নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য,সঠিক,সরল পথের সন্ধানে।

েশাভন আহমেদ

আশাহত, আহত, ব্যার্থ, ডানাভাংগা পাখী।

েশাভন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্যারাকল।

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্যারাকলে পড়ে জীবনটা একদম দূর্বিসহ হয়ে উঠেছে। আর পারতেছিনা। দেশের এত বড় একটা শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থা যদি এই হয়, তাহলে আমাদের ভবিষতের কি হবে? আমরা ২০১২ সালের জুন-জুলাই মাসে মাস্টার্স পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলাম। আমাদের রেজাল্ট এখনও তো প্রকাশ হয়ই নাই, কবে হবে তার ও কোন ঠিক নাই। তাছাড়া ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের গ্যারাকলে পড়ে অনার্সে আমাদের দুই বছর ইয়ার লস এ চলে গেছে। যা হোক কারো জানা থাকলে বলেন প্লিজ----শাহজালাল ইসলামী ব্যাংকে সারকূলার দিছে। কি তারা শিক্ষাগত যোগ্যতা চাইছে পোস্ট গ্রাজুয়েট। কিন্তু আমার তো মার্স্টর্সের রেজাল্ট বের হয় নাই। সেক্ষেত্রে আমি কি আমার চার বছরের অনার্সের যোগ্যতা দিয়ে শাহজালাল ইসলামী ব্যাংকে অ্যাপ্লিকেশন করতে পারব?? জানা থাকলে প্লিজ হেল্প করেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার পরের ব্যাচে আছি।
এবার পরীক্ষা দিয়ে বসে থাকবো তাদের মতিগতির দিকে।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

শার্লক বলেছেন: ৫/৬ বছর আগে তো দেখতাম তিন মাস পরেই রেজাল্ট দিয়ে দিত। ডিজিটাল যুগে আবার সেই আদি যুগে ফিরে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.