশৃঙ্খলার আনন্দটুকু সবাই বোঝে না।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮
নির্ভাণা বলেছেন: সেকেন্ডের কাটার সাথে পা ফেলতে হয়, তাই বিশৃঙ্খলার আনন্দ বুঝার ইচ্ছা থাকলেও উপায় নাই!!!!!
৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১
ব্লগার_প্রান্ত বলেছেন: দুঃখজনক
৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩
একান্ত নিনাদ বলেছেন: U have a very good writing approach. don't stop.
১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
নির্ভাণা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ক্লান্ত চোখ মিস করে ঘুমের ডেডলাইন।

অসমাপ্ত বই গুলি মিস করে, পড়ে শেষ করার ডেডলাইন।
লেখাটাও মিস করে তার ডেডলাইন………
...................................................................দারুন কথা
মারহাবা মারহাবা
............................................................