নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্ভাণা

নির্ভাণা › বিস্তারিত পোস্টঃ

এই বসন্তে-৩

২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

সময় বহমান, কারো জন্য থামে না। থামবে কেন? ওর কি দায়? সাদিয়া প্রতি মাসে হাত গোনা ভুলে গেছে, প্রয়োজনের অভাবে। কিন্তু আলেয়া হিসেবে খুব পাকা, তাই সুযোগ বুঝে সাদিয়াকে ডেকে কথাটা পারলো, ‘কি সাদিয়া, ঘুরে আসলা দুই মাস তো হয়ে গেলো, কোন সুখবর কি নাই?’

সাদিয়া উত্তরে বলল, ‘সুখবর থাকলে তো শুনতেই পেতেন মা’
আলেয়া যেন ঝাঁজিয়ে উঠলো, ‘শোন সাদিয়া ডাক্তার দেখানোর পায়তারা ছাড়ো... তোমরা আজকালকার মেয়েরা, আসলে বাচ্চা নিতে চাও না। বিয়ের পর পড়াশোনা শেষ করলা, এর পর চাকরী। বাচ্চা হলে কি আর পা মস মসায় অফিস যাওয়া হবে? এতই যদি তোমার সমস্যা, তাইলে ডাক্তার দেখাও না কেন, আসলে কোন সমস্যাই নাই।’

সাদিয়া কোন উত্তর দেয় না, মনে মনে সূত্র মিলায়। কারণ আজ অফিস থেকে ঘরে পা দিতেই, রত্না মারফৎ শুনতে পায়, ‘আইজ পাশের বাড়ির খালাম্মা আইসিলো।‘


ফেইসবুকের ম্যাসেঞ্জারে টিং টিং, সারার ম্যাসেজ, ‘ নেক্সট ফ্রাইডেতে তোদের কার কি প্ল্যান আছে জানার প্রয়োজন মনে করছিনা। আমি বাংলাদেশে এসেছি ওয়ান উইকের জন্য, তাই যে যেখানেই থাকিস না কেন চলে আসবি আমার বাসায়।’

সত্যি সত্যি সবাই চলে এলো। দুই বছর আগে এমনই ভাবে পাঁচ জনের আড্ডা বসেছিল, তারপর ইন্টারনেট মহাশয়ের কল্যাণে টিং টিং শব্দে যোগাযোগ, কি-বোর্ড চেপে কি আর মনের ভাব প্রকাশ করা যায়!!! তাই আজ দুই বছরের জমে থাকা গল্প গুলো উপচে উপচে পড়ছে। এর মাঝে বিয়ে হয়েছে বিন্তির, দুই বাচ্চার মা হয়ে গেছে ডোরা, বিয়ের পিড়িতে দুই মাস আগে বসেছে জেবিন। তাই এখন দাম্পত্য জীবনের হাড়ির খবর জানা চাই। উফ! কি রগ রগে আলোচনা, কানে তুলো দেবার অবস্থা!!!

ডোরা বলল, ‘এই যে সাদিয়া খাতুন, তোমার তো বিয়ে হইসে সবার আগে, চার বছর ধরে হানিমুন চালাইতেসিস। তলে তলে এতো!!! তোমার দাম্পত্য জীবনের রহস্যটা বলো মামু। আমি তো কিছু না বুঝার আগেই দুইটা উয়া উয়া চলে আসল!!!’

সারা বলল, ‘আরে ও তো এই কয় দিন আগেও ঘুইরা আসলো... বলো বলো বৃত্তান্ত বল’

সাদিয়া দুষ্টু হাসি হাসে বলল, ‘শোনার মতো কান থাকতে হবে কিন্তু, নাহলে কান জ্বলে যাবে!!!’

চলবে……...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

মাহের ইসলাম বলেছেন: কান কি আসলেই জ্বলবে ?

২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

নির্ভাণা বলেছেন: জানতে হলে গল্পের শেষ পর্যন্ত থাকতে হবে!!!!

২| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আগের পর্বগুলো পড়া হয়নি তাই গল্পে মজতে পাড়লাম না। তবে এই পর্ব ভালই লেগেছে। সাথে আছি মোড়টির মিমাংশার জন্য।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: বাস্তব জীবনের গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.