![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন ভোটার হওয়ার আনন্দ এখনও মনে আছে। কত আনন্দই না পেয়েছিলাম সেদিন। আমি ভোট দিব আমি ভোট দিব বলে অনেক মজা পাইছিলাম। আমি ঠিক দেশের অবস্থা পরিবর্তন করার প্রত্যয় শুনে ঠিকই ভোট দিয়েছিলাম। কিন্তু আমার সেই ভোট সম্পূর্ণ ব্যর্থ। কারন.............
১। আমি যাদেরকে ভোট দিয়েছিলাম তাদের জন্য আজ পদ্মা সেতু প্রকল্প বাতিল। কিন্তু তারা আজ এর কোন বিচার করতে পারে নাই।
২। এই সেই সরকার যারা সাগর-রুনি হত্যাকারিদের ধরে বিচার করতে পারে নাই।
৩। এই সেই সরকার যারা শেয়ার মার্কেট কেলেঙ্গকারীদের ধরে বিচার করতে পারে নাই।
৪। এই সেই সরকার যারা গুপ্ত ইলিয়াস আলীকে খুজে বের করতে পারে নাই।
৫। এই সেই সরকার যাদের জন্য দেশ আজ ক্রান্তি লগ্ন পার করছে।
জানিনা আরও কত ব্যর্থতা বাকি আছে এই সরকারের। আমরা আবার পরাধীনতার ব্যরাজালে বন্দি হয়ে গেছি।
২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:০১
েশাভন আহমেদ বলেছেন: আমার জানা মতে কেউ কারও পটু মারতে পারে না। মানুষ নিজেই নিজের পটু মারে। আর যে অন্য মানুষের পটু মারে, জনগন তার পটু মারে। অতএব যারা অন্যের পটু মেরেছেন তারা জনগনের পটু মারা খাওয়ার জন্য প্রস্তুত থাকুন।
৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৫
মো কবির বলেছেন:
আপনার অবস্থা দেহি ভাই আমার মতো, আইয়েন দুজনে গলাগলি করি কান্দি। অনেক আশা নিয়ে ভাসাইছিলাম তরী সবই গেল.।.।.।।।
আসুন, আমরা সবাই মিলে মিশে এই দেশকে গড়ি সুষ্ঠ গণতন্ত্রে আর এই দেশকে গড়ি সবুজে শ্যামলে।
যোগ দিতে পারেন আমাদের এই গ্রুপে
৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৯
জিয়া চৌধুরী বলেছেন: সাঈদিঃ "তুমি কে, আমি কে…"
খালেদাঃ "জামাতি জামাতি"
৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩১
মো: আজিজ মোর্শেদ বলেছেন: গতবার ভোট দিই নাই(অন্তত এই ভেবে নিজেকে সান্তনা দিই যে এদের এই অকাজের সাপোর্টার আমি নই)।
এবারও দেব না বা না বোট দিয়ে আসবো।
৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:০৬
সুলাইমান হাসান বলেছেন: আমি সামনের নির্বাচনে এরশাদ চাচারে ভোট দিমু।
৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:১৮
মিজভী বাপ্পা বলেছেন: আমি না ভোট দিমু
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫২
ভোলা বাবা বলেছেন: এই সরকার তাও পুটু মেরে ছেড়ে দিলো, সামনে যারে দিবেন সে পুটুর লগে আরও কিছু মারবে।