নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্ভাণা

নির্ভাণা › বিস্তারিত পোস্টঃ

এই বসন্ত-(শেষ পর্ব)

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

‘কি রে তুই, হঠাৎ, সাথে এতো বড় ব্যাগ কেন?’

‘মা, খুব ঘুম পেয়েছে, তোমাদের বাসায় একটু ঘুমানো যাবে?’

‘এভাবে কথা বলছিস কেনো? কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না’

‘আজকে আমি সত্যি কথা বলেছি মা, আর কক্ষনো মিথ্যা বলব না। ঘুম থেকে উঠে তোমাকেও বলবো সত্যি কথাটা, এখন একটু ঘুমাতে দাও প্লিজ।’

চোখের পাতা মেলে মনে হচ্ছিলো এ এক নব জন্ম। এটা কি শুদ্ধতায় ভরা নতুন কোন পৃথিবী? উত্তরের পথটাকে বিদায় জানিয়ে, দক্ষিণের পথে ঘোট পাকাচ্ছে এক দল বাতাস। দক্ষিণের জানালাটা খুলে, বাতাস গুলোকে মুক্ত করে দেয় সাদিয়া। নিজেকে খুব হালকা লাগছে আজ। মিথ্যার সাথে আপোষ করতে করতে, নিকোটিনে আক্রান্ত ফুসফুসের মতো কালশিটে পরে গিয়েছিলো মনটায়। মিথ্যা অভিনয়ও কি তাকে কম করতে হয়েছে, এই তো সেই দিন বন্ধুদের মাঝে কি সাজানো একটা গল্পই না বলতে হলো, অথচ সাজানো-গুছানো ওই সুখী দাম্পত্য জীবনের গল্পটার কোন ছিটে ফোঁটাও ছিল না সাদিয়ার জীবনে, গল্পটার সব চরিত্রই কাল্পনিক। কতো রকমের রগ রগে রাত পোশাকে নিজেকে সজ্জিত করেছিল সে, পরিশেষে নিজের অক্ষমতা ঢাকতে, নাঈম তাকে ছিটকে ফেলে দিয়েছিল শয্যা থেকে। রাগে, দুঃখে, অপমানে চোখের পানি ফেলা ছাড়া আর কোন উপায় ছিলোনা সাদিয়ার।

উড়ো খবর গুলোর কোন হদিস থাকে না, কীভাবে এদের পাখনা গজায়, আর কি ভাবে উড়ে উড়ে মানুষের কানে ঢুকে কে যানে। সেদিনের মতোই পিঠে টোকা দিয়ে, কেয়া একদিন ফিসফিসিয়ে সাদিয়া কে জিজ্ঞাস করলো, ‘এই কি শুনলাম? তুই নাকি ওই বাড়ি থেকে চলে এসেছিস? ঘটনা কি বল তো’

সাদিয়া স্বাভাবিক স্বরে, স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিলো, ‘হ্যাঁ রে আমরা এখন সেপারেটেড, আর কিছু দিন পর ওর কাছে ডিভোর্স পেপার যাবে আমার পক্ষ থেকে।‘

পাশের কিউবিকল গুলো থেকে উকি ঝুকি চলছে, কেয়া গলা নামিয়ে, আরও ফিসফিসিয়ে বলে, ‘আহ, আস্তে বল, এগুলি কথা কি এতো জোড়ে বলে কেউ?’

সাদিয়ার স্বর স্বাভাবিক, ‘আস্তে বলার কি আছে, ডিভোর্স কি মানুষের জীবনে হতে পারে না? এখন হয়ত প্রশ্ন করবি কেন? আচ্ছা, কারণটাও শোন’

উকি দেওয়া মাথা গুলো আরও একটু সামনে ঝুকেছে।

সাদিয়া বলে চলল, ‘আমার স্বামী নাঈম অক্ষম। তার ইরেক্টাইল ডিস্ফাংশন আছে, দীর্ঘ চার বছর চিকিৎসার আশ্বাস দিয়েও, চিকিৎসা করায়নি, তাই সিধান্তটা নিয়ে নিলাম।’

পিন পতন নিস্তব্ধতা, সেটা ঘটনা শুনে নাকি কোন নারীর মুখ থেকে খুব সাবলীল ভাবে কোন পুরুষের অক্ষমতার কথা শুনে? কে যানে......

ধূমায়িত কফির কাপটা নিয়ে, সাদিয়া জানালার দিকে তাকায়, নীল দিগন্তে ফুলের আগুন লেগেছে। জীবনে তবে বসন্ত আসে, লাল রক্তিম আগুন জ্বেলে, যে আগুন জ্বালায় না, পোড়ায় না, শুধুই শোভা বাড়ায়, অসীম সাহস যোগায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

প্রামানিক বলেছেন: এরকম ঘটনা অনেক সময় বাস্তবেও ঘটে থাকে। সুন্দর গল্প। ধন্যবাদ

২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১

রাজীব নুর বলেছেন: ডির্ভোস খুব বেশি হচ্ছে ইদানিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.