![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক অপূর্ব সুন্দরী নারী
এক কৃষকে বলল আমি তোমাকে বিবাহ করিব,
কৃষক তো নারীর চেহারা দেখে পাগল,
কৃষক দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বললো
তারা তারি আমাদের বিবাহ করিয়ে দাও।
কাজী নারীর চেহারা দেখা সে নিজে পাগল,
কাজী বলে আরে বেটা কৃষক তুই তো এই নারীর উপযুক্ত না,
আমি বিবাহ করিব।
এক পযায়ে কৃষক আর কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল,
কৃষক আর কাজীর বিচার নিয়ে গেল বাদশার দরবারে।
বাদশা নারীর চেহারা দেখা সে নিজে পাগল,
বাদশা বলে তোরাতো দুজন এই নারীর অযোগ্য বিবাহ আমি করিব।
তখন নারীকে বলা হলো তুমি সিদ্ধান্ত দাও কাকে বিবাহ করিবে?
নারী সিদ্ধান্ত যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকে বিবাহ করিব।
নারী দৌড় দিল পিছে পিছে কৃষক কাজী বাদশা দৌড় দিল,
দৌড়াতে দৌড়াতে এক সময় ছটফট করতে করতে কৃষক মারা গেল,
তার কিছু দুর পর কাজী মারা গেল।
বাদশা নারীকে বললো একন তো আমি একা,
চল বিবাহ করি,
তবুও নারী বলে না আমাকে দৌড়ে ধরতে হবে।
তখন বাদশা বলে হে নারী দাঁড়াও বল আসলে তুমি কে ?
তখন নারী বলে আমি হলাম দুনিয়া।
আমার মধ্যে আছে শধু চাকচিক মোহ আর লোভ লালসা
আমার পিছে যে দৌড়ায় সে শুধু এই ভাবে মরবে বিনিময়ে কিছু পাবে না।।
©somewhere in net ltd.