নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্ভাণা

নির্ভাণা › বিস্তারিত পোস্টঃ

আপনি কি নীল চশমা পরে আছেন? (পর্ব-১)

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:০৪

একটা সময় ছিলো, যখন ভিডিও ক্যাসেটের দোকানে খয়রি রঙের প্যাকেটে ব্লু ফিল্ম বা নীল ছবির ক্যাসেট পুরে, অতি গোপনে দরজা জানালা সব বন্ধ করে, কোন একজনের বাসায় বুভুক্ষের মতো রগরগে দৃশ্য গুলো গিলতো একদল তথাকথিত মানুষ। সময়ের আবর্তে এখন আর দল বেঁধে খুঁঝতে হয় না কার বাসায় ভিডিও প্লেয়ার আছে, কারণ এখন আঙ্গুলের খোঁচাতেই পাওয়া যায় সেই সব দৃশ্য। এর বিস্তৃতি কত জানেন? কিছু ঘটনা বলি…….

পাসের বস্তিতে থাকা আক্কাস আলী, শহরে আসার পর টুক টাক কিছু কাজ করতো, কিন্তু এখন তার মাত্র তিনটি কাজ, খাওয়া, ঘুম আর মানুষের বাড়িতে ছুটা কাজ করা স্ত্রীর কামাইয়ের টাকায় মেমোরি কার্ডে ভুঁড়ি ভুঁড়ি পর্ণ ভিডিও ঠেসে চিত্ত উত্তেজিত করা। দেখা তো হলো, এখন উত্তেজনার ফল মিটানো চাই!!!! বউ কে তো প্রতিদিনই ঘাঁটা হয়, তাও আবার পর্ণ ভিডিও গুলোর মতোই অদ্ভুত অদ্ভুত উপায়ে। এক জিনিষ ঘাঁটতে আর কয় দিন ভাল লাগে!!! তাছাড়া বউ এখন বাড়িতে নাই, আক্কাস আলী এখন উত্তেজনার শীর্ষে, হাতের কাছে কাউকে চাই!!!! পাসের ঘরে উঠতি বয়সের একটা কিশোরী মেয়ে আছে একা, কাজটা তাহলে তার সাথেই সারা যাক………
আক্কাস আলীর মতো, বাস ড্রাইভার চুন্নু মিয়াঁরও নখের ডগায় থাকে পর্ণ ভিডিও, তাই তিনিও হেল্পারের সাথে গলা গলি বেঁধে তক্কে তক্কে থাকেন, একা কোন মেয়েকে বাসে পেলেই কেল্লা ফতে!!!!

এই পাড়ার মধ্যবিত্ত ঘরের ছেলে রুবেল, মেমোরি কার্ডের কল্যাণে, সেও শিখে গেছে সময় অসময় চিত্ত উত্তেজিত করা। প্রথম প্রথম, রাতে ম্যাসেঞ্জার এর টিং টিং শব্দে বন্ধুদের পাঠানো ভিডিও গুলিতেই চলতো, কিন্তু ধীরে ধীরে নেশাটা বাড়লো। তাই একদিন রুবেলের এই উত্তেজনার বলি হতে হলো, ছয় বছরের ছোট্ট তৃষা কে………

অর্ণব, কোটিপতি বাবার এক মাত্র ছেলে। জীবনের কোন ফুর্তি সে বাদ রাখেনি। দামী দামী কল গার্লদের সাথে রাত কাটানো তো ওয়ান টু-র ব্যাপার, সেই সাথে অসংখ্য মেয়ে বন্ধু তো আছেই। উগ্র চিন্তা গুলোকে আরও বেশী বিক্রিত করার প্রতিদিনকার ফুয়েল হচ্ছে, নামি দামী পর্ণ স্টারদের পর্ণ ভিডিও। এবার তার সখ জাগল, পাঁচ বন্ধু একসাথে মিলে, তার কোন এক মেয়ে বন্ধুর উপড়ে এক সাথে ঝাল মিটাবে। তো যেমন ইচ্ছা তেমন কাজ………

