নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়মের বাহিরে আমি

Shovo sani

MD Shohel Rana

Shovo sani › বিস্তারিত পোস্টঃ

(১১ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮)

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

কোমরে ধরে লাঠি ভর দিয়ে সকাল সকাল ভোট কেন্দ্রে ভোট দিতে গেলেন বুড়া চাচা।

চাচাকে দেখেই আইন শৃঙ্খলা বাহিনীর একজন জিজ্ঞেস করল...

আইন শৃঙ্খলা বাহিনীঃ ও চাচা ভোট দিতে আসছেন চাচীকে সাথে নিয়ে আসলেন না?

বুড়া চাচাঃ বাবারে আমি বুড়া মানুষ কোন রকম ভোট দিতে আইছি ভোট দিয়ে চইলা যামু।

ভোট কেন্দ্রে ঢুকতেই এক রাজনৈতিক দলের নেতা বলল...

রাজনৈতিক নেতাঃ চাচা ভোট টা কিন্তু এই মার্কাতেই দিবেন, আমরা জিতলে আপনাদের জন্য সব সুযোগ সুবিধা করে দিব।

বুড়া চাচাঃ বাবারে আমি বুড়া মানুষ চোখে কম দেখি। তোমার চাচী থাকলে ভালা হইত।

ব্যালট পেপার হাতে নিতেই এক পোলিং এজেন্ট বলল...

পলিং এজেন্টঃ চাচা আপনার ঘরে ভোটার কয়জন?

বুড়া চাচাঃ বাবারে আমি আর তোমার চাচী আর কেউ নাই।

পলিং এজেন্টঃ চাচা একাই ভোট দিতে আসছেন চাচী কোথায়?

বুড়া চাচাঃ বাবারে তোমার চাচীর লগে আমার দেখা হয় নাই।

পলিং এজেন্টঃ চাচা আপনার আগেই চাচী ভোট দিয়ে চলে গেছে।

বুড়া চাচাঃ বাবারে কি কমু দুঃখের কথা তোমার চাচী মারা গেছে ৯ বছর হইছে প্রতিবার আমার আগে আইয়া ভোট দিয়া চইলা যায় একবারও আমার লগে দেখা হয় না।

... যা জীবনে আর ভোট ই দিমু না।

বিঃদ্রঃ কাট ইন দ্যা বাঁশের বেড়া ঢুক ইন দ্যা চোর... চাচা চাচী ভোট দেইনি ভোট দিছে কোন চোর???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.