![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমাদের দেশ এক ক্রান্তি লগ্ন পার করছে। আজ শাহাবাগ রাজাকারদের ফাঁসি কামনা করে। আমরা আজ সবাই একই কাতারে সমবেত। আজ আমরা এক জাগ্রত জাতি সত্ত্বা এক। যারা অন্যায়কে সমূলে উৎক্ষাতে ব্রত। দেশের ভাল বা মন্দ হোক আমরা সেটা বুঝিনা। সবাই নিজের স্বার্থ সিদ্ধিতে ব্যাকুল। কেউ ই ন্যায়ের কথা বলিনা। সবাই দলের জন্য গান রচনা করি। ক্ষমতার মাথায় তেল দেই আর দূর্বলের মাথায় কাঠাল ভেঙ্গে খাই। ক্ষমতা পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা ক্যামপাস, রাজপথ, সব পথই দখল করে নেই কয়েক মুহুর্তে। অনলাইন, অফলাইন সব লাইনই এখন ন্যায় কথা বলে। এক সময় আবার ক্ষমতা পরিবর্তন হবে আর সব লাইনই তখন তাদের কথা বলবে। এই আমরা বাঙ্গালী। গতকালের প্রথম আলোর সম্পাদকীয়তে পড়লাম ছাত্র রাজনীতির কলঙ্কময় বর্ণনা। তাতে নিজের উপর শুধু ঘুণা হলো যে আমিও এদেরই দলে। মানে আমি একজন ছাত্র। আমার জানা মতে আজ মানুষের মন মোটামুটি জাগ্রত। বেশির ভাগ মানুষ আজ ন্যায়ের কথা বলে। কিন্তু গুটিকয়েক দলীয় কুত্তাদের ঘেউ ঘেউ সত্য কথা, ন্যায় কথা পড়ে যায় ঢাকা।
©somewhere in net ltd.