৬০ ছুঁই ছুঁই মিস্টার কবির চৌধুরী, এই বয়সে কি এই সব মানায় ভেবে, জিভ কেটে কেটেও কীভাবে কীভাবে যেন ঐ সমস্ত দেখা হয়ে যায়……… ফলশ্রুতি হলো কিছুদিন পর…… নারী অফিস কর্মীর শ্লীলতাহানী।

এই আক্কাস আলী, রুবেল, অর্ণব ও মিস্টার কবির চৌধুরী-দের বিস্তৃতি এখন, হাটে ঘাঁটে, পথে মাঠে এবং দিন দিন জ্যামিতিক হাড়ে বাড়ছে। তাই খবরের কাগজ খুল্লেই দেখা যায়, “১৫ দিনে ধর্ষণের শিকার ৩৯ শিশু”, “ধর্ষণে নজিরবিহীন রেকর্ড- ১০০ দিনেই শিকার ৩৯৬ নারী ও শিশু……”। আর পর্ণ স্টাররা এখন এতই সম্মানিত ব্যক্তি, যে তাদের নামে এখন নবম শ্রেণীর প্রশ্ন পত্রও তৈরি হয়!!!

চলবে……

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৮

পবিত্র হোসাইন বলেছেন: ভাল লিখেছেন আরো লিখুন

২| ২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৭

সাইন বোর্ড বলেছেন: এটা আসলে বলা যায় সভ্যতার কলংক, অতি উন্নতমনা হতে গিয়ে পর্ণকেও যারা শিল্পের স্বীকৃতি দিচ্ছে, তারই কুফল এটা ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আমেরিকার টেড বানডি একজন বাস্তব উদাহরণ, পর্ণ দেখতে দেখতে যিনি আমেরিকার অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলারে পরিনত হয়েছিলেন। তিনি তার শেষ ইন্টারভিউয়ে সবাইকে পর্ণ থেকে দুরে থাকার কথা বলেছিলেন। তাকে ইলেক্ট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদন্ড দেয়া হয়

৪| ২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪২

নীল আকাশ বলেছেন: ভাল টপিক নিয়ে লিখছেন। শুধু পর্ণ কেন হিন্দী ছিনেমাতে গানের নামে যা দেখান হয়,কিংবা কলিকাতার সিরিয়াল গুলিতে ইচ্ছে করে যৌন সুরসুরি মার্কা পরকীয়ার নাটক গুলিও কম কিসের।
আরও লিখুন এই সব বিষয় নিয়ে, ধন্যবাদ।

৫| ২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৪

নীল আকাশ বলেছেন: আরেকটা কথা তখন বলতে ভুলে গেছি, আপনার বানান বেশ ভালোই ভুল হচ্ছে লেখার সময়। পারলে ব্লগের রাকু হাসান ভাইয়ের একটা পোস্ট আছে বানান নিয়ে, সেটা পড়ে আসুন।
শুভ কামনা রইল!

২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৭

নির্ভাণা বলেছেন: আপনাকে ধন্যবাদ পরামর্শের জন্য। বানান নিয়ে লেখাটির লিংক কি এখানে দেওয়া সম্ভব? যদি সম্ভব হয়, লিংকটি দিলে উপকৃত হব। ধন্যবাদ

৬| ২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: পর্ন ভিডিও আমাকে কখনও টানে নি।
গা ঘিন ঘিন করে।
নরনারী আদর ভালোবাসা দারুন আনন্দময় একটা ব্যাপার।
এখানে নোঙরামোর কোনো স্থান নেই।

৭| ২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৫

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে।

৮| ২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তীর এঁকেছেন, তূণ কই?

পর্ণ সাথে ইয়ার দোস্দ ইয়াবা!

সরকারের উন্নয়নের সবচে বড় উন্নয়ন হয়েছে ইয়াবা সেক্টরে! না না জানা পণ্যকে ব্যাপক বাজারজাতে সফল বটে!
যার প্রতিক্রিয়ায় সিরিয়াল ধর্ষন। ক্রমশ বাড়ছে!

মুক্তির পথ কি?

৯| ২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সমাজটা পচে গেছে....

১০| ২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৩

নির্ভাণা বলেছেন: সকল কে অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.