নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য,সঠিক,সরল পথের সন্ধানে।

েশাভন আহমেদ

আশাহত, আহত, ব্যার্থ, ডানাভাংগা পাখী।

েশাভন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

COX,S বাজার ভ্রমন এবং একটা অসাধারন চুটকি।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

জীবনে এই প্রথম COX,S বাজার ভ্রমন করলাম। COX,S বাজার ভ্রমন করে অনেক মজা পাইছি। সাথে সেন্টমার্টিন ছিল আমাদের বোনাস ভ্রমন। আমরা আগে গিয়েছিলাম সেন্টমার্টিন তারপর COX,S বাজার। আমরা টেকনাফ থেকে COX,S বাজার পৌছেছিলাম রাত ৮ টায়। হোটেল খুজে বের করে হাতমুখ ধুয়ে রাত ১০ টায় রাতের খাবার খাওয়ার উদ্দেশে বের হলাম। রাতের খাবার খাওয়া শেষে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন বিচে যাব। আমাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা বিচের দিকে রওনা হলাম। আমরা মুলত COX,S বাজারের কিছুই চিনতাম না। শেষ পর্যন্ত আমরা লাবনী পয়েন্টে গিয়ে পৌছালাম। লাবনী পয়েন্ট থেকে হেঁটে আমরা কলাতলী বিচের দিকে রওনা দিলাম। আমরা বিচের রাস্তা দিয়ে হাটছিলাম আর কথা বলছিলাম। হাটতে হাটতে আমরা COX,S বাজার নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছিলাম। আমার বন্ধুরা তাদের আগে একবার COX,S বাজার ভ্রমন অভিঙ্গতা একে অপরের সাথে শেয়ার করতে লাগল। তার আগে বলে রাখি আজ থেকে চার পাঁচ বছর আগের COX,S বাজার আর এখনকার COX,S বাজার নাকি অনেক different। আগে যেখানে শুধু গাছপালা ছিল, সেখানে আজ অনেক বড় বড় ৩, ৪, ৫ স্টার মানের হোটেল গেড়ে উঠেছে। তো হটাৎ মাসুম বলে উঠলো, ও যখন COX,S বাজার এসেছিল তখন নাকি এখানে কোন হোটেল কোন রাস্তা, কিছুই ছিল না। তারপর তুষার বলে উঠলো, সে যখন COX,S বাজার এসেছিল তখন নাকি এখানে হোটেল তো দূরের কথা পুরো এলাকাই নাকি বন জঙ্গল ছিল। ওদের এরকম আলাপ সালাপ শুনে মনে হলো এখন আমার কিছু একটা বলতে হবে। কিন্তু আমি তো আগে কখনও COX,S বাজার আসিই নাই। কিন্তু আমার এতটুকু মনে হলো যে আমারও কিছু বলা উচিত। তো সাথে সাথে আমিও বলে ফেল্লাম যে, আমি যখন COX,S বাজার এসেছিলাম তখন তো হোটেল, মোটেল, রাস্তা ঘাট কি? এখানে তো কোন বিচোই ছিল না। এখানে তখন শুধু ছিল পুকুর আর পুকুর। সবাই তখন আমার কথা শুনে হাসতো হাসতে প্রাণ যায় যায় অবস্থা। আমার এই অযাথা বকবকানি ভাল লাগলে কমেন্ট কইরেন। না লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬

আমি শঙ্খচিল বলেছেন: :)

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

আনু মোল্লাহ বলেছেন: বুঝলাম।
আমরা প্রকৃতির সাথে ভাল ব্যবহার করিনা

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

ঢাকাবাসী বলেছেন: ঠিক আছে, তবে কক্সবাজারের বানানটা এমন অদ্ভুত কেন তা বুঝলুমনা!

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

েশাভন আহমেদ বলেছেন: ঢাকাবাসী....আমি আসলে আমার কী বোর্ডে বানানটা লিখতে পারছিলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